Ajker Patrika

অনিয়ন্ত্রিত ডায়াবেটিস মৃত্যুঝুঁকি বাড়িয়ে তোলে

ময়মনসিংহ প্রতিনিধি
আপডেট : ১৫ নভেম্বর ২০২১, ১২: ৪৬
অনিয়ন্ত্রিত ডায়াবেটিস মৃত্যুঝুঁকি বাড়িয়ে তোলে

অনিয়ন্ত্রিত ডায়াবেটিস মৃত্যুঝুঁকি বাড়িয়ে তোলে। তাই দেরি না করে সময়মতো চিকিৎসা নিন। গতকাল রোববার ময়মনসিংহ ডায়াবেটিক সমিতি আয়োজিত বিশ্ব ডায়াবেটিস দিবসের আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। 

আলোচনা সভায় বক্তারা বলেন, ‘নিরাপদ খাদ্য আর সুশৃঙ্খল জীবন যাপনই ডায়াবেটিস থেকে আমাদের সুরক্ষা দিতে পারে। খাদ্যে ভেজাল, দূষিত পরিবেশ ও সর্বোপরি খাদ্যাভ্যাস পরিবর্তন এবং যান্ত্রিক জীবন যাপনে অভ্যস্ত হয়ে পড়ার কারণে আমাদের দেশে ডায়াবেটিসের হার দ্রুত বাড়ছে। এ ভয়াবহ অবস্থা থেকে মুক্তি পেতে ও ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষায় আমাদের এখনই সোচ্চার হতে হবে।’   

সমিতির দপ্তর সম্পাদক সাংবাদিক নজীব আশরাফের সঞ্চালনায় অধ্যক্ষ গোলাম সরওয়ারের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, সমিতির সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির, কোষাধ্যক্ষ অ্যাডভোকেট ফরিদ আহমেদ, সহসভাপতি অধ্যাপক শেখ আমজাদ আলী, রোটারেক্ট ক্লাবের সাবেক সভাপতি ফারুক খান পাঠান, সমিতির সিনিয়র মেডিকেল অফিসার ডা. নার্গি আরা বীথি প্রমুখ। 

এ সময় উপস্থিত ছিলেন, সমিতির সহসভাপতি ফরহাদ হাসান খান, সমিতির যুগ্ম সম্পাদক আনিস উদ্দিন আহমেদ, সমিতির প্রচার সম্পাদক আনিসুর রহমান, কার্যকরী সদস্য ছিদ্দিক আলী মল্লিক, মমতাজ উদ্দিন মন্তা, অ্যাডভোকেট অশোক কুমার সরকার, কাওসার জামান চৌধুরী, ইয়াজদানী কোরায়শী কাজল। 

আলোচনা সভা শেষে সমিতির নেতারা হরিকিশোর রায় রোডে সমিতির কার্যালয় প্রাঙ্গণে একটি শোভাযাত্রা করেন। এছাড়াও সমিতি প্রাঙ্গণে ডায়াবেটিস প্রতিরোধে সচেতনতামূলক বিভিন্ন স্লোগান সংবলিত প্লাকার্ডসহ অবস্থান কর্মসূচি পালন করা হয়। 

আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

ঘন ঘন নাক খুঁটিয়ে স্মৃতিভ্রংশ ডেকে আনছেন না তো!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত