Ajker Patrika

মা ও বোনের মামলা, হাজিরা দিয়ে ফিরে মারধরে নিহত কৃষক

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
মা ও বোনের মামলা, হাজিরা দিয়ে ফিরে মারধরে নিহত কৃষক

জামালপুরের ইসলামপুর উপজেলায় নাছির উদ্দিন (৫৫) নামে এক কৃষক দুপুরে আদালতে হাজিরা দিয়ে বিকেলে বাড়ি ফিরে প্রতিপক্ষের মারধরে নিহত হয়েছেন। 

বুধবার (৮ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার পলবান্ধা ইউনিয়নের উত্তর সিরাজাবাদ গ্রামে এ ঘটনা ঘটে। নাছির উদ্দিন ওই গ্রামের মৃত রইস উদ্দিনের ছেলে। 

স্থানীয় সূত্রে জানা যায়, নাছির উদ্দিন তাঁর শ্বশুরবাড়ি থেকে একটি গাভী পান। কিছুদিন আগে সবার অজান্তে ওই গাভী নাছির উদ্দিনের বোন রাহেলা বেগম পার্শ্ববর্তী শেরপুরের ঝিনাগাতী উপজেলায় স্বামী সুলতান মিয়ার বাড়িতে নিয়ে যান। বোন পরে গরু নিয়ে যাওয়ার কথা অস্বীকার করেন। এ নিয়ে নাছির উদ্দিনের শাশুড়ি রহিমা বেগম বাদী হয়ে রাহেলা বেগমসহ ৮ জনের বিরুদ্ধে জামালপুরে ইসলামপুর আমলি আদালতে গরু চুরির মামলার আবেদন করেন। অন্যদিকে, মারধরের হুমকির অভিযোগ এনে নাছির উদ্দিনসহ ৩ জনের বিরুদ্ধে জামালপুর আদালতে একটি মামলার আবেদন করেন নাছির ও রাহেলার মা হেনা বেগম। 

বুধবার উভয় মামলার আসামিদের আদালতে হাজিরার দিন ধার্য ছিল। দুপুরে নাছির উদ্দিন আদালতে হাজিরা দেন। আদালত চত্বরে রাহেলা বেগমের লোকজন নাছির উদ্দিনকে দেখে নেওয়ার হুমকি দেন। আদালত থেকে বিকেলে বাড়িতে ফিরে এলে নাছির উদ্দিনের ওপর অতর্কিত হামলা চালায় রাহেলা বেগমসহ তাঁর লোকজন। নাছির উদ্দিনকে গুরুতর অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

নাছির উদ্দীনের শাশুড়ি রহিমা বেগম বলেন, ‘আমি একটি গাভী দান করেছিলাম জামাই নাছির উদ্দিনকে। গরুটি নাছিরের বোন রাহেলা বেগম চুরি করে তার স্বামীর বাড়িতে নিয়ে যায়। গরুটি ফেরত না দিয়ে উল্টো আমিসহ নাছির উদ্দিনের বিরুদ্ধে মারধরের হুমকি দেওয়ার অভিযোগ তুলে গত ১৮ মে আদালতে মামলা করেছে রাহেলা বেগমের মা হেনা বেগম। এ মামলায় আমরা আজ দুপুরে আদালতে হাজিরা দিতে গিয়েছিলাম। আদালতের বায়েন্দায় মামলার বাদী পক্ষের লোকজন আমাদের দেখে নেওয়ার হুমকি দেয়। বিকেলে বাড়িতে এলে আমাদের ওপর হামলা করে। এতে নাছির উদ্দিন মারা গেছে।’ 

নাছির উদ্দিনের ছেলে নিয়ামুল হক বলেন, ‘আদালতে হাজিরা দিয়ে বাড়ি ফেরার মাত্রই আব্বার ওপর দেশীয় অস্ত্রে হামলা করে ফুফু রাহেলা বেগমের লোকজন। আব্বাকে লাঠি দিয়ে পিটিয়ে মারাত্মকভাবে আহত করে তারা। এতে আমার বাবা মারা যান।’ 

ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক মো. সালাউদ্দিন বলেন, ‘সন্ধ্যা পৌনে ৬টার দিকে নাছির উদ্দিন নামে এক ব্যক্তিকে জরুরি বিভাগে আনা হলে তাঁকে মৃত ঘোষণা করা হয়। ধারণা করা হচ্ছে, ঘটনাস্থলেই তিনি মারা গেছেন। নিহতের শরীরে আঘাতের চিহ্ন ছিল।’ 

পুলিশের ইসলামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার অভিজিৎ দাস বলেন, ‘খবর পেয়ে হাসপাতালে এবং ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’ 

ঘটনার পর থেকে অভিযুক্তরা আত্মগোপনে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

২ ম্যাচ খেলেই মোস্তাফিজ কীভাবে ৬ কোটি রুপি পাবেন

দুটি নোবেলের গৌরব বোধ করতে পারে চবি: প্রধান উপদেষ্টা

বিড়াল নির্যাতনের ঘটনায় গ্রামীণফোন ও অ্যারিস্টোফার্মা কেন আলোচনায়

বাগ্‌বিতণ্ডার মধ্যে সাম্যকে ইট ও ধারালো অস্ত্রের আঘাত করা হয়: ডিএমপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত