Ajker Patrika

সড়কে দুর্ভোগ, নীরব কর্তৃপক্ষ

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
সড়কে দুর্ভোগ, নীরব কর্তৃপক্ষ

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার শ্যামগঞ্জ-গৌরীপুর সড়কে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন জনগণ। প্রতিদিন ঘটছে দুর্ঘটনা। তবুও সংস্কারের কোনো উদ্যোগ নেই কর্তৃপক্ষের। দীর্ঘদিন যাবৎ সড়কে যানবাহন চলাচলের নিয়ন্ত্রণ বিষয়ে অন্ধ ও বধির আচরণ করছে স্থানীয় কর্তৃপক্ষ। কষ্টে ও ক্ষোভে কথাগুলো বলছিলেন ১ নম্বর মইলাকান্দা ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান বেলায়েত হোসেন মনোজ।

সরেজমিনে দেখা যায়, আট কিলোমিটার সড়কের ৬ কিলোমিটার সড়কে খানাখন্দে ভরা। তার মধ্যে শুভগাই ইটাখলা বাজার থেকে মইলাকান্দা গ্রামের মোড়লবাড়ি পর্যন্ত দেড় কিলোমিটার সড়ক যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। 

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, সড়কটির এমন বেহাল দশার দুইটি কারণ। প্রথমত, সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত সড়কটি দিয়ে পাথর, বালু ও কয়লা বোঝাই শত শত ভারী ট্রাক চলাচল করে। মাত্র ১০ টন ওজন বহন ক্ষমতার সড়কে চলে ২০ / ৩০ টন ওজনের মালবোঝাই ট্রাক। দ্বিতীয়ত, সড়কের দুই পাশে রয়েছে শতাধিক পুকুর। সড়কটিকে পাড় হিসেবে ব্যবহার করার কারণে বর্ষায় সড়ক ভেঙে যাচ্ছে। সরকারি আইনে নিষেধাজ্ঞা থাকলেও, তা মানছেন না ফিসারি মালিকেরা। স্থানীয় মৎস্য অধিদপ্তর থেকেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি কখনো।

স্থানীয় ব্যবসায়ী মামুনুর রশিদ জানান, ভারী ট্রাক চলাচল বন্ধ না করলে সড়ক সংস্কার করে কোনো লাভ নেই। ফিসারির পানিতে সড়ক সব সময় ভেজা থাকে, বর্ষায় সড়ক ভেঙে যায়। এ বিষয়গুলো সমাধান না করলে সড়ক টিকবে না। 

সাংস্কৃতিক কর্মী ডা. মোহাম্মদ শহীদুল্লাহ্ বলেন, ‘সড়কটি দিয়ে ভারী ট্রাক চলাচল বন্ধের দাবিতে বছরের পর বছর আমরা আন্দোলন করে যাচ্ছি, কিন্তু প্রশাসন আমাদের দাবি কানেই তুলছে না। মানুষের এই দুর্ভোগে প্রশাসন ও জনপ্রতিনিধি কেউ কোনো খোঁজ খবর নেন না।’

গৌরীপুর উপজেলা প্রকৌশলী আবু সালেহ মো. আব্দুল হক জানান, ভারী যানবাহন চলাচল বন্ধ না হলে সড়ক মেরামত করে কোনো লাভ নেই। সড়কের পাশে ফিসারির জন্যও ব্যাপক ক্ষতি হচ্ছে। সড়কটি টেকসইভাবে নির্মাণের জন্য প্রস্তাবনা পাঠানো হয়েছে। 

গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান আব্দুল হালিম সিদ্দিকী জানান, সড়কে যানবাহন চলাচলের বিষয়টি বিআরটিএর নিয়ন্ত্রণাধীন। তাঁরা চাইলে এই সড়কে ভারী যানবাহন চলাচল বন্ধ করতে পারেন। নির্দেশনা পেলে পুলিশ এ বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে বলে জানান তিনি। 

গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মারুফ আজকের পত্রিকাকে বলেন, ভারী যানবাহন চলাচলের জন্যই সড়কটি ক্ষতিগ্রস্ত হয়েছে। বিষয়টি জেলা কমিটির পরবর্তী সভায় তুলে ধরা হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি কর্মচারীদের পদ-পদবি-বেতন কাঠামো নিয়ে পাল্টা অবস্থানে দুই পক্ষ

বাংলাদেশ এড়িয়ে সমুদ্রপথে সেভেন সিস্টার্সকে যুক্ত করতে নতুন প্রকল্প ভারতের

ফেসবুকে লাইক-কমেন্ট, পাঁচ কর্মকর্তাকে নোটিশ

নাম প্রস্তাবে আটকে আছে ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’

মোহাম্মদপুরে আলোকচিত্রী ও জিগাতলায় শিক্ষার্থী খুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত