Ajker Patrika

ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কা, স্ত্রীসহ সেনাসদস্য নিহত

ময়মনসিংহ প্রতিনিধি
আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৪, ১১: ৪৯
ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কা, স্ত্রীসহ সেনাসদস্য নিহত

ময়মনসিংহে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কায় স্ত্রীসহ সেনাসদস্য নিহত হয়েছেন। গতকাল শুক্রবার সন্ধ্যায় নগরীর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শিকারিকান্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন নগরীর আকুয়া সরকারবাড়ি এলাকার নাজমুল পারভেজ (৩২) ও তাঁর স্ত্রী দিলরুবা জেবিন (২৩)। নাজমুল পারভেজ সেনাবাহিনীতে সৈনিক হিসাবে কর্মরত ছিলেন। 

কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন দুর্ঘটনার বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন। তিনি বলেন, ‘গতকাল বিকেলে নাজমুল পারভেজ মোটরসাইকেলে করে স্ত্রী দিলরুবা জেবিনকে নিয়ে ঘুরতে বেরিয়েছিলেন। এ সময় তাঁরা জেলার ত্রিশালে চলে যান। সেখান থেকে ফেরার পথে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শিকারিকান্দা এলাকায় এলে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা লাগে মোটরসাইকেলের। এতে ঘটনাস্থলেই স্বামী-স্ত্রী মারা যান। 

খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান পরিদর্শক আনোয়ার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত