নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনার মোহনগঞ্জে মো. শরীফ আহম্মেদ (২২) নামে এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এক যুবককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
আজ রোববার মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে শনিবার রাত সাড়ে ১১টার দিকে জয়পুর গ্রামে এ ঘটনা ঘটে। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
শরীফ উপজেলার সমাজ-সহিলদেও ইউনিয়নের জয়পুর গ্রামের পশ্চিমপাড়া এলাকার মো. জামরুল ইসলামের ছেলে। তাঁর সাত মাস বয়সী একটি মেয়েসন্তান রয়েছে।
শরীফের দুলাভাই জাকির হোসেন পাবেল বলেন, বিকেলে মাথার চুল কাটানোর কথা বলে বাড়ি থেকে বের হন শরীফ। সন্ধ্যার পর বাড়ি ফেরেননি। রাত সাড়ে ১১টার দিকে বাড়ি থেকে একটু দূরে একটি খেতে শরীফকে গলাকাটা অবস্থায় পড়ে থাকতে দেখেন প্রতিবেশী। তাঁর চিৎকারে পরিবারসহ স্থানীয়রা ঘটনাস্থলে এসে শরীফকে উদ্ধার করে মোহনগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার চিকিৎসক শরীফকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।
উপজেলার সমাজ-সহিলদেও ইউনিয়নের চেয়ারম্যান আমিনুল ইসলাম খান সোহেল জানান, রাতে বাড়ির পাশেই শরীফকে গলাকাটা অবস্থায় পাওয়া গেছে।
মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, এ ঘটনায় এখনো কেউ মামলা করেনি। এদিকে এ ঘটনায় জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য এক যুবককে আটক করা হয়েছে। তবে তাঁর নাম জানাতে চাননি ওসি।
বারহাট্টা সার্কেলের (মোহনগঞ্জ-বারহাট্টা) অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইদুর রহমান রোববার দুপুরে বলেন, ‘হত্যার কিছু ক্লু পেয়েছি, সেগুলো যাচাই করছি। আশা করি দ্রুত এই হত্যারহস্য উদ্ঘাটন করতে পারব।’
নেত্রকোনার মোহনগঞ্জে মো. শরীফ আহম্মেদ (২২) নামে এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এক যুবককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
আজ রোববার মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে শনিবার রাত সাড়ে ১১টার দিকে জয়পুর গ্রামে এ ঘটনা ঘটে। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
শরীফ উপজেলার সমাজ-সহিলদেও ইউনিয়নের জয়পুর গ্রামের পশ্চিমপাড়া এলাকার মো. জামরুল ইসলামের ছেলে। তাঁর সাত মাস বয়সী একটি মেয়েসন্তান রয়েছে।
শরীফের দুলাভাই জাকির হোসেন পাবেল বলেন, বিকেলে মাথার চুল কাটানোর কথা বলে বাড়ি থেকে বের হন শরীফ। সন্ধ্যার পর বাড়ি ফেরেননি। রাত সাড়ে ১১টার দিকে বাড়ি থেকে একটু দূরে একটি খেতে শরীফকে গলাকাটা অবস্থায় পড়ে থাকতে দেখেন প্রতিবেশী। তাঁর চিৎকারে পরিবারসহ স্থানীয়রা ঘটনাস্থলে এসে শরীফকে উদ্ধার করে মোহনগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার চিকিৎসক শরীফকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।
উপজেলার সমাজ-সহিলদেও ইউনিয়নের চেয়ারম্যান আমিনুল ইসলাম খান সোহেল জানান, রাতে বাড়ির পাশেই শরীফকে গলাকাটা অবস্থায় পাওয়া গেছে।
মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, এ ঘটনায় এখনো কেউ মামলা করেনি। এদিকে এ ঘটনায় জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য এক যুবককে আটক করা হয়েছে। তবে তাঁর নাম জানাতে চাননি ওসি।
বারহাট্টা সার্কেলের (মোহনগঞ্জ-বারহাট্টা) অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইদুর রহমান রোববার দুপুরে বলেন, ‘হত্যার কিছু ক্লু পেয়েছি, সেগুলো যাচাই করছি। আশা করি দ্রুত এই হত্যারহস্য উদ্ঘাটন করতে পারব।’
গবাদিপশুর হাট ইজারায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রাজধানীর গাবতলী গবাদিপশুর হাট ইজারায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে আজ বুধবার বেলা ১১টার দিকে এই অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন দুদকের সহকারী পরিচালক রুবেল হাসান।
৩ মিনিট আগেবিএনপির কেন্দ্রীয় এই নেতা বলেন, ‘সংস্কার যেটুকু প্রয়োজন, দ্রুত সেরে ফেলে নির্বাচন দেন। নির্বাচন নিয়ে যদি টালবাহানা করেন, তাহলে উদ্ভূত পরিস্থিতির দায়দায়িত্ব যাঁরা ক্ষমতায় আছেন, তাঁদেরই নিতে হবে।’ জেলার খবর, তাড়াইল, কিশোরগঞ্জ, ঢাকা বিভাগ, বিএনপি, সম্মেলন, জাতীয় নির্বাচন
৪ মিনিট আগেরেজাউল হাসান কয়েস লোদী বলেন, ‘এ দেশের মানুষ ১৭ বছর ধরে ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছে। দেশ একটা অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে আছে। অন্তর্বর্তী সরকার যদি জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের ব্যবস্থা করে, তাহলে দেশ আরও অস্থিতিশীল হয়ে উঠবে। যত দ্রুত সম্ভব জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন। আমর
৩১ মিনিট আগেবগুড়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের উপস্থিতিতে দলের নেতা-কর্মীদের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাংশের নেতা-কর্মীদের সংঘর্ষ হয়েছে। আজ বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে শহরের শহীদ টিটু মিলনায়তনের বাইরে এ ঘটনা ঘটে। এতে দুজন ছুরিকাহতসহ কয়েকজন আহত হয়েছেন।
৩৯ মিনিট আগে