Ajker Patrika

১৩ মাস পর উৎপাদনে ফিরল যমুনা সার কারখানা

জামালপুর প্রতিনিধি 
জামালপুরের সরিষাবাড়ীর তারাকান্দির যমুনা সার কারখানা। ছবি: আজকের পত্রিকা
জামালপুরের সরিষাবাড়ীর তারাকান্দির যমুনা সার কারখানা। ছবি: আজকের পত্রিকা

গ্যাসের সংকটে ১৩ মাস বন্ধ থাকার পর পুনরায় ইউরিয়া উৎপাদনের কার্যক্রম শুরু হয়েছে জামালপুরের সরিষাবাড়ীর তারাকান্দির যমুনা সার কারখানায় (জেএফসিএল)। তবে যান্ত্রিক ত্রুটি সারিয়ে পুরোপুরি উৎপাদনে যেতে পাঁচ-সাত দিন সময় লাগতে পারে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

গতকাল বৃহস্পতিবার বিকেল থেকে ইউরিয়া উৎপাদন কার্যক্রম শুরু করে কারাখানা কর্তৃপক্ষ। কারখানার উপপ্রধান প্রকৌশলী (রসায়ন) ফজলুল হক আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, ১৯৯১ সাল থেকে দৈনিক ১ হাজার ৭০০ টন ইউরিয়া উৎপাদন করে আসছিল যমুনা সার কারখানা। নিরবচ্ছিন্নভাবে সার উৎপাদনের জন্য দৈনিক ৪২-৪৩ পিএসআই গ্যাস প্রয়োজন কারখানাটির। গ্যাসের স্বল্প চাপ ও বিভিন্ন ধরনের যান্ত্রিক ত্রুটির কারণে দিনে দিনে উৎপাদন কমে সর্বশেষ ১ হাজার ২০০ টনে নেমেছে। গত বছরের ১৫ জানুয়ারি থেকে গ্যাসের চাপ কমে যাওয়ায় যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন বন্ধ হয়ে যায়।

বৃহস্পতিবার থেকে গ্যাসের চাপ পুনরায় বাড়ানো হলে ইউরিয়া উৎপাদনের কার্যক্রম শুরু করে জেএফসিএল কর্তৃপক্ষ। তবে যান্ত্রিক ত্রুটি সারিয়ে পুরোপুরি উৎপাদনে যেতে পাঁচ-সাত দিন সময় লাগতে পারে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

যমুনা কারখানার মহাব্যবস্থাপক (প্রশাসন) দেলোয়ার হোসেন আজকের পত্রিকাকে বলেন, গ্যাসের সংকটে গত বছরের ১৫ জানুয়ারি থেকে কারখানায় ইউরিয়া উৎপাদন বন্ধ ছিল। বৃহস্পতিবার থেকে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি গ্যাসের পর্যাপ্ত চাপ বাড়ানোয় আমরা উৎপাদনের কার্যক্রম শুরু করেছি। তবে পুরোদমে উৎপাদনে যেতে সপ্তাহখানেক সময় লাগতে পারে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জুলাই-অগাস্টে বাংলাদেশে কোনো গণহত্যা হয়নি: চিফ প্রসিকিউটর

তোরা যারা রাজাকার, সময় থাকতে বাংলা ছাড়: ফেসবুকে বাকের মজুমদার

যুক্তরাষ্ট্র-চীন সমঝোতায় এক দিনে ১০০ ডলার কমল সোনার দাম

যুদ্ধ বলিউডের সিনেমা নয়: ভারতের সাবেক সেনাপ্রধান

কঠোর হচ্ছে যুক্তরাজ্যের অভিবাসন নীতি, স্থায়ী বসবাসের আবেদনে অপেক্ষা ১০ বছর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত