Ajker Patrika

‘ঈদমেলা’ নামে অশ্লীল নাচ-গান, নারীসহ ৩৮ জন গ্রেপ্তার

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি  
ইসলামপুরে নারীসহ ৩৮ জনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। ছবি: আজকের পত্রিকা
ইসলামপুরে নারীসহ ৩৮ জনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। ছবি: আজকের পত্রিকা

জামালপুরের ইসলামপুরে অশ্লীল নাচ-গান ও জুয়ার আসর চালানোর অভিযোগে নারীসহ ৩৮ জনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। আজ বুধবার পৃথক তিন মামলায় গ্রেপ্তার দেখিয়ে পুলিশ তাঁদের আদালতে পাঠিয়েছে। এর আগে গতকাল মঙ্গলবার উপজেলার নোয়ারপাড়া ইউনিয়নের হাড়গিলা বাঁধ এলাকা থেকে তাঁদের আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, ঈদের দিন থেকে হাড়গিলা বাঁধসংলগ্ন খোলা মাঠে শামিয়ানা টাঙিয়ে স্থানীয় একটি চক্র ‘ঈদমেলা’ নামে জুয়া খেলাসহ অশ্লীল নাচ-গান পরিচালনা করছিল। খবর পেয়ে গভীর রাতে সেখানে অভিযান চালায় সেনাবাহিনী ও ইসলামপুর থানা-পুলিশের একটি দল। এ সময় তিন নারীসহ ৩৮ জনকে আটক করে যৌথ বাহিনীর সদস্যরা। পরে আটক ব্যক্তিদের বিরুদ্ধে পুলিশের পক্ষ থেকে পৃথক তিনটি মামলা করা হয়।

মামলা সূত্রে জানা যায়, ইসলামপুর থানার উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম বাদী হয়ে জুয়া নিরোধ আইনে ২৪ জনের নামে এবং যৌথ বাহিনীর সঙ্গে মারমুখী আচরণ করায় ১৪ বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দিয়েছেন। এ ছাড়া সন্দেহমূলক ধারায় ১৪ জনের বিরুদ্ধে অপর একটি মামলা করা হয়েছে। এসব মামলায় আটক ব্যক্তিদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করেছে পুলিশ।

এ বিষয়ে ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল্লাহ সাইফ বলেন, ঈদমেলার নাম ভাঙিয়ে জুয়া খেলাসহ অশ্লীল নাচ-গানে জড়িত থাকার অভিযোগে ৩৮ জনকে আটক করা হয়। পৃথক তিনটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আটক ব্যক্তিদের আদালতে সোপর্দ করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বৈশাখী মেলার নাগরদোলায় চড়িয়ে অন্তঃসত্ত্বা স্ত্রীকে গলা কেটে হত্যা

জেলা প্রশাসনের আনন্দ শোভাযাত্রায় অংশ নেওয়া সেই আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

এশিয়ার সেরা সুপ্ত সম্ভাবনা বাংলাদেশের স্বাস্থ্য খাত, বিপুল বিনিয়োগের সুযোগ

ডিবিপ্রধানকে সরানোর সঙ্গে মডেল মেঘনার ঘটনার সম্পর্ক নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

ঢাকায় এসে ২০ জুলাইযোদ্ধার দৃষ্টিশক্তি ফেরালেন ব্রিটিশ চিকিৎসকেরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত