সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের সরিষাবাড়ীতে আগুনে গবাদিপশুসহ তিনটি ঘর পুড়ে গেছে। আজ শনিবার ভোরে উপজেলার কামরাবাদ ইউনিয়নের ধারাবর্ষা গ্রামে এ ঘটনা ঘটে। কামরাবাদ ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম বিষয়টি নিশ্চিত করেছেন।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার কামরাবাদ ইউনিয়নের ধারাবর্ষা গ্রামের কৃষক হাফিজুর রহমান। রাতের রান্নাবান্না শেষে গোয়াল-ঘর ও রান্নাঘরের মাঝের ফাঁকা জায়গায় চুলার ছাই ফেলে রাখেন ওই কৃষকের স্ত্রী রাশেদা বেগম। ওই ছাই থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে তা পাশের রান্নাঘর, গোয়ালঘর ও বসতঘরে ছড়িয়ে পড়ে। এতে গোয়ালঘরে থাকা দুটি গরু পুড়ে মারা যায়। এ ছাড়া বসতঘরের আসবাবপত্রসহ অন্য মালামাল পুড়ে যায়।
এ বিষয়ে কৃষক হাফিজুর রহমান জানান, অগ্নিকাণ্ডে তার প্রায় ৩ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।
এ ব্যাপারে সরিষাবাড়ী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন কর্মকর্তা মিজানুর রহমান জানান, শনিবার ভোরে আগুন লাগার খবর আসে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এ ঘটনায় দুটি গরু ও তিন ঘর পুড়ে যায়।
জামালপুরের সরিষাবাড়ীতে আগুনে গবাদিপশুসহ তিনটি ঘর পুড়ে গেছে। আজ শনিবার ভোরে উপজেলার কামরাবাদ ইউনিয়নের ধারাবর্ষা গ্রামে এ ঘটনা ঘটে। কামরাবাদ ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম বিষয়টি নিশ্চিত করেছেন।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার কামরাবাদ ইউনিয়নের ধারাবর্ষা গ্রামের কৃষক হাফিজুর রহমান। রাতের রান্নাবান্না শেষে গোয়াল-ঘর ও রান্নাঘরের মাঝের ফাঁকা জায়গায় চুলার ছাই ফেলে রাখেন ওই কৃষকের স্ত্রী রাশেদা বেগম। ওই ছাই থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে তা পাশের রান্নাঘর, গোয়ালঘর ও বসতঘরে ছড়িয়ে পড়ে। এতে গোয়ালঘরে থাকা দুটি গরু পুড়ে মারা যায়। এ ছাড়া বসতঘরের আসবাবপত্রসহ অন্য মালামাল পুড়ে যায়।
এ বিষয়ে কৃষক হাফিজুর রহমান জানান, অগ্নিকাণ্ডে তার প্রায় ৩ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।
এ ব্যাপারে সরিষাবাড়ী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন কর্মকর্তা মিজানুর রহমান জানান, শনিবার ভোরে আগুন লাগার খবর আসে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এ ঘটনায় দুটি গরু ও তিন ঘর পুড়ে যায়।
প্রকৌশলী জয়নুল আবেদীন জানান, জুলাই আন্দোলনে নয়জন প্রকৌশলী শহীদ হয়েছেন। তিনি বলেন, “ফোরাম অব ইঞ্জিনিয়ার্স একটি ভিশন নিয়ে প্রতিষ্ঠিত হয়েছিল। সেই ভিশনের অনুপ্রেরণায় প্রকৌশলীরা আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নেন। এখন সময় এসেছে জুলাইয়ের চেতনাকে জীবনের সর্বস্তরে ধারণ করার।”
৫ মিনিট আগেঅভিযান চলাকালে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট সাংবাদিকদের জানান, আইনের বাইরে কোনো যানবাহনকে ছাড় দেওয়া হবে না। যেসব গাড়ি রাস্তায় চলার উপযুক্ত নয়, সেগুলো চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
১২ মিনিট আগেআহতের বাবা মুনছুর আলী শেখ বলেন, ‘আমার ছেলে বিএনপি কর্মী। চর চিংগড়ী বাজারে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে খোকন শেখ, মিলন শেখ, মোস্তফা ফকির ও ইকবাল হোসেনসহ ১৫–২০ জন প্রকাশ্যে হাতুড়ি ও ধারালো অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়।’ তিনি এ হামলার সুষ্ঠু বিচার দাবি করেন।
১ ঘণ্টা আগেআজ রোববার সকাল ছয়টা থেকে রাত আটটা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে। গোপালগঞ্জের সার্বিক পরিস্থিতি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। তবে পরীক্ষার্থী, শিক্ষার্থী, জরুরী সেবা সমূহ ও সরকারি অফিস আদালত ১৪৪ ধারার বাইরে থাকবে।
১ ঘণ্টা আগে