Ajker Patrika

ভারতীয় সিরিয়াল দেখে ফিল্মি স্টাইলে ৬ লাখ টাকা ছিনতাই

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি
ভারতীয় সিরিয়াল দেখে ফিল্মি স্টাইলে ৬ লাখ টাকা ছিনতাই

ময়মনসিংহের ত্রিশালে ফিল্মি স্টাইলে প্রবাসীর স্ত্রীর ছয় লাখ টাকা ছিনিয়ে পালানোর সময় দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার উপজেলার বৈলর কাজির শিমলা উকিল বাড়ি মোড় থেকে তাদের আটক করা হয়। 

গ্রেপ্তারেরা হলেন–সোহাগ মিয়া (২৮) বাড়ি ত্রিশাল উপজেলার সদর ইউনিয়নের চিকনা মনোহর গ্রাম এবং মেহেদি হাসান (২৫) বাড়ি একই ইউনিয়নের চকপাঁচপাড়া গ্রামে। 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, কাঁঠাল ইউনিয়নের দরিল্লা গ্রামে এক প্রবাসীর স্ত্রী জমি কেনার জন্য ছয় লাখ টাকা সোনালী ব্যাংক ত্রিশাল শাখা থেকে তুলে রিকশা করে বাড়ি ফিরছিলেন। এ সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ইভা ফিলিং স্টেশন সংলগ্ন নাঈম মোটরসাইকেল ওয়ার্কশপের সামনে চলন্ত মোটরসাইকেলে অভিনব কৌশলে টাকা ছিনিয়ে নেয় দুই ছিনতাইকারী। 

তখন ভুক্তভোগীর ডাক-চিৎকারে পুলিশের এ এস আই মাহমুদুল হাসান জামান ছিনতাইকারীকে ধাওয়া করলে পরে কিলো ডিউটিতে থাকা এস আই হুমায়ুন কবীরও যোগ দেন। দুই পুলিশ প্রায় আট কিলোমিটার ধাওয়া করে ছিনতাইকারী সোহাগ মিয়া ও মেহেদি হাসানকে টাকাসহ আটক করতে সক্ষম হন। 

তাঁরা ভারতীয় সিরিয়াল ক্রাইম পেট্রোল (সিআইডি) দেখে এভাবে ছিনতাইয়ে অনুপ্রাণিত হয়েছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন বলে জানান এসআই হুমায়ুন কবীর। 

সহকারী পুলিশ সুপার অরিত সরকার আজকের পত্রিকাকে বলেন, ‘মোটরসাইকেলে টাকা ছিনতাই করে পালানোর পথে ত্রিশাল থানা-পুলিশের দু’জন অফিসার টহলরত থাকাবস্থায় টাকা, মোবাইল, ব্যাংকের চেকবই উদ্ধারসহ দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করেন।’ 

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘ত্রিশাল থানার দু’জন চৌকস পুলিশ অফিসার টাকাসহ ছিনতাইকারীদের হাতেনাতে গ্রেপ্তার করেন। এই দুই ছিনতাইকারীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডিএনসিসির পদ ছাড়লেন এস্তোনিয়ার নাগরিক আমিনুল ইসলাম

ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে ভারতের সঙ্গে উত্তেজনা, চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

এনআইডির নাম ও জন্মতারিখ সংশোধনের দায়িত্বে জেলা নির্বাচন কর্মকর্তারা

কাশ্মীরে পর্যটকদের ওপর অতর্কিত গুলি, নিহত ২৬

পদত্যাগ করব না, আলোচনা করে সমাধান করব: কুয়েট উপাচার্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত