বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের বকশীগঞ্জে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে খাতেমুন মঈন মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষের পদত্যাগের দাবিতে কর্মসূচি পালনের সময় শিক্ষক-কর্মচারীদের ওপর হামলার ঘটনায় করা মামলায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। ২৫ আগস্ট হামলার ঘটনায় গত বুধবার থানায় মামলা করা হয়।
জামালপুরের বকশীগঞ্জ উপজেলার খাতেমুন মঈন মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. বজলুল করিম তালুকদারের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে তার পদত্যাগের দাবিতে ডাকা শিক্ষক-কর্মচারীদের কর্মবিরতি কর্মসূচিকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলার ঘটনায় দায়ের করা মামলায় মো. ইদ্রিছ আলী নামে একজনকে গ্রেপ্তার করেছে বকশীগঞ্জ থানা-পুলিশ। গতকাল শুক্রবার বিকেলে তাঁকে গ্রেপ্তার করা হয়।
কলেজের অধ্যক্ষ মো. বজলুল করিম তালুকদারের বিরুদ্ধে কলেজ পরিচালনায় অনিয়ম, দুর্নীতি, স্বেচ্ছাচারিতা, আত্মীয়করণ ও অবৈধ নিয়োগ বাণিজ্যের অভিযোগ রয়েছে। এ কারণে তাঁর পদত্যাগের দাবিতে গত রোববার সকালে এক ঘণ্টা কর্মবিরতি পালন করেন কলেজের শিক্ষক-কর্মচারীরা। এ কর্মসূচিকে কেন্দ্র করে ওই দিন অধ্যক্ষের লোকজন কলেজের শিক্ষক-কর্মচারীদের ওপর হামলা চালায়।
হামলায় কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য মো. আব্দুল্লাহ আল শাফী লিপনসহ বেশ কয়েজন গুরুতর আহত হন। গত বুধবার তিনি বাদী হয়ে অধ্যক্ষকে প্রধান আসামি করে নয়জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও ৬০ জনকে আসামি করে বকশীগঞ্জ থানায় মামলা করেন।
মামলার অন্য আসামিরা হলেন, রাসেল সরকার, গোলাম রব্বানী বানী, বুলবুল আহমেদ, মো. হযরত আলী, মো. বিট্টু মিয়া, মো. ইদ্রিছ আলী, মো. আনোয়ার হোসেন দুলাল ও মো. তোফাজ্জল তোফা। এর মধ্যে ইদ্রিছ আলীকে গতকাল শুক্রবার বিকেলে গ্রেপ্তার করেছে বকশীগঞ্জ থানা-পুলিশ। তিনি স্থানীয় পাখীমারা গ্রামের বাসিন্দা।
এ ব্যাপারে জানতে চাইলে বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল আহাদ খান আজকের পত্রিকাকে বলেন, খাতেমুন মঈন মহিলা ডিগ্রি কলেজে বহিরাগতদের হামলার ঘটনায় করা মামলায় মো. ইদ্রিছ আলী নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে আজ শনিবার দুপুরে জামালপুর আদালতে সোপর্দ করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
জামালপুরের বকশীগঞ্জে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে খাতেমুন মঈন মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষের পদত্যাগের দাবিতে কর্মসূচি পালনের সময় শিক্ষক-কর্মচারীদের ওপর হামলার ঘটনায় করা মামলায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। ২৫ আগস্ট হামলার ঘটনায় গত বুধবার থানায় মামলা করা হয়।
জামালপুরের বকশীগঞ্জ উপজেলার খাতেমুন মঈন মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. বজলুল করিম তালুকদারের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে তার পদত্যাগের দাবিতে ডাকা শিক্ষক-কর্মচারীদের কর্মবিরতি কর্মসূচিকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলার ঘটনায় দায়ের করা মামলায় মো. ইদ্রিছ আলী নামে একজনকে গ্রেপ্তার করেছে বকশীগঞ্জ থানা-পুলিশ। গতকাল শুক্রবার বিকেলে তাঁকে গ্রেপ্তার করা হয়।
কলেজের অধ্যক্ষ মো. বজলুল করিম তালুকদারের বিরুদ্ধে কলেজ পরিচালনায় অনিয়ম, দুর্নীতি, স্বেচ্ছাচারিতা, আত্মীয়করণ ও অবৈধ নিয়োগ বাণিজ্যের অভিযোগ রয়েছে। এ কারণে তাঁর পদত্যাগের দাবিতে গত রোববার সকালে এক ঘণ্টা কর্মবিরতি পালন করেন কলেজের শিক্ষক-কর্মচারীরা। এ কর্মসূচিকে কেন্দ্র করে ওই দিন অধ্যক্ষের লোকজন কলেজের শিক্ষক-কর্মচারীদের ওপর হামলা চালায়।
হামলায় কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য মো. আব্দুল্লাহ আল শাফী লিপনসহ বেশ কয়েজন গুরুতর আহত হন। গত বুধবার তিনি বাদী হয়ে অধ্যক্ষকে প্রধান আসামি করে নয়জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও ৬০ জনকে আসামি করে বকশীগঞ্জ থানায় মামলা করেন।
মামলার অন্য আসামিরা হলেন, রাসেল সরকার, গোলাম রব্বানী বানী, বুলবুল আহমেদ, মো. হযরত আলী, মো. বিট্টু মিয়া, মো. ইদ্রিছ আলী, মো. আনোয়ার হোসেন দুলাল ও মো. তোফাজ্জল তোফা। এর মধ্যে ইদ্রিছ আলীকে গতকাল শুক্রবার বিকেলে গ্রেপ্তার করেছে বকশীগঞ্জ থানা-পুলিশ। তিনি স্থানীয় পাখীমারা গ্রামের বাসিন্দা।
এ ব্যাপারে জানতে চাইলে বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল আহাদ খান আজকের পত্রিকাকে বলেন, খাতেমুন মঈন মহিলা ডিগ্রি কলেজে বহিরাগতদের হামলার ঘটনায় করা মামলায় মো. ইদ্রিছ আলী নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে আজ শনিবার দুপুরে জামালপুর আদালতে সোপর্দ করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
গত ১৭ বছর যে নেতা হামলা-মামলা ও গুমের শিকার হয়েছেন, তাঁর বিরুদ্ধে কটূক্তিমূলক বক্তব্য দিয়েছেন এনসিপির নেতারা। এই বক্তব্যের জন্য যদি ক্ষমা না চান, তবে আমরা (ছাত্রদল) আগামীকাল সোমবার পদযাত্রা অংশ নিতে এলে তাঁদের ফেনীতে প্রবেশ করতে দেব না।’
১ মিনিট আগেগোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় এ পর্যন্ত পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনার চার দিন পর সুরতহাল ও ময়নাতদন্ত ছাড়াই পৃথক চারটি হত্যা মামলা করেছে পুলিশ। সবকটি মামলায় নিহত ব্যক্তিরা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও দুষ্কৃতকারীদের গুলিতে নিহত হয়েছেন বলে
১০ মিনিট আগেরাজধানীর কদমতলী থানা এলাকায় মোসাম্মাৎ ইয়াসমিন আলম ও তাঁর মেয়ে ইরিনা আলম তানহাকে খুনের দায়ে সৎছেলেসহ তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ রোববার (২০ জুলাই) ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক নার্গিস ইসলাম এ রায় দেন।
২৬ মিনিট আগেতিনি জানান, সম্পদের তথ্য গোপনের দায়ে দুদক আইনের ২৬(২) ধারায় শহীদুল আলমকে তিন বছরের কারাদণ্ড এবং ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। এ ছাড়া অবৈধ সম্পদ অর্জনের দায়ে তাঁকে তিন বছরের সশ্রম কারাদণ্ড এবং ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
৩১ মিনিট আগে