Ajker Patrika

নানির ইচ্ছেপূরণে হাতির পিঠে চড়ে সালমান শাহের বিয়ে

নেত্রকোনা প্রতিনিধি
Thumbnail image

নেত্রকোনার মদনে নানি জবেদা আক্তারের ইচ্ছে পূরণ করতে গিয়ে হাতির পিঠে চড়ে বউ আনতে গেলেন নাতি সালমান শাহ (২৪)। তিনি উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণপাড়া গ্রামের বাসিন্দা। বিয়ে করছেন একই উপজেলার তিয়শ্রী ইউনিয়নের বালালী গ্রামে। 

আজ শুক্রবার দুপুরে দক্ষিণপাড়া গ্রাম থেকে হাতির পিঠে চড়ে বউ আনতে বর যাত্রা করেন তিনি। এ সময় হাতির পিঠে চড়ে বরযাত্রা দেখতে ভিড় জমায় উৎসুক জনতা। 

স্থানীয়রা বলছে, মদন দক্ষিণপাড়া গ্রামের মৃত ছদরুল ইসলাম তালুকদারের ছেলে সালমান শাহের সঙ্গে একই উপজেলার তিয়শ্রী ইউনিয়নের বালালী গ্রামের মৃত আব্দুল গনি (বেচু) মিয়ার মেয়ে মুক্তামনির বিয়ের দিন ঠিক হয় শুক্রবার। বরের নানি জবেদা আক্তার হাতির পিঠে চড়িয়ে নাতির বউ আনার ইচ্ছা পোষণ করলে কনের পরিবার এতে সম্মতি দেয়। এরই প্রেক্ষিতে শুক্রবার ২০ হাজার টাকা দিয়ে হাতি ভাড়া করে হাতির পিঠে চড়ে বউ আনতে যায় সালমান শাহ। হাতির পিঠে বর দেখতে উৎসুক জনতা ভিড় করে। 

হাতির পিঠে চরে বরযাত্রী যাচ্ছেন সালমান শাহ। ছবি: আজকের পত্রিকাএ ব্যাপারে বরের চাচা বীর মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম তালুকদার বলেন, ‘আমার বড় ভাইয়ের শাশুড়ির কথা রাখতে গিয়ে আমার ভাতিজা হাতি নিয়ে বউ আনতে গেছে। আমরা বরযাত্রী নিয়ে অন্য গাড়ি করে কনের বাড়িতে গিয়েছি।’ 

বর সালমান শাহের নানি জবেদা আক্তার বলেন, ‘আমার তিন মেয়ের মধ্যে কারও কোনো পুত্রসন্তান ছিল না। সালমান শাহ জন্ম হওয়ার সময় তাঁকে কোলে নিয়ে বলেছিলাম—যদি বড় হয়ে বিয়ে করে, তাহলে সে হাতির পিঠে চড়ে বিয়ে করতে যাবে। এত দিনে আমার আশা পূরণ হয়েছে। এতে আমি খুব খুশি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণ-অভ্যুত্থান ও পরবর্তী পরিস্থিতি নিয়ে যা বললেন সাবেক সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম

ব্যবসা গুটিয়ে নিচ্ছেন সিরামিক শিল্পের মালিকেরা

বগুড়ায় আওয়ামী লীগের পাঁচ নেতা-কর্মী গ্রেপ্তার

নির্বাচিত সরকারের আশায় বিশ্ববিদ্যালয়ের দাবি থেকে পিছু হটলেন তিতুমীর শিক্ষার্থীরা

ফরিদপুরে মাছ ধরা নিয়ে আ.লীগ-বিএনপির সংঘর্ষ, বাড়িঘর ভাঙচুর ও লুটপাট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত