Ajker Patrika

পল্লী বিদ্যুতের ট্রলির চাপায় কলেজছাত্রী নিহত

নেত্রকোনা প্রতিনিধি
আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৪, ১১: ৪৭
Thumbnail image

নেত্রকোনার মদনে পল্লী বিদ্যুতের ট্রলির চাপায় লাকি আক্তার (১৮) নামের কলেজছাত্রী নিহত হয়েছেন। আজ রোববার সকালে মদন-খালিয়াজুরী সড়কের গোবিন্দশ্রী গ্রামের সুজন বাজারে এ দুর্ঘটনা ঘটে। মদন থানার উপপরিদর্শক (এসআই) আজিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

নিহত লাকি আক্তার উপজেলার গোবিন্দশ্রী ইউনিয়নের বারগড়িয়া গ্রামের আব্দুল হাই তালুকদারের মেয়ে। তিনি মদন সরকারি হাজী আব্দুল আজিজ খান ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দ্বাদশ শ্রেণির নির্বাচনী পরীক্ষায় অংশ নিতে সকালে বাড়ি থেকে বের হন লাকি আক্তার। কলেজে আসার সময় সুজন বাজারে সহপাঠীদের জন্য অপেক্ষা করছিলেন। তখন পল্লী বিদ্যুতের পিলার পরিবহনকারী একটি ট্রলি ওই কলেজ শিক্ষার্থীকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান তিনি। পরে স্থানীয় লোকজন মরদেহটি উদ্ধার করে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। 

মদন পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের এজিএম নাজমুল হাসান বলেন, ‘নেত্রকোনা জেলা সদর থেকে পিলার নিয়ে খালিয়াজুরী যাওয়ার পথে একটি গাড়ি দুর্ঘটনার শিকার হয়েছে। শুনেছি, একজন কলেজছাত্রী মারা গেছে। বিষয়টি নিয়ে পুলিশ ও আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা হচ্ছে।’ 

মদন থানার উপপরিদর্শক আজিজুর রহমান বলেন, মরদেহের সুরতহাল প্রতিবেদন করা হচ্ছে। নিহতের পরিবার ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত