Ajker Patrika

দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়ন হলো কণ্ঠ শিল্পী সালমার

হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি
দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়ন হলো কণ্ঠ শিল্পী সালমার

দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়ন হচ্ছে দেশের জনপ্রিয় সংগীত শিল্পী মৌসুমী আক্তার সালমা। গত সোমবার ময়মনসিংহের হালুয়াঘাটে ‘ইউরোপিয়ান পার্ক’ নামে একটি রিসোর্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। নবনির্মিত পার্কটির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন স্থানীয় সংসদ সদস্য জুয়েল আরেং। 

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, পৌর মেয়র খায়রুল আলম ভূঞা, যুগ্ম সাধারণ সম্পাদক মোর্শেদ আনোয়ার খোকন, নালিতাবাড়ী উপজেলা চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবুসহ প্রমুখ। এ সময় অনুষ্ঠানে অতিথিদের স্বাগত জানান পার্কটির স্বত্বাধিকারী সংগীত শিল্পী সালমা ও তাঁর স্বামী অ্যাডভোকেট সানাউল্লাহ নূরে সাগর। 

শিল্পী মৌসুমী আক্তার সালমার ইউরোপিয়ান পার্কউপজেলার জুগলী ইউনিয়নে হালুয়াঘাট-নালিতাবাড়ী সড়কে জাদুকুড়া এলাকায় প্রায় ৬ একর জায়গায় জুড়ে গড়ে তুলা হয়েছে নতুন এই রিসোর্ট। সালমা জানান, শিশুদের মানসিক ও শারীরিক বিকাশের জন্য প্রয়োজনীয় বিনোদনের স্থানগুলো হারিয়ে যাচ্ছে। এমন ভাবনা থেকেই দীর্ঘদিন ধরে এমন একটি পার্ক করার পরিকল্পনা করা। সেই স্বপ্ন আজ বাস্তবায়ন হলো। 

বিনোদন পিয়াসিদের জন্য এখন থেকে এই পার্ক উন্মুক্ত করা হলো। আশা করি বিনোদন ব্যবস্থায় এই পার্কটি একটু ভিন্নমাত্রা যোগ করবে দর্শনার্থীদের জন্য। এখনো পার্কে কিছু কাজ বাকি রয়েছে, খুব দ্রুত সময়ের তা শেষ করা হবে। পার্কটিকে সামগ্রিকভাবে নিতে উপস্থিত সকলের সহযোগিতা কামনা করেন তিনি। 

রিসোর্ট বাস্তবায়নের মাধ্যমে দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হলো জনপ্রিয় সংগীত শিল্পী মৌসুমী আক্তার সালমারঅনুষ্ঠান দেখতে আসা স্থানীয় তারিকুল বলেন, ‘আমাদের এই এলাকায় এমন একটি সুন্দর পার্ক তৈরি করায় সালমা ভাবির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি। অন্তত দিনের ক্লান্তি টুকু এখানে এসে দূর করা যাবে।’ 

জানতে চাইলে সালমার স্বামী হালুয়াঘাটের সানাউল্লাহ নূরে সাগর জানান, প্রায় ৬ একর জায়গাজুড়ে এই পার্ক গড়ে তোলা হয়েছে। পার্কে হোটেল-রেস্তোরাঁসহ শিশু-কিশোরসহ সব বয়সী মানুষের বিনোদনের জন্য নিত্য নতুন বিষয় যোগ করা হয়েছে। পর্যায়ক্রমে ভ্রমণপিপাসুদের একটি প্রিয় জায়গা হয়ে উঠবে এটি বলে মন্তব্য করেন তিনি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

পারভেজ হত্যায় অংশ নেয় ছাত্র, অছাত্র ও কিশোর গ্যাং সদস্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত