Ajker Patrika

প্রতারণার মামলায় জামালপুরে ইউপি চেয়ারম্যান কারাগারে

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি  
শাজাহান মিয়া। ছবি: সংগৃহীত
শাজাহান মিয়া। ছবি: সংগৃহীত

ডলার প্রতারণার মামলায় জামালপুরের দেওয়ানগঞ্জ বাহাদুরাবাদ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা শাজাহান মিয়াকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ সোমবার জামালপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এ আদেশ দেন।

এর আগে গতকাল রোববার বিকেলে তাঁকে নিজ কার্যালয় থেকে গ্রেপ্তার করে পুলিশ।

দেওয়ানগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হাসান তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ডলার প্রতারণার অভিযোগে গত বছর দেওয়ানগঞ্জ মডেল থানায় একটি মামলা হয়। ওই মামলায় ইউপি চেয়ারম্যান শাজাহান মিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।

এ ছাড়া তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তবে ইউপি চেয়ারম্যান শাজাহান মিয়ার বিরুদ্ধে আর কোনো গ্রেপ্তারি পরোয়ানা জারি আছে কি না, সেটা খতিয়ে দেখা হচ্ছে। তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালের ৯ মার্চ আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে ঘোড়া প্রতীকে প্রথমবারের মতো শাজাহান মিয়া ইউপি চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি বাহাদুরাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চকরিয়া থানার ওসিকে প্রত্যাহারের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

হোয়াইট হাউসে মধ্যাহ্নভোজের আগেই বের হয়ে যেতে বলা হয় জেলেনস্কিকে

‘আমাদের অনুমতি ছাড়া কাউকে গ্রেপ্তার করলে থানা ঘেরাও করব’, সরকারি কর্মকর্তার বক্তব্য ভাইরাল

সৈয়দ জামিলের অভিযোগের জবাবে যা লিখলেন সংস্কৃতি উপদেষ্টা

বগুড়ায় ঘরে ঢুকে মা-মেয়েকে কুপিয়ে হত্যা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত