নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি
আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও সাবেক কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বলেছেন, ‘বিএনপি যোগ-বিয়োগ বোঝে না এ জন্য তাঁরা দেশের রিজার্ভ নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। করোনায় রিজার্ভ কিছুটা কমে গেলেও শেখ হাসিনা নতুন বই বিতরণ বন্ধ করেনি।’
আজ বৃহস্পতিবার বিকেলে শেরপুরের নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মতিয়া চৌধুরী বলেন, ‘খালেদা জিয়ার আমলে বিনা মূল্যে বাংলাদেশে ফাইবার অপটিক ক্যাবল সংযোগের সুযোগ ছিল। কিন্তু বান্দরতো আর কর্পূরের মর্ম বুঝে না। তাই খালেদা জিয়ার অজ্ঞতায় সেই সুযোগ বাংলাদেশ হাতছাড়া করেছে। কিন্তু শেখ হাসিনা পয়সা খরচ করে দেশকে অপটিক ফাইবার ক্যাবলে যুক্ত করেছেন। আর খালেদা আজ স্কাইপে ছেলের সঙ্গে কথা বলে সেই ক্যাবলের সুবিধা ভোগ করছেন।’
মতিয়া বলেন, ‘বঙ্গবন্ধুর তৈরি করা পার্টি আমরা সকলেই করব। হোক সে ছাত্র, হোক সে যুবক, হোক সে বয়স্ক, হোক সে কৃষক, হোক সে শ্রমিক, হোক সে শিক্ষিত বা চাকরিজীবী। আমরা সবাই মনে করি আমরা একসঙ্গে লড়াই করব ক্ষুধা, দারিদ্র্য, কুসংস্কার ও অন্ধকারের বিরুদ্ধে। আমরা উজ্জ্বল আলোকিত দ্বিপ একসঙ্গে হাত ধরে হাঁটব এইটাই আমাদের শপথ।’
এর আগে সকালে সম্মেলনের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিক। পরে উপজেলা আওয়ামী লীগের বিদায়ী সভাপতি বীর মুক্তিযোদ্ধা জিয়াউল হোসেনের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন—কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, নির্বাহী সদস্য মারুফা আক্তার পপি, উপাধ্যক্ষ রেমন্ড আরেং, সংসদ সদস্য প্রকৌশলী একেএম ফজলুল হক চাঁন, শেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট চন্দন কুমার পাল, উপজেলা আওয়ামী লীগের বিদায়ী সাধারণ সম্পাদক ফজলুল হক প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা আওয়ামী লীগের বিদায়ী যুগ্ম সাধারণ সম্পাদক যোগেন চন্দ্র রায়।
আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও সাবেক কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বলেছেন, ‘বিএনপি যোগ-বিয়োগ বোঝে না এ জন্য তাঁরা দেশের রিজার্ভ নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। করোনায় রিজার্ভ কিছুটা কমে গেলেও শেখ হাসিনা নতুন বই বিতরণ বন্ধ করেনি।’
আজ বৃহস্পতিবার বিকেলে শেরপুরের নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মতিয়া চৌধুরী বলেন, ‘খালেদা জিয়ার আমলে বিনা মূল্যে বাংলাদেশে ফাইবার অপটিক ক্যাবল সংযোগের সুযোগ ছিল। কিন্তু বান্দরতো আর কর্পূরের মর্ম বুঝে না। তাই খালেদা জিয়ার অজ্ঞতায় সেই সুযোগ বাংলাদেশ হাতছাড়া করেছে। কিন্তু শেখ হাসিনা পয়সা খরচ করে দেশকে অপটিক ফাইবার ক্যাবলে যুক্ত করেছেন। আর খালেদা আজ স্কাইপে ছেলের সঙ্গে কথা বলে সেই ক্যাবলের সুবিধা ভোগ করছেন।’
মতিয়া বলেন, ‘বঙ্গবন্ধুর তৈরি করা পার্টি আমরা সকলেই করব। হোক সে ছাত্র, হোক সে যুবক, হোক সে বয়স্ক, হোক সে কৃষক, হোক সে শ্রমিক, হোক সে শিক্ষিত বা চাকরিজীবী। আমরা সবাই মনে করি আমরা একসঙ্গে লড়াই করব ক্ষুধা, দারিদ্র্য, কুসংস্কার ও অন্ধকারের বিরুদ্ধে। আমরা উজ্জ্বল আলোকিত দ্বিপ একসঙ্গে হাত ধরে হাঁটব এইটাই আমাদের শপথ।’
এর আগে সকালে সম্মেলনের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিক। পরে উপজেলা আওয়ামী লীগের বিদায়ী সভাপতি বীর মুক্তিযোদ্ধা জিয়াউল হোসেনের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন—কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, নির্বাহী সদস্য মারুফা আক্তার পপি, উপাধ্যক্ষ রেমন্ড আরেং, সংসদ সদস্য প্রকৌশলী একেএম ফজলুল হক চাঁন, শেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট চন্দন কুমার পাল, উপজেলা আওয়ামী লীগের বিদায়ী সাধারণ সম্পাদক ফজলুল হক প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা আওয়ামী লীগের বিদায়ী যুগ্ম সাধারণ সম্পাদক যোগেন চন্দ্র রায়।
রাজধানীতে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে সহায়তার জন্য অক্সিলিয়ারি ফোর্স হিসেবে ৪২৬ জন ‘সহায়ক পুলিশ কর্মকর্তা’ নিয়োগ দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। প্রশিক্ষণ ছাড়াই তড়িঘড়ি করে নিয়োগ দেওয়ায় তাঁদের অনেকে নিজেদের দায়িত্ব-কর্তব্য সম্পর্কে জানেন না।
৫ ঘণ্টা আগেনতুন করে অচলাবস্থা দেখা দিল খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট)। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক মুহাম্মদ মাছুদকে অপসারণের দাবিতে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা। দাবি পূরণ না হলে আজ সোমবার বেলা ৩টা থেকে আমরণ অনশন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন তাঁরা।
৫ ঘণ্টা আগেচট্টগ্রাম নগরের বাসিন্দাদের জলাবদ্ধতার অভিশাপ থেকে মুক্ত করার জন্য চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) ৩৬টি খাল ঘিরে বড় প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। ৫ হাজার ৬১৬ কোটি টাকা বরাদ্দে শুরু করা এ প্রকল্পের আকার এখন ৮ হাজার ৬২৬ কোটি টাকা।
৫ ঘণ্টা আগেসরকার পতনের পর কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) মেয়রকে অপসারণ ও কাউন্সিলদের বরখাস্ত করা হয়। এরপর জরুরি সেবা কার্যক্রম পরিচালনা করছেন করপোরেশনের কর্মকর্তারা। তবে তাঁদের দৈনন্দিন কার্যক্রমের পর এই বাড়তি দায়িত্ব পালন করে থাকেন। নাগরিক সনদ, জন্ম-মৃত্যুনিবন্ধন, রাস্তা মেরামত, পরিচ্ছন্নতা, মশক নিয়ন্ত্রণসহ
৫ ঘণ্টা আগে