Ajker Patrika

দুর্গাপুরে দুই পক্ষের মারামারিতে আওয়ামী লীগ কর্মী নিহত, আহত ১৪

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
দুর্গাপুরে দুই পক্ষের মারামারিতে আওয়ামী লীগ কর্মী নিহত, আহত ১৪

নেত্রকোনার দুর্গাপুরে প্রতিপক্ষের হামলায় মজিবুর রহমান (৫৫) নামের এক আওয়ামী লীগ কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১৪ জন আহত হয়েছেন। আজ রোববার দুপুরে উপজেলার দক্ষিণ ভবানীপুর এলাকায় এই ঘটনা ঘটে। নিহত মুজিবুর রহমান উপজেলার নলজোড়া গ্রামের মৃত সুরুজ আলীর ছেলে।

পুলিশ জানায়, সকালে উপজেলার সুসং সরকারি মহাবিদ্যালয় ক্যাম্পাসে মজিবুর রহমানের ভাতিজার সঙ্গে কুল্লাগড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল আওয়ালের ছেলের ঝগড়া হয়। এর জেরে দুপুরে দক্ষিণ ভবানীপুর এলাকায় দুই পক্ষের মধ্যে মারামারি হয়। তাতে অন্তত ১৫ জন আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মজিবুর রহমানকে মৃত ঘোষণা করেন।

দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক রকিবুল হাসান বলেন, ‘আহতদের হাসপাতালে নিয়ে এলে মজিবুর রহমান নামের এক ব্যক্তিকে আমরা মৃত অবস্থায় পাই। আহত অন্যদের মধ্যে দুজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চারজনকে হাসপাতালে ভর্তি রেখে অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।’

এ ব্যাপারে জানতে চাইলে দুর্গাপুর থানার পরিদর্শক (তদন্ত) নূরুল আলম বলেন, মারামারির ঘটনায় একজন নিহত হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

পারভেজ হত্যায় অংশ নেয় ছাত্র, অছাত্র ও কিশোর গ্যাং সদস্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত