গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের গৌরীপুরে ভিজিডির চাল আত্মসাতের অভিযোগে ২ নম্বর গৌরীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুলতানা বেগম আকন্দ। গত ১২ জানুয়ারি গৌরীপুর থানায় তিনি এ অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, সাবেক এই ইউপি চেয়ারম্যান অতি দরিদ্রদের জন্য বরাদ্দকৃত ২০২১ সালের সেপ্টেম্বর ও অক্টোবর মাসের ভিজিডির চাল গুদাম থেকে উত্তোলনের পর বিতরণ না করে নিজেই আত্মসাৎ করেছেন। এ ব্যাপারে গত ২০ ডিসেম্বর দৈনিক আজকের পত্রিকায় ‘গুদাম থেকে ভিজিডির চাল তুললেও পাননি কার্ডধারীরা’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়। অভিযোগে আরও উল্লেখ করা হয়, ওই দুই মাসের ৫৬৪ বস্তায় থাকা ১৬ হাজার ৯২০ কেজি চাল তিনি বিক্রি করেন। প্রতি বস্তায় ৩০ কেজি করে চাল ছিল, যার বাজার মূল্য ৮ লাখ ১২ হাজার ১৬০ টাকা।
এ বিষয়ে বক্তব্য জানতে সাবেক ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেনের মোবাইলে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।
গৌরীপুর থানার ওসি খান আব্দুল হালিম সিদ্দিকী জানান, ভিজিডির চাল আত্মসাতের অভিযোগ তিনি পেয়েছেন। বিষয়টি নিয়ে তদন্ত চলছে বলে জানান তিনি।
গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান মারুফ জানান, ভিজিডির চাল আত্মসাতের অভিযোগে গত ২৩ ডিসেম্বর আনোয়ার হোসেন চেয়ারম্যানকে প্রথমে শোকজ করা হয়। কিন্তু তিনি শোকজের কোনো জবাব দেননি।
ময়মনসিংহের গৌরীপুরে ভিজিডির চাল আত্মসাতের অভিযোগে ২ নম্বর গৌরীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুলতানা বেগম আকন্দ। গত ১২ জানুয়ারি গৌরীপুর থানায় তিনি এ অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, সাবেক এই ইউপি চেয়ারম্যান অতি দরিদ্রদের জন্য বরাদ্দকৃত ২০২১ সালের সেপ্টেম্বর ও অক্টোবর মাসের ভিজিডির চাল গুদাম থেকে উত্তোলনের পর বিতরণ না করে নিজেই আত্মসাৎ করেছেন। এ ব্যাপারে গত ২০ ডিসেম্বর দৈনিক আজকের পত্রিকায় ‘গুদাম থেকে ভিজিডির চাল তুললেও পাননি কার্ডধারীরা’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়। অভিযোগে আরও উল্লেখ করা হয়, ওই দুই মাসের ৫৬৪ বস্তায় থাকা ১৬ হাজার ৯২০ কেজি চাল তিনি বিক্রি করেন। প্রতি বস্তায় ৩০ কেজি করে চাল ছিল, যার বাজার মূল্য ৮ লাখ ১২ হাজার ১৬০ টাকা।
এ বিষয়ে বক্তব্য জানতে সাবেক ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেনের মোবাইলে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।
গৌরীপুর থানার ওসি খান আব্দুল হালিম সিদ্দিকী জানান, ভিজিডির চাল আত্মসাতের অভিযোগ তিনি পেয়েছেন। বিষয়টি নিয়ে তদন্ত চলছে বলে জানান তিনি।
গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান মারুফ জানান, ভিজিডির চাল আত্মসাতের অভিযোগে গত ২৩ ডিসেম্বর আনোয়ার হোসেন চেয়ারম্যানকে প্রথমে শোকজ করা হয়। কিন্তু তিনি শোকজের কোনো জবাব দেননি।
উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তে নিহত কুমিল্লার মাহতাব রহমান ভূঁইয়ার গ্রামের বাড়িতে গিয়ে শ্রদ্ধা জানিয়েছে বিমানবাহিনীর প্রতিনিধিদল। আজ রোববার দুপুরে তারা দেবিদ্বার উপজেলার রাজামেহার ইউনিয়নের উখারী গ্রামে মাহতাবের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে এবং পারিবার
৩ মিনিট আগেনরসিংদীর শিবপুরে ডোবায় ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ রোববার (২৭ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার পুটিয়া ইউনিয়নের মুন্সেফেরচর (ইটাখোলা) এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মারা যাওয়া শিশু দুটি হলো মুন্সেফেরচর কাঁঠালতলা এলাকার শাকিল মিয়ার ছেলে আলিফ মিয়া (০৩) ও একই এলাকার সোহেল মিয়ার মেয়ে মায়ামনি (০৩)।
১৯ মিনিট আগেনোয়াখালীর সুবর্ণচরের চর আমান উল্যাহ ইউনিয়ন ও কাটাবুনিয়া ৩ নম্বর ওয়ার্ডের মারদোনা খাল দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। আজ রোববার সুবর্ণচর উপজেলা চত্বরে এই মানববন্ধন হয়। চর আমান উল্যাহ ইউনিয়নের বিভিন্ন শ্রেণির জনগণ এই মানববন্ধনের আয়োজন করে। এ সময় বক্তারা বলেন, খাল দখলমুক্ত না হলে এলাকা
২৬ মিনিট আগেসিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় কবিতা নাগ (৫০) নামে এক স্কুল শিক্ষিকার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। আজ রোববার সকালে উপজেলার চান্দাইকোনা নাগপাড়া এলাকার নিজ বাসা থেকে লাশটি উদ্ধার করা হয়।
২৯ মিনিট আগে