জামালপুর প্রতিনিধি
জামালপুরের সরিষাবাড়ীতে ১৬ মাস বয়সী বোনকে হত্যা মামলায় ভাইকে আমৃত্যু কারাদণ্ড এবং ২০ হাজার টাকা জরিমানা করেছেন সিনিয়র দায়রা জজ আদালত। আজ রোববার দুপুরে আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন আদালতের সিনিয়র জেলা ও দায়রা জজ মো. জুলফিকার আলী খাঁন। রায় ঘোষণার পর আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
দণ্ডপ্রাপ্ত আসামি হলেন—ইন্দ্রজিৎ ঘোষ (২৯)। তিনি জামালপুরের সরিষাবাড়ী উপজেলার শিমলা গোপিনাথ গ্রামের পরিতোষ চন্দ্র ঘোষের ছেলে।
মামলার বিবরণীতে জানা যায়, জামালপুরের সরিষাবাড়ী উপজেলার শিমলা গোপিনাথ গ্রামের পরিতোষ চন্দ্র ঘোষের ছেলে ইন্দ্রজিৎ ঘোষ তার বোন বড় হয়ে বাবার সম্পত্তির ভাগ বসাবে এমন ভাবনা থেকে বোনকে হত্যার পরিকল্পনা করে। এর জের ধরে ২০১৭ সালের ২৩ জানুয়ারি রাত ৩টায় তাঁর ১৬ মাস বয়সী বোন প্রাপ্তি ঘোষকে ঘুমন্ত অবস্থায় বিছানা থেকে তুলে নিয়ে যায়। পরে সরিষাবাড়ী বাস টার্মিনাল এলাকায় হত্যা করে মরদেহ পানাযুক্ত আবর্জনায় ফেলে দেয়। বোনকে হত্যার পর বাড়িতে ফিরে তার বোন বিছানায় নেই বলে চিৎসার শুরু করে। পরিবারের লোকজন প্রাপ্তিকে না পেয়ে সরিষাবাড়ী পুলিশকে খবর দেয়। পুলিশ পরিবারের লোকজনদের সঙ্গে কথা বলে ইন্দ্রজিৎকে সন্দেহ করে। ইন্দ্রজিৎকে আটক করে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদে প্রাপ্তিকে হত্যার কথা স্বীকার করেন তিনি। পরে তার দেওয়া তথ্যমতে পানাযুক্ত আবর্জনা থেকে শিশু প্রাপ্তির মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় প্রাপ্তির বাবা পরিতোষ ঘোষ বাদী হয়ে ছেলে ইন্দ্রজিৎ এবং ইন্দ্রজিৎের মামা শ্বশুর আনন্দ মহন্তকে আসামি করে মামলা দায়ের করেন।
পরে পুলিশ মামলার তদন্ত শেষে আদালতে চার্জশিট দাখিল করে। আদালত ২৪ জন সাক্ষীর মধ্যে ১২ জনের সাক্ষ্য গ্রহণ করেন। আজ (রোববার) আসামির উপস্থিতিতে এই মামলার রায় ঘোষণা করেন। অপর আসামি আনন্দ মহন্তের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলা থেকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন অ্যাডভোকেট নির্মল কান্তি ভদ্র এবং আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট জয়ন্ত কুমার দেব।
জামালপুরের সরিষাবাড়ীতে ১৬ মাস বয়সী বোনকে হত্যা মামলায় ভাইকে আমৃত্যু কারাদণ্ড এবং ২০ হাজার টাকা জরিমানা করেছেন সিনিয়র দায়রা জজ আদালত। আজ রোববার দুপুরে আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন আদালতের সিনিয়র জেলা ও দায়রা জজ মো. জুলফিকার আলী খাঁন। রায় ঘোষণার পর আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
দণ্ডপ্রাপ্ত আসামি হলেন—ইন্দ্রজিৎ ঘোষ (২৯)। তিনি জামালপুরের সরিষাবাড়ী উপজেলার শিমলা গোপিনাথ গ্রামের পরিতোষ চন্দ্র ঘোষের ছেলে।
মামলার বিবরণীতে জানা যায়, জামালপুরের সরিষাবাড়ী উপজেলার শিমলা গোপিনাথ গ্রামের পরিতোষ চন্দ্র ঘোষের ছেলে ইন্দ্রজিৎ ঘোষ তার বোন বড় হয়ে বাবার সম্পত্তির ভাগ বসাবে এমন ভাবনা থেকে বোনকে হত্যার পরিকল্পনা করে। এর জের ধরে ২০১৭ সালের ২৩ জানুয়ারি রাত ৩টায় তাঁর ১৬ মাস বয়সী বোন প্রাপ্তি ঘোষকে ঘুমন্ত অবস্থায় বিছানা থেকে তুলে নিয়ে যায়। পরে সরিষাবাড়ী বাস টার্মিনাল এলাকায় হত্যা করে মরদেহ পানাযুক্ত আবর্জনায় ফেলে দেয়। বোনকে হত্যার পর বাড়িতে ফিরে তার বোন বিছানায় নেই বলে চিৎসার শুরু করে। পরিবারের লোকজন প্রাপ্তিকে না পেয়ে সরিষাবাড়ী পুলিশকে খবর দেয়। পুলিশ পরিবারের লোকজনদের সঙ্গে কথা বলে ইন্দ্রজিৎকে সন্দেহ করে। ইন্দ্রজিৎকে আটক করে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদে প্রাপ্তিকে হত্যার কথা স্বীকার করেন তিনি। পরে তার দেওয়া তথ্যমতে পানাযুক্ত আবর্জনা থেকে শিশু প্রাপ্তির মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় প্রাপ্তির বাবা পরিতোষ ঘোষ বাদী হয়ে ছেলে ইন্দ্রজিৎ এবং ইন্দ্রজিৎের মামা শ্বশুর আনন্দ মহন্তকে আসামি করে মামলা দায়ের করেন।
পরে পুলিশ মামলার তদন্ত শেষে আদালতে চার্জশিট দাখিল করে। আদালত ২৪ জন সাক্ষীর মধ্যে ১২ জনের সাক্ষ্য গ্রহণ করেন। আজ (রোববার) আসামির উপস্থিতিতে এই মামলার রায় ঘোষণা করেন। অপর আসামি আনন্দ মহন্তের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলা থেকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন অ্যাডভোকেট নির্মল কান্তি ভদ্র এবং আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট জয়ন্ত কুমার দেব।
স্থানীয়রা জানায়, ঝিনুকমালা আবাসনের মসজিদের পাশে কলাবাগানে একটি বাজারের ব্যাগ দেখে সন্দেহ হয় স্থানীয়দের। সাথে সাথেই তারা যৌথ বাহিনীকে খবর দেন। পরে সেনাবাহিনী ও পুলিশের সদস্যরা ওই ব্যাগ থেকে ১১টি ককটেল উদ্ধার করে।
১৩ মিনিট আগেজাতীয়তাবাদী যুবদল ভোলা জেলা শাখার ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করা হয়েছে। মো. জামাল উদ্দিন লিটনকে সভাপতি ও মো. আব্দুল কাদের সেলিমকে সাধারণ সম্পাদক করে এ কমিটি গঠন করা হয়েছে। সোমবার (৪ আগস্ট) যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল
৩৭ মিনিট আগেস্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এই সড়কটি উল্লাপাড়া, চাটমোহর ও ভাঙ্গুড়া উপজেলার সংযোগস্থলে অবস্থিত। বাগমাড়া, বেদকান্দি, খানপুর, মাদারবাড়িয়া, দাসমরিচসহ একাধিক গ্রামের মানুষ প্রতিদিন এ সড়ক দিয়ে যাতায়াত করে। তবে বর্ষাকালে কাদা ও জলাবদ্ধতার কারণে চলাচল একপ্রকার অসম্ভব হয়ে পড়ে। এতে অটোরিকশা, মোটরসাইকেল ও ভ্যা
১ ঘণ্টা আগেপ্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, বুধবার সকাল ৭টার দিকে মাধবদী বাজারের সোনার বাংলা সমবায় মার্কেটে আগুনের সূত্রপাত ঘটে। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টার পাশাপাশি ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের মাধবদী ও নরসিংদী ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণ করে।
১ ঘণ্টা আগে