Ajker Patrika

দেওয়ানগঞ্জ সীমান্ত থেকে ভারতীয় নাগরিক আটক, কারাগারে প্রেরণ

দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২১, ১২: ১৭
দেওয়ানগঞ্জ সীমান্ত থেকে ভারতীয় নাগরিক আটক, কারাগারে প্রেরণ

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়নের বাঘারচর সীমান্ত এলাকা থেকে রমজান আলী নামের এক ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে। মঙ্গলবার রাতে বাঘারচর বিওপি-৩৫ তাঁকে আটক করে। সেদিন রাতেই রমজান আলীকে দেওয়ানগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয়। 

রমজান আলী ভারতের ধরন জেলার খারিপুটিয়া উপজেলার বালুগ্রাম এলাকার মৃত হযরত আলীর ছেলে। ভারতীয় নাগরিক রমজান আলী অবৈধভাবে বাঘারচর সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন। তবে কী কারণে তিনি বাংলাদেশে প্রবেশ করেন তা জানা যায়নি। পরে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) বাঘারচর বিওপি-৩৫ তাঁকে আটক করে।

এ বিষয়ে দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবির জানান, আটক ভারতীয় নাগরিক রমজান আলীকে গতকাল বুধবার দুপুরে আদলতে পাঠানো হয়েছে। পরে আদালত তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত