Ajker Patrika

পূর্বধলায় ভারতফেরত দুইজনের করোনা শনাক্ত, ছয় বাড়ি লকডাউন

প্রতিনিধি
পূর্বধলায় ভারতফেরত দুইজনের করোনা শনাক্ত, ছয় বাড়ি লকডাউন

পূর্বধলা (নেত্রকোনা): প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন রাখা ভারত ফেরত দুজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। সাম্প্রতিক সময়ে তাদের সংস্পর্শে আসা গ্রামের অন্তত ছয়টি বাড়ি আজ রোববার লকডাউন করে দেওয়া হয়। করোনা আক্রান্ত শনাক্তদের বাড়ি জেলার পূর্বধলা উপজেলার নারান্দিয়া ইউনিয়নের বৌলাম গ্রামে।

নেত্রকোনা সিভিল সার্জন মো. সেলিম মিয়া জানান, বৌলাম গ্রামের মো.আবুল কালাম (৫৫) ও তার পুত্রবধূ বিলকিছ বেগম (২২) এক স্বজনের চিকিৎসার জন্য ভারতে যান। সেখানে তাঁদের স্বজন মারা যান। গত ২০ মে বেনাপোল সীমান্ত দিয়ে লাশ নিয়ে তারা দেশে ফেরেন। ওই দিনই তাদের সংস্পর্শে আসা এক স্বজনের নমুনা সংগ্রহ ও জেলা যুব উন্নয়ন প্রশিক্ষণকেন্দ্রে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে নেওয়া হয়। নমুনা পরীক্ষায় আজ ভারত ফেরত দুজনের রিপোর্ট করোনা পজিটিভ আসে। তবে তাদের সংস্পর্শে আসা অন্য একজনের নমুনায় করোনা শনাক্ত হয়নি।

সিভিল সার্জন আরও জানান, তাদের শারীরিক অবস্থা ভালো আছে। দুজনকে মেডিকেল টিম চিকিৎসা দিচ্ছে। দুজনের জিনোম সিকোয়েন্সের জন্য ঢাকায় আইসিডিডিআরবিতে নমুনা পাঠানো হচ্ছে। এ ছাড়া শনাক্তদের সংস্পর্শে আসা গ্রামের ছয়টি বাড়ি লকডাউন করে দেওয়া হয়েছে।

জেলা প্রশাসক কাজি মো. আব্দুর রহমান জানান, সতর্কতাস্বরূপ আক্রান্তদের বাড়ির আশপাশের ছয়টি বাড়ি লকডাউন করে দেওয়া হয়েছে। এ ছাড়া তাদের সংস্পর্শে আসাদের চিহ্নিত করে নমুনা সংগ্রহ করা হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত