এম. কে. দোলন বিশ্বাস, ইসলামপুর (জামালপুর)
জামালপুর-২ ইসলামপুর আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পেয়েছেন আওয়ামী লীগের অন্তত অর্ধশত নেতা-কর্মী। এ-সংক্রান্ত খবর গণমাধ্যমে প্রকাশের পর তদন্ত শুরু করেছে উপজেলা প্রশাসন।
আজ শুক্রবার দুপুরে উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে তদন্তের বিষয়টি জানা গেছে।
জানা যায়, ২৩ ও ২৪ ডিসেম্বর উপজেলা নির্বাচন কার্যালয়ের আয়োজনে ইসলামপুর উচ্চবিদ্যালয় কক্ষে ভোট গ্রহণ উপলক্ষে প্রিসাইডিং কর্মকর্তা, সহকারী প্রিসাইডিং এবং পোলিং কর্মকর্তাদের প্রশিক্ষণ দেওয়া হয়।
অনুসন্ধানে জানা যায়, স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের গুরুত্বপূর্ণ পদে থাকা সত্ত্বেও উপজেলার বিভিন্ন স্কুল-কলেজের অর্ধশত শিক্ষক ভোট গ্রহণ প্রশিক্ষণে অংশ নেন। উপজেলা আওয়ামী লীগ থেকে শুরু করে ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের পদধারী নেতা তাঁরা। এ ছাড়া সবাই জামালপুর-২ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান দুলালের অনুসারী বলে পরিচিত।
এ ছাড়া দুজন শিক্ষক আওয়ামী লীগের নেতা হিসেবে ২০২১ সালে ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন। মনোনয়ন না পেয়ে আর নির্বাচনে অংশ নেননি।
এ নিয়ে ২৫ ডিসেম্বর আজকের পত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হলে বিষয়টি প্রশাসনের নজরে আসে।
এ বিষয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জামান চৌধুরী বলেন, ‘ভোট গ্রহণে প্রশিক্ষণপ্রাপ্ত কর্মকর্তারা কোনো রাজনৈতিক দলের নেতা কি না, সেটি আমাদের জানা ছিল না। আমরা তাঁদের দায়িত্ব দিয়েছিলাম স্কুল-কলেজের শিক্ষক হিসেবে। অভিযোগ ওঠায় বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’
সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সিরাজুল ইসলাম বলেন, ‘রাজনৈতিক দলের কোনো পদধারী ভোট গ্রহণের দায়িত্বে রাখা যাবে না। রাজনৈতিক দলের পদে থাকার বিষয়ে যাঁদের বিরুদ্ধে অভিযোগ পেয়েছি, তাঁদের বিষয়ে এরই মধ্যে তদন্ত শুরু করা হয়েছে। ভোট গ্রহণের দায়িত্ব থেকে আওয়ামী লীগ নেতাদের অব্যাহতি দেওয়া হবে। ভোট গ্রহণে কর্মকর্তা পদে দায়িত্ব দিতে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।’
উল্লেখ্য, এ আসনে ধর্ম প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য মো. ফরিদুল হক খান দুলাল (নৌকা) ছাড়াও দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন ঢাকা বিমানবন্দর আওয়ামী লীগের সভাপতি মো. শাহাজাহান আলী মণ্ডল (ট্রাক), জেলা আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য জিয়াউল হক জিয়া (ঈগল) এবং জেলা আওয়ামী লীগের সদস্য এস এম শাহীনুজ্জামান শাহীন (কাঁচি প্রতীক)।
এ ছাড়া জাতীয় পার্টি মনোনীত দলটির প্রেসিডিয়াম সদস্য মোস্তফা আল মাহমুদ (লাঙ্গল) এবং বিএনপির বহিষ্কৃত নেতা তৃণমূল বিএনপি মনোনীত মো. হোসেন রেজা বাবু (সোনালি আঁশ) জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
জামালপুর-২ ইসলামপুর আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পেয়েছেন আওয়ামী লীগের অন্তত অর্ধশত নেতা-কর্মী। এ-সংক্রান্ত খবর গণমাধ্যমে প্রকাশের পর তদন্ত শুরু করেছে উপজেলা প্রশাসন।
আজ শুক্রবার দুপুরে উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে তদন্তের বিষয়টি জানা গেছে।
জানা যায়, ২৩ ও ২৪ ডিসেম্বর উপজেলা নির্বাচন কার্যালয়ের আয়োজনে ইসলামপুর উচ্চবিদ্যালয় কক্ষে ভোট গ্রহণ উপলক্ষে প্রিসাইডিং কর্মকর্তা, সহকারী প্রিসাইডিং এবং পোলিং কর্মকর্তাদের প্রশিক্ষণ দেওয়া হয়।
অনুসন্ধানে জানা যায়, স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের গুরুত্বপূর্ণ পদে থাকা সত্ত্বেও উপজেলার বিভিন্ন স্কুল-কলেজের অর্ধশত শিক্ষক ভোট গ্রহণ প্রশিক্ষণে অংশ নেন। উপজেলা আওয়ামী লীগ থেকে শুরু করে ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের পদধারী নেতা তাঁরা। এ ছাড়া সবাই জামালপুর-২ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান দুলালের অনুসারী বলে পরিচিত।
এ ছাড়া দুজন শিক্ষক আওয়ামী লীগের নেতা হিসেবে ২০২১ সালে ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন। মনোনয়ন না পেয়ে আর নির্বাচনে অংশ নেননি।
এ নিয়ে ২৫ ডিসেম্বর আজকের পত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হলে বিষয়টি প্রশাসনের নজরে আসে।
এ বিষয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জামান চৌধুরী বলেন, ‘ভোট গ্রহণে প্রশিক্ষণপ্রাপ্ত কর্মকর্তারা কোনো রাজনৈতিক দলের নেতা কি না, সেটি আমাদের জানা ছিল না। আমরা তাঁদের দায়িত্ব দিয়েছিলাম স্কুল-কলেজের শিক্ষক হিসেবে। অভিযোগ ওঠায় বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’
সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সিরাজুল ইসলাম বলেন, ‘রাজনৈতিক দলের কোনো পদধারী ভোট গ্রহণের দায়িত্বে রাখা যাবে না। রাজনৈতিক দলের পদে থাকার বিষয়ে যাঁদের বিরুদ্ধে অভিযোগ পেয়েছি, তাঁদের বিষয়ে এরই মধ্যে তদন্ত শুরু করা হয়েছে। ভোট গ্রহণের দায়িত্ব থেকে আওয়ামী লীগ নেতাদের অব্যাহতি দেওয়া হবে। ভোট গ্রহণে কর্মকর্তা পদে দায়িত্ব দিতে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।’
উল্লেখ্য, এ আসনে ধর্ম প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য মো. ফরিদুল হক খান দুলাল (নৌকা) ছাড়াও দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন ঢাকা বিমানবন্দর আওয়ামী লীগের সভাপতি মো. শাহাজাহান আলী মণ্ডল (ট্রাক), জেলা আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য জিয়াউল হক জিয়া (ঈগল) এবং জেলা আওয়ামী লীগের সদস্য এস এম শাহীনুজ্জামান শাহীন (কাঁচি প্রতীক)।
এ ছাড়া জাতীয় পার্টি মনোনীত দলটির প্রেসিডিয়াম সদস্য মোস্তফা আল মাহমুদ (লাঙ্গল) এবং বিএনপির বহিষ্কৃত নেতা তৃণমূল বিএনপি মনোনীত মো. হোসেন রেজা বাবু (সোনালি আঁশ) জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
চট্টগ্রাম নগরীতে সন্ত্রাসীদের গুলিতে প্রতিপক্ষের দুজন নিহত ও দুজন আহত হয়েছেন। গতকাল শনিবার গভীর রাতে একটি প্রাইভেট কারে হামলা চালালে এ ঘটনা ঘটে। আহতরা বলছেন, তাঁরা সড়কে টহল দেওয়া পুলিশ সদস্যদের কাছে গিয়ে বাঁচানোর আকুতি জানিয়েছিলেন। এর মধ্যেই পেছন থেকে মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তদের গুলিতে দুজন
৯ ঘণ্টা আগেনিজেদের মধ্যে সংঘর্ষ ও খুনের পর চট্টগ্রামের মিরসরাই উপজেলায় বিএনপির সদ্য ঘোষিত তিনটি কমিটির কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খন্দকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে গতকাল শনিবার রাতে এ তথ্য জানানো হয়।
১০ ঘণ্টা আগেরাজধানীর ডেমরায় শ্বশুরবাড়িতে নিজের ঘর থেকে মাহফুজা বেগম লিপি (৪৫) এক বিধবার অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাস্থলে গিয়ে ঘরের সামনের কেচি গেট ও দরজা খোলা অবস্থায় পায় তারা। ওই নারীর মুখে বালিশ চাপা দেওয়া অবস্থায় ছিল। পরে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য লাশ রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ
১০ ঘণ্টা আগেবরিশালের আগৈলঝাড়ায় ৬ ও ৭ বছরের দুই শিশুকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গণপিটুনি দিয়েছে এলাকাবাসী। আজ রোববার বেলা ১১টার দিকে উপজেলার বাগধা ইউনিয়নের খাজুরিয়া গ্রামে এ পিটুনি দেওয়া হয়। অভিযুক্ত যুবকের নাম আব্দুর রহমান (৩৮)। তিনি ওই গ্রামের বাসিন্দা। তিনি কয়েক দিনের ব্যবধানে দুই শিশুকে ধর্ষণ করেন বলে
১১ ঘণ্টা আগে