Ajker Patrika

নান্দাইলে কমেছে বজ্র নিরোধক তালগাছ

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
আপডেট : ১১ এপ্রিল ২০২৩, ১৪: ৪৫
নান্দাইলে কমেছে বজ্র নিরোধক তালগাছ

বজ্রপাতের মতো প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষাকারী তালগাছ রোপণে জোর দিয়েছে বর্তমান সরকার। তবে ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলায় এ চিত্র ভিন্ন। তালগাছ কাটার মহোৎসব শুরু হয়েছে। নানা কারণ দেখিয়ে রাস্তার পাশে ব্যক্তিমালিকানাধীন তালগাছ কেটে বিক্রি করছে করাতকলে। 

তালগাছ কমে যাওয়ায় ঝড়, বৃষ্টি, বজ্রপাতের মতো প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পাচ্ছে না মানুষ ও প্রাণীরা। 

উপজেলার বিভিন্ন এলাকায় খোঁজ নিয়ে জানা যায়, ১৪ থেকে ১৫ বছর আগেও গ্রামের রাস্তা, পুকুরপাড় ও মাঠের মধ্যে সারি সারি তালগাছ ছিল। সেগুলো আর নেই। যেখানে আষাঢ় মাস আসার আগেই বাবুই পাখি বাসা বুনতে শুরু করত; তাদের কিচিরমিচির শব্দে মুখরিত থাকত পুরো গ্রাম। এখন হাতেগোনা গুটি কয়েক তালগাছ চোখে পড়লেও এখন আর মুখরিত হয় না বাবুই পাখির কিচিরমিচিরে। 

জাহাঙ্গীরপুর ইউনিয়নের বারঘড়িয়া গ্রামের আল মামুন আহমেদ বলেন, ১৫ থেকে ২০ বছর আগে এসব এলাকায় তালগাছ ছিল অনেক। এখন আগের মতো বড় বড় তালগাছ পাওয়া যায় না। যে পরিমাণে তালগাছ কেটে ফেলে কিন্তু নতুন করে রোপণ করে না। এতে প্রাকৃতিক দুর্যোগে হতাহতের সংখ্যাও বেড়েছে। 

উপজেলার চন্ডিপাশা ইউনিয়নের ফুলবাড়িয়া গ্রামের কৃষক রুহুল আমিন বলেন, ‘জমির আইলে তালগাছ থাকলে মাটি ক্ষয় হয় কম। বজ্রপাত থেকে রক্ষা পাওয়া যায়। এতে আমরা কৃষকেরা অনেকটাই নিশ্চিন্তে জমিতে চাষাবাদের কাজ করতে পারি।’ 

কৃষকেরা জানান, প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষায় তালগাছ রোপণে সরকারের সহযোগিতা এবং তদারকি দরকার। তবেই তালের চারা রোপণ বাড়বে। 

এ বিষয়ে জানতে চাইলে নান্দাইল উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ আনিসুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, যেভাবে তালগাছ কাটা হচ্ছে, সেভাবে রোপণ করা হচ্ছে না। জলবায়ু পরিবর্তন ও জনবসতি বাড়ায় গ্রামাঞ্চলে বড় বড় গাছসহ জঙ্গল কেটে অপরিকল্পিত বাড়িঘর নির্মাণ করা হচ্ছে। ফলে বজ্রপাতে হতাহতের সংখ্যা বাড়ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত