Ajker Patrika

বন্যার আশঙ্কায় হাওরে ধান কাটতে মাইকিং

নেত্রকোনা প্রতিনিধি
আপডেট : ১৮ এপ্রিল ২০২৩, ১৯: ৪৩
বন্যার আশঙ্কায় হাওরে ধান কাটতে মাইকিং

বন্যার আশঙ্কায় নেত্রকোনায় হাওরের বোরো ধান দ্রুত কেটে ঘরে তুলতে মাইকিং করছে কৃষি বিভাগ। জেলার খালিয়াজুরীসহ হাওরাঞ্চলে তিন দিন ধরে এভাবে মাইকিং করা হচ্ছে। খালিয়াজুরী উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে আজ মঙ্গলবার পর্যন্ত জেলার মদন, মোহনগঞ্জ, খালিয়াজুরী, কলমাকান্দাসহ বিভিন্ন এলাকায় ৪০ শতাংশের বেশি খেতের বোরো ধান কাটা হয়ে গেছে। আগামী ১০ দিনের মধ্যে হাওরের শতভাগ ধান কাটা হয়ে যাবে বলে জানায় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

আবহাওয়া বিভাগের বরাত দিয়ে বলা হচ্ছে, ২৩ এপ্রিল থেকে ৩ মে পর্যন্ত ভারতের মেঘালয় রাজ্যের চেরাপুঞ্জিতে টানা ১১ দিন ভারী বৃষ্টিপাত হতে পারে। এ সময়ে কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিসহ ভারী বৃষ্টিপাতে হাওরাঞ্চলে আগাম বন্যা হওয়ার আশঙ্কা রয়েছে। তাই দ্রুত হাওরের ৮০ ভাগ পাকা ধান কেটে ফেলতে বলা হয়েছে।

খালিয়াজুরী উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, খালিয়াজুরী উপজেলায় মোট ২০ হাজার ১২০ হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। এর মধ্যে শুধু হাওরে ১৮ হাজার ৯১০ হেক্টর জমিতে বোরোর আবাদ করা হয়েছে। এ পর্যন্ত উপজেলার ৬০ শতাংশের বেশি জমির ধান কাটা হয়েছে। আরও ৩০ ভাগ জমির ধান পেকেছে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, ২৩ এপ্রিলের মধ্যে কাটা না হলে পাকা ফসল ঝুঁকিতে পড়বে।

আমিনুল ইসলাম আরও বলেন, হাওরে পর্যাপ্ত ধান কাটার মেশিন রয়েছে। কৃষকেরা চাইলে দুই-তিন দিনের মধ্যে সব ধান কেটে ফেলতে পারেন। মাইকিং করায় কৃষকেরা ধান কাটতে তৎপর হয়েছেন। এতে রোদ থাকা অবস্থায় তাঁরা ধান শুকিয়ে ঘরে তুলতে পারবেন। 

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ নুরুজ্জামান বলেন, ‘হাওরে এবার ৪০ হাজার ৯৭৪ হেক্টর জমিতে বোরো ধান আবাদ করা হয়েছে। এর মধ্যে ৪০ শতাংশের বেশি খেতের বোরো ধান কাটা হয়ে গেছে। আশা করছি, আগামী এক সপ্তাহের মধ্যে বাকি ধান কাটা শেষ হবে।’

কৃষি অধিদপ্তর সূত্রে জানা গেছে, জেলায় ১ লাখ ৮৪ হাজার ৭৩৫ হেক্টর জমিতে বোরো আবাদ করা হয়। এর মধ্যে হাওরে ৪০ হাজার ৯৭৪ হেক্টর জমি রয়েছে। এক সপ্তাহ ধরে পাকা ধান কাটতে শুরু করেছেন কৃষকেরা। এবার এখন পর্যন্ত হাওরে পানি না আসায় কৃষকেরা স্বস্তিতে ধান কাটছেন। শ্রমিকদের পাশাপাশি সাত শতাধিক কম্বাইন্ড মেশিনের সাহায্যে ধান কাটা হচ্ছে।

জেলা পাউবোর নির্বাহী প্রকৌশলী মো. সারওয়ার জাহান বলেন, ‘কৃষকেরা যাতে নির্বিঘ্নে ফসল কেটে ঘরে তুলতে পারেন, সে জন্য আমরা ছুটি বাতিল করে মাঠে রয়েছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকে তিন বাহিনীর প্রধান

১৭ বছর খাইনি, এবার খাব—টেন্ডার জমা দেওয়া ঠিকাদারকে বললেন বিএনপি নেতা

দেশে এল স্টারলিংক: কতগুলো ডিভাইস যুক্ত করা যাবে, কীভাবে করবেন

যৌথ পরিবারে কোরবানি কার ওপর ওয়াজিব

মধ্যরাতে হাক্কানীর মালিকের বাসায় মবের হানা, আটক তিন সমন্বয়ককে ছাড়িয়ে নিলেন হান্নান মাসউদ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত