Ajker Patrika

ত্রিশালে আ.লীগের সম্মেলনে ছুরিকাঘাতে যুবলীগকর্মী নিহত

ময়মনসিংহ প্রতিনিধি
আপডেট : ২২ জুলাই ২০২২, ০০: ১৯
ত্রিশালে আ.লীগের সম্মেলনে ছুরিকাঘাতে যুবলীগকর্মী নিহত

ময়মনসিংহের ত্রিশাল উপজেলা আওয়ামী লীগের সম্মেলনস্থলের পাশে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মো. আবীর (১৮) নামে এক যুবলীগ কর্মী নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত আবীর ময়মনসিংহ নগরীর কৃষ্টপুর দিল রওশন জামে মসজিদ এলাকার ভাঙারি ব্যবসায়ী আবুল কালামের ছেলে।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈন উদ্দিন জানান, দীর্ঘ ১৯ বছর পর বৃহস্পতিবার বিকেলে ত্রিশালের দরিরামপুর সরকারি নজরুল একাডেমি মাঠের নজরুল মঞ্চে উপজেলা আওয়ামী লীগের সম্মেলন চলছিল। বিকেল সাড়ে ৪টার দিকে নজরুল একাডেমির ডাকবাংলোর সামনের সড়কে এ হত্যাকাণ্ড হয়। তবে কী কারণে এ হত্যাকাণ্ড হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এদিকে বৃহস্পতিবার সন্ধ্যায় নাম প্রকাশে অনিচ্ছুক নিহত আবীরের কয়েকজন সহকর্মী ময়মনসিংহ প্রেসক্লাবে এসে সাংবাদিকদের জানান, ময়মনসিংহ নগরীর দলীয় একটি পক্ষের সঙ্গে আবীরের পূর্ব বিরোধ ছিল। এর জেরে গত বুধবার দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে চরপাড়ার নয়াপাড়া এলাকায় আবীরকে একাধিক ব্যক্তিগত গাড়ি নিয়ে ধাওয়া করা হয়। প্রতিপক্ষের ধাওয়া খেয়ে আবীর পালিয়ে যান।

বৃহস্পতিবার বিকেলে ত্রিশাল উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে ময়মনসিংহ নগরী থেকে অনেকেই যোগ দেন। সম্মেলনস্থলে ধাওয়াকারীদের সঙ্গে আবীরের দেখা হয়। আবীর তাঁদের কাছে থেকে আগের দিন তাঁকে ধাওয়া করার কারণ জানতে চান। এ নিয়ে আবীরের সঙ্গে কথা-কাটাকাটি হয় তাঁদের। একপর্যায়ে আবীরকে ছুরিকাঘাত করে প্রতিপক্ষ। স্থানীয়রা আবীরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত