নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনা সদরের সঙ্গে বারহাট্টা, মোহনগঞ্জ এবং সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার যোগাযোগব্যবস্থা উন্নয়নের লক্ষ্যে সড়কের কাজ করা হচ্ছে। কিন্তু নেত্রকোনা পৌর এলাকার রাজুর বাজার সড়কের বেশ কিছু এলাকা দখল করে অঘোষিত ট্রাকস্ট্যান্ড বানানো হয়েছে। ২৪ ঘণ্টাই এই সড়কের বড় অংশ দখল করে ট্রাক দাঁড় করিয়ে রাখা হয়।
সরেজমিনে দেখা যায়, এই সড়কেই বাস থেকে যাত্রী ওঠানামা করে । ফলে সড়কটি এখন ট্রাক ও বাসের স্ট্যান্ডে পরিণত হয়েছে। ফলে অন্যান্য যানবাহন এবং জনসাধারণের চলাচলে মারাত্মক সমস্যার সৃষ্টি হচ্ছে। দিন দিন জনদুর্ভোগ বাড়ছে।
নেত্রকোনা সদরের সঙ্গে হাওর উপজেলা মোহনগঞ্জ এবং ধর্মপাশা হয়ে লোকজন সুনামগঞ্জ এবং সিলেটে যাতায়াত করেন এ সড়ক দিয়ে। এ ছাড়া কলমাকান্দা উপজেলায় যেতে হলেও এই সড়ক ব্যবহার করতে হয়। বাস, ট্রাক, সিএনজিচালিত গাড়িসহ বিভিন্ন যানবাহন এই সড়ক দিয়ে নিত্যদিন চলাচল করছে। পণ্য পরিবহনও চলছে। ফলে এ সড়কটি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কিন্তু নেত্রকোনার রাজুর বাজার এলাকায় বাসস্ট্যান্ড থাকলেও নেই কোনো ট্রাক স্ট্যান্ড। ফলে বেআইনিভাবে সড়ক দখল করে ট্রাকগুলো সড়কের ওপর দাঁড় করিয়ে রাখা হয় । তা ছাড়া , বাসস্ট্যান্ডে যাত্রী না তুলে এই সড়কে বাস দাঁড় করিয়ে রেখে যাত্রী ওঠানামা করানো হচ্ছে।
এই সড়ক দিয়ে চলাচল করা লোকমান আহমেদ বলেন, সড়কের ওপর ট্রাক ও বাসগুলো দাঁড়িয়ে রাখা এবং যাত্রী ওঠানামা করানোতে জনদুর্ভোগ চরমে উঠেছে। ট্রাক রাখার কোনো জায়গা না থাকায় বা আলাদা ট্রাকস্ট্যান্ড না থাকায় সড়কেই ট্রাকগুলো দাঁড় করিয়ে রাখা হয়। ফলে অন্যান্য যানবাহন ও সাধারণ মানুষের চলাচলে বেশ সমস্যা হচ্ছে।
এ বিষয়ে নেত্রকোনা পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক আরিফ খান আজকের পত্রিকাকে জানান, জেলা সদরের সঙ্গে উপজেলাগুলোতে চলাচলকারী ট্রাক ও বাসস্ট্যান্ড নির্মাণের জন্য তারা জেলা প্রশাসন এবং পৌর কর্তৃপক্ষের কাছে বলা হয়েছে । তবে এখনো কোনো পদক্ষেপ নেওয়া হায়নি ।
পৌরসভার মেয়র নজরুল ইসলাম খান বলেন, রাজুর বাজারে বাসস্ট্যান্ড নির্মাণ করা হয়েছে বহু বছর আগেই। তবে জায়গা পেলেই ট্রাকস্ট্যান্ড নির্মাণ করা হবে।
নেত্রকোনা সদরের সঙ্গে বারহাট্টা, মোহনগঞ্জ এবং সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার যোগাযোগব্যবস্থা উন্নয়নের লক্ষ্যে সড়কের কাজ করা হচ্ছে। কিন্তু নেত্রকোনা পৌর এলাকার রাজুর বাজার সড়কের বেশ কিছু এলাকা দখল করে অঘোষিত ট্রাকস্ট্যান্ড বানানো হয়েছে। ২৪ ঘণ্টাই এই সড়কের বড় অংশ দখল করে ট্রাক দাঁড় করিয়ে রাখা হয়।
সরেজমিনে দেখা যায়, এই সড়কেই বাস থেকে যাত্রী ওঠানামা করে । ফলে সড়কটি এখন ট্রাক ও বাসের স্ট্যান্ডে পরিণত হয়েছে। ফলে অন্যান্য যানবাহন এবং জনসাধারণের চলাচলে মারাত্মক সমস্যার সৃষ্টি হচ্ছে। দিন দিন জনদুর্ভোগ বাড়ছে।
নেত্রকোনা সদরের সঙ্গে হাওর উপজেলা মোহনগঞ্জ এবং ধর্মপাশা হয়ে লোকজন সুনামগঞ্জ এবং সিলেটে যাতায়াত করেন এ সড়ক দিয়ে। এ ছাড়া কলমাকান্দা উপজেলায় যেতে হলেও এই সড়ক ব্যবহার করতে হয়। বাস, ট্রাক, সিএনজিচালিত গাড়িসহ বিভিন্ন যানবাহন এই সড়ক দিয়ে নিত্যদিন চলাচল করছে। পণ্য পরিবহনও চলছে। ফলে এ সড়কটি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কিন্তু নেত্রকোনার রাজুর বাজার এলাকায় বাসস্ট্যান্ড থাকলেও নেই কোনো ট্রাক স্ট্যান্ড। ফলে বেআইনিভাবে সড়ক দখল করে ট্রাকগুলো সড়কের ওপর দাঁড় করিয়ে রাখা হয় । তা ছাড়া , বাসস্ট্যান্ডে যাত্রী না তুলে এই সড়কে বাস দাঁড় করিয়ে রেখে যাত্রী ওঠানামা করানো হচ্ছে।
এই সড়ক দিয়ে চলাচল করা লোকমান আহমেদ বলেন, সড়কের ওপর ট্রাক ও বাসগুলো দাঁড়িয়ে রাখা এবং যাত্রী ওঠানামা করানোতে জনদুর্ভোগ চরমে উঠেছে। ট্রাক রাখার কোনো জায়গা না থাকায় বা আলাদা ট্রাকস্ট্যান্ড না থাকায় সড়কেই ট্রাকগুলো দাঁড় করিয়ে রাখা হয়। ফলে অন্যান্য যানবাহন ও সাধারণ মানুষের চলাচলে বেশ সমস্যা হচ্ছে।
এ বিষয়ে নেত্রকোনা পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক আরিফ খান আজকের পত্রিকাকে জানান, জেলা সদরের সঙ্গে উপজেলাগুলোতে চলাচলকারী ট্রাক ও বাসস্ট্যান্ড নির্মাণের জন্য তারা জেলা প্রশাসন এবং পৌর কর্তৃপক্ষের কাছে বলা হয়েছে । তবে এখনো কোনো পদক্ষেপ নেওয়া হায়নি ।
পৌরসভার মেয়র নজরুল ইসলাম খান বলেন, রাজুর বাজারে বাসস্ট্যান্ড নির্মাণ করা হয়েছে বহু বছর আগেই। তবে জায়গা পেলেই ট্রাকস্ট্যান্ড নির্মাণ করা হবে।
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় সহজ শর্তে ঋণ দেওয়ার নামে ৮২ লাখ টাকা নিয়ে পালিয়ে যাওয়ার ঘটনায় নারীসহ দুই প্রতারককে গ্রেপ্তার করেছে র্যাব-১৪। গ্রেপ্তারকৃতরা হলেন জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার মো. সাজেদুল ইসলাম (৫০) ও একই উপজেলার তাসলিমা আক্তার (৩৫)। আজ শনিবার বিকেলে র্যাব-১৪-এর কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে
৫ মিনিট আগেদেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে, সে জন্য একটি সুষ্ঠু-নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের ক্ষমতা জনগণের নির্বাচিত জনপ্রতিনিধির হাতে তুলে দিতে হবে। সংস্কারের ধোঁয়া দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে দীর্ঘায়িত করার কোনো সুযোগ নেই। সংস্কার কোনো স্থির বিষয় নয়, এটি চলমান প্রক্রিয়া। সেটির পাশাপাশি নির্বাচন, গণতন্ত
১৩ মিনিট আগেরাজধানীর পুরান পল্টনের ব্যস্ত এলাকায় হঠাৎ করেই ছড়িয়ে পড়ে আতঙ্ক। আজ শনিবার (৩ মে) রাত ৮টা ২৫ মিনিটে পুরান পল্টনের ‘সাব্বির টাওয়ার’ নামের একটি দশতলা ভবনের শীর্ষ তলায় দেখা যায় আগুনের লেলিহান শিখা। ভবনটি ফারস হোটেলের ঠিক বিপরীতে অবস্থিত।
১৬ মিনিট আগেগাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বেলকা বাজার খেয়াঘাটে তিস্তার শাখা নদীতে নির্মিত সেতু ভেঙে যাওয়ার সাত মাস পেরিয়ে গেলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। নির্মাণের মাত্র ৯ মাসের মাথায় গত বছরের অক্টোবরে বন্যার স্রোতে ভেসে যায় সেতুটি। তা আজও পুনর্নির্মাণ বা মেরামত করা হয়নি
১৯ মিনিট আগে