গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রায় ২০০ বছরের পুরোনো জমিদারবাড়িতে গড়ে ওঠা গৌরীপুর মহিলা ডিগ্রি (অনার্স) কলেজের হোস্টেলটি কেবল জরাজীর্ণই নয়, অদ্ভুত ভুতুড়ে পরিবেশের রূপ নিয়েছে। ভয় আর আতঙ্ক নিয়ে অনেকটা বাধ্য হয়েই এখানে বসবাস করছেন দূরদূরান্তের শিক্ষার্থীরা।
সরেজমিনে দেখা যায়, দ্বিতল ভবনের নিচতলার একাংশে কলেজ ও অধ্যক্ষের কার্যালয়। বাকি অংশ ও দ্বিতীয় তলার পুরোটাই আগে ছিল হোস্টেল, এখন দ্বিতীয় তলায় মাত্র পাঁচজন শিক্ষার্থী আছেন। করোনায় দীর্ঘদিন বন্ধ থাকার পর হোস্টেলে ফিরতে শুরু করেছেন শিক্ষার্থীরা। কিন্তু এ যেন সাক্ষাৎ মৃত্যুর কাছে ফিরে আসা। দ্বিতীয়তলার কংক্রিটের বারান্দা ও মূল ভবনের কাঠের পাটাতনে জায়গায় জায়গায় ফাটল। দেয়ালের প্লাস্টার খসে যাচ্ছে। দরজা-জানালা ভাঙা। পাটাতন ও ছাদেও বার্ধক্যের চিহ্ন। জরাজীর্ণ বাথরুমের পাইপগুলো ভাঙা। গোসল করতে হয় নিচে নেমে টিউবওয়েলে। খাবারের পানির ব্যবস্থা নেই, আনতে হয় নিচ থেকে। কলেজ ছুটির পর পরিত্যক্ত জমিদারবাড়ির সুনসান নিস্তব্ধতা মূর্তিমান আতঙ্ক হয়ে ছড়িয়ে থাকে সর্বত্র।
জানা যায়, গৌরীপুর মহিলা ডিগ্রি (অনার্স) কলেজটি ১৯৮১ সালে পরিত্যক্ত জমিদারবাড়িতে প্রতিষ্ঠা করা হয়। উচ্চমাধ্যমিক, ডিগ্রি ও অনার্স মিলে ১ হাজার ৮০০ শিক্ষার্থী রয়েছেন। রাষ্ট্রবিজ্ঞান, মনোবিজ্ঞান, সমাজকর্ম, বাংলা ও ইসলামের ইতিহাস বিষয়ে অনার্স চালু রয়েছে। আরও কয়েকটি বিষয়ে অনার্স চালু প্রক্রিয়াধীন। অথচ শিক্ষার্থীদের থাকার নেই কোনো সুব্যবস্থা।
ইতিহাস বিভাগের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী কবিতা আক্তার। বাড়ি সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার হলিদাকান্দা গ্রামে। তিনি এই হোস্টেলে দুই বছর যাবৎ থাকেন। কবিতা জানান, অনেক দূর থেকে তিনি এসেছেন। গৌরীপুরে কোনো আত্মীয়স্বজন নেই, তাই শত প্রতিকূলতার মাঝে অনেকটা বাধ্য হয়েই এখানে থাকতে হচ্ছে। তা ছাড়া মেয়ে হিসেবে বাইরের ভাড়া বাড়িতে একা থাকার চেয়ে হোস্টেলে থাকাটাই তিনি নিরাপদ মনে করেন।
মনোবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী পিংকি আক্তার এসেছেন নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলার বাটগাঁও গ্রাম থেকে। সম্প্রতি তিনি হোস্টেলে উঠেছেন। অনেক আশা নিয়ে এসেছিলেন হোস্টেলে থেকে প্রচুর পড়াশোনা করবেন। এখন ভয় আর আতঙ্কে সময় কাটছে। হোস্টেলটি বসবাসের অনুপযোগী হয়ে গেছে। এমন ভুতুড়ে পরিবেশ হতে পারে তা তিনি কখনো কল্পনাও করতে পারেননি বলে জানান।
হোস্টেলের পরিচালক অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মাহমুদা ইয়াসমিন বলেন, ‘অনার্স লেভেলে অনেক দূরদূরান্তের শিক্ষার্থী রয়েছে কলেজে। তারা হোস্টেলে থাকতে আগ্রহী। কিন্তু জরাজীর্ণ ভবনে থাকতে ভয় পায়। কলেজের আর্থিক সামর্থ্য নেই নতুন হোস্টেল ভবন নির্মাণ বা এটা মেরামতের। চার-পাঁচ বছর আগেও হোস্টেলে ১৫০ জন ছাত্রী থাকত।'
গৌরীপুর মহিলা ডিগ্রি (অনার্স) কলেজের অধ্যক্ষ মো. রুহুল আমিন জানান, প্রায় ২০০ বছরের পুরোনো ভবনটি এখন ব্যবহারের সম্পূর্ণ অনুপযোগী। মেয়েরা অনেক কষ্টে এখানে থাকছে। কলেজের আর্থিক সামর্থ্য নেই নতুন ভবন নির্মাণের। তিনি সরকারি সহযোগিতা কামনা করেন।
প্রাবন্ধিক ও গবেষক রণজিৎ কর জানান, ১৮০০ শতাব্দীর গোড়ার দিকে বর্তমান গৌরীপুর মহিলা কলেজের হোস্টেল ভবনটি জমিদারবাড়ির অন্দরমহল হিসেবে নির্মাণ করা হয়। ১৯৪৭ সালে দেশ বিভাগের পর তাঁরা ভারতে চলে গেলে দীর্ঘদিন পরিত্যক্ত ছিল এটি। পরে মহিলা কলেজ করা হয়। এই ভবন এখন আর বসবাসের উপযোগী নয়।
প্রায় ২০০ বছরের পুরোনো জমিদারবাড়িতে গড়ে ওঠা গৌরীপুর মহিলা ডিগ্রি (অনার্স) কলেজের হোস্টেলটি কেবল জরাজীর্ণই নয়, অদ্ভুত ভুতুড়ে পরিবেশের রূপ নিয়েছে। ভয় আর আতঙ্ক নিয়ে অনেকটা বাধ্য হয়েই এখানে বসবাস করছেন দূরদূরান্তের শিক্ষার্থীরা।
সরেজমিনে দেখা যায়, দ্বিতল ভবনের নিচতলার একাংশে কলেজ ও অধ্যক্ষের কার্যালয়। বাকি অংশ ও দ্বিতীয় তলার পুরোটাই আগে ছিল হোস্টেল, এখন দ্বিতীয় তলায় মাত্র পাঁচজন শিক্ষার্থী আছেন। করোনায় দীর্ঘদিন বন্ধ থাকার পর হোস্টেলে ফিরতে শুরু করেছেন শিক্ষার্থীরা। কিন্তু এ যেন সাক্ষাৎ মৃত্যুর কাছে ফিরে আসা। দ্বিতীয়তলার কংক্রিটের বারান্দা ও মূল ভবনের কাঠের পাটাতনে জায়গায় জায়গায় ফাটল। দেয়ালের প্লাস্টার খসে যাচ্ছে। দরজা-জানালা ভাঙা। পাটাতন ও ছাদেও বার্ধক্যের চিহ্ন। জরাজীর্ণ বাথরুমের পাইপগুলো ভাঙা। গোসল করতে হয় নিচে নেমে টিউবওয়েলে। খাবারের পানির ব্যবস্থা নেই, আনতে হয় নিচ থেকে। কলেজ ছুটির পর পরিত্যক্ত জমিদারবাড়ির সুনসান নিস্তব্ধতা মূর্তিমান আতঙ্ক হয়ে ছড়িয়ে থাকে সর্বত্র।
জানা যায়, গৌরীপুর মহিলা ডিগ্রি (অনার্স) কলেজটি ১৯৮১ সালে পরিত্যক্ত জমিদারবাড়িতে প্রতিষ্ঠা করা হয়। উচ্চমাধ্যমিক, ডিগ্রি ও অনার্স মিলে ১ হাজার ৮০০ শিক্ষার্থী রয়েছেন। রাষ্ট্রবিজ্ঞান, মনোবিজ্ঞান, সমাজকর্ম, বাংলা ও ইসলামের ইতিহাস বিষয়ে অনার্স চালু রয়েছে। আরও কয়েকটি বিষয়ে অনার্স চালু প্রক্রিয়াধীন। অথচ শিক্ষার্থীদের থাকার নেই কোনো সুব্যবস্থা।
ইতিহাস বিভাগের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী কবিতা আক্তার। বাড়ি সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার হলিদাকান্দা গ্রামে। তিনি এই হোস্টেলে দুই বছর যাবৎ থাকেন। কবিতা জানান, অনেক দূর থেকে তিনি এসেছেন। গৌরীপুরে কোনো আত্মীয়স্বজন নেই, তাই শত প্রতিকূলতার মাঝে অনেকটা বাধ্য হয়েই এখানে থাকতে হচ্ছে। তা ছাড়া মেয়ে হিসেবে বাইরের ভাড়া বাড়িতে একা থাকার চেয়ে হোস্টেলে থাকাটাই তিনি নিরাপদ মনে করেন।
মনোবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী পিংকি আক্তার এসেছেন নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলার বাটগাঁও গ্রাম থেকে। সম্প্রতি তিনি হোস্টেলে উঠেছেন। অনেক আশা নিয়ে এসেছিলেন হোস্টেলে থেকে প্রচুর পড়াশোনা করবেন। এখন ভয় আর আতঙ্কে সময় কাটছে। হোস্টেলটি বসবাসের অনুপযোগী হয়ে গেছে। এমন ভুতুড়ে পরিবেশ হতে পারে তা তিনি কখনো কল্পনাও করতে পারেননি বলে জানান।
হোস্টেলের পরিচালক অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মাহমুদা ইয়াসমিন বলেন, ‘অনার্স লেভেলে অনেক দূরদূরান্তের শিক্ষার্থী রয়েছে কলেজে। তারা হোস্টেলে থাকতে আগ্রহী। কিন্তু জরাজীর্ণ ভবনে থাকতে ভয় পায়। কলেজের আর্থিক সামর্থ্য নেই নতুন হোস্টেল ভবন নির্মাণ বা এটা মেরামতের। চার-পাঁচ বছর আগেও হোস্টেলে ১৫০ জন ছাত্রী থাকত।'
গৌরীপুর মহিলা ডিগ্রি (অনার্স) কলেজের অধ্যক্ষ মো. রুহুল আমিন জানান, প্রায় ২০০ বছরের পুরোনো ভবনটি এখন ব্যবহারের সম্পূর্ণ অনুপযোগী। মেয়েরা অনেক কষ্টে এখানে থাকছে। কলেজের আর্থিক সামর্থ্য নেই নতুন ভবন নির্মাণের। তিনি সরকারি সহযোগিতা কামনা করেন।
প্রাবন্ধিক ও গবেষক রণজিৎ কর জানান, ১৮০০ শতাব্দীর গোড়ার দিকে বর্তমান গৌরীপুর মহিলা কলেজের হোস্টেল ভবনটি জমিদারবাড়ির অন্দরমহল হিসেবে নির্মাণ করা হয়। ১৯৪৭ সালে দেশ বিভাগের পর তাঁরা ভারতে চলে গেলে দীর্ঘদিন পরিত্যক্ত ছিল এটি। পরে মহিলা কলেজ করা হয়। এই ভবন এখন আর বসবাসের উপযোগী নয়।
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর এবং জহুরুল হক বিমান ঘাঁটিতে জ্বালানি তেল সরবরাহের জন্য পাইপলাইনে জেট ফুয়েল সরবরাহের কাজ প্রায় শেষ পর্যায়ে। আগামী আগস্ট মাসে এই পাইপলাইনের কমিশনিং হওয়ার কথা রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন এই প্রকল্পের প্রকল্প পরিচালক ও পদ্মা অয়েল কোম্পানির সহকারী...
৩ ঘণ্টা আগেসাতক্ষীরায় মরিচ্চাপ নদীর ওপর নির্মিত সাতটি সেতু ধসে পড়েছে। এতে সদর ও আশাশুনি উপজেলার অন্তত ২৫টি গ্রামের মানুষের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তাদের অভিযোগ, সেতুর নিচ দিয়ে অপরিকল্পিতভাবে নদী খনন এবং নিম্নমানের সামগ্রী দিয়ে সেতু নির্মাণ করায় এমন বিপর্যয় ঘটেছে।
৩ ঘণ্টা আগেপঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাসেবা চলছে পরিত্যক্তঘোষিত এক ভবনে। সেখানে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। জানা গেছে, ২০২১ সালের ২৭ ফেব্রুয়ারি ভবনটি আনুষ্ঠানিকভাবে পরিত্যক্ত ঘোষণা করা হলেও সেটিতে এখনো রোগী ভর্তি ও চিকিৎসা কার্যক্রম চলছে।
৩ ঘণ্টা আগেময়মনসিংহের গৌরীপুর এবং কুমিল্লার বুড়িচং ও ব্রাহ্মণপাড়া উপজেলার মোট ১৮৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে। পাশাপাশি অনেক বিদ্যালয়ে সহকারী শিক্ষকের পদও শূন্য। অবসর, মৃত্যু ও মামলার কারণে এই পদগুলো শূন্য হয়েছে বলে শিক্ষা অফিস সূত্রে জানা গেছে। এতে জোড়াতালি দিয়ে কোনোরকমে...
৩ ঘণ্টা আগে