জামালপুর প্রতিনিধি
জামালপুরে চুরি হওয়া তিনটি গরু উদ্ধারের ঘটনায় দুই সহোদরকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে গতকাল সোমবার রাতে সদর উপজেলার লাহারি কান্দা এলাকার আসলাম সওদাগরের বাড়ির গোয়াল ঘর থেকে গরুগুলো উদ্ধার করা হয়। পরে এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়।
গ্রেপ্তার আসলাম সওদাগর (২৭) ও আনোয়ার হোসেন (২৪) ওই এলাকার বাসিন্দা। এর মধ্যে আসলাম সওদাগর স্থানীয় যুবলীগের সক্রিয় কর্মী ও ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক।
বাঁশচড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোস্তফা কামাল আজকের পত্রিকাকে বলেন, ‘তিনি ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। তবে বর্তমানে সে ছাত্রলীগের কোন পদে নেই।’
পুলিশ জানায়, গত রোববার রাতে সদর উপজেলার বাঁশচড়া ইউনিয়নের গোড়ারকান্দা এলাকার জনৈক সোরহাব হোসেনের বাড়ি থেকে দুইটি এবং একই এলাকার আবুল কালাম আজাদের বাড়ি থেকে গত ১০ অক্টোবর রাতে একটি গরু চুরি হয়।
চুরির পর সোরহাব হোসেন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে আসলাম সওদাগরের গোয়াল ঘরে তিনটি গরু থাকার কথা জানতে পারেন। পরে সোরহাব হোসেন গতকাল লাহারিকান্দা এলাকার ঈদগাহ মাঠ সংলগ্ন আসলাম সওদাগরের বাড়িতে যান। বাড়িতে গিয়ে গোয়াল ঘরের গরু তিনটি দেখেন এবং তাঁর গরু দুইটি শনাক্ত করেন।
পরে স্থানীয়দের নিয়ে আসলাম সওদাগরের বাড়িতে গেলে হট্টগোল বাঁধে। পুলিশ এসে পরিস্থিতি শান্ত করেন এবং গরুসহ ছাত্রলীগের সাবেক নেতা ও তাঁর ভাইকে আটক করে থানায় নিয়ে যায়। রাতে সোরহাব হোসেন বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।
নরুন্দি পুলিশ তদন্ত কেন্দ্রের (ভারপ্রাপ্ত) কর্মকর্তা নূর মোহাম্মদ আজকের পত্রিকাকে বলেন, ‘গরু চুরির বিষয়টি শুনে ঘটনাস্থলে যাই। সেখান থেকে তিনটি গরুসহ দুজনকে আটক করেছি। এ ঘটনায় মামলা হয়েছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহ্ নেওয়াজ আজকের পত্রিকাকে বলেন, ‘আজ মঙ্গলবার আসামিদের ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।’
জামালপুরে চুরি হওয়া তিনটি গরু উদ্ধারের ঘটনায় দুই সহোদরকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে গতকাল সোমবার রাতে সদর উপজেলার লাহারি কান্দা এলাকার আসলাম সওদাগরের বাড়ির গোয়াল ঘর থেকে গরুগুলো উদ্ধার করা হয়। পরে এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়।
গ্রেপ্তার আসলাম সওদাগর (২৭) ও আনোয়ার হোসেন (২৪) ওই এলাকার বাসিন্দা। এর মধ্যে আসলাম সওদাগর স্থানীয় যুবলীগের সক্রিয় কর্মী ও ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক।
বাঁশচড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোস্তফা কামাল আজকের পত্রিকাকে বলেন, ‘তিনি ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। তবে বর্তমানে সে ছাত্রলীগের কোন পদে নেই।’
পুলিশ জানায়, গত রোববার রাতে সদর উপজেলার বাঁশচড়া ইউনিয়নের গোড়ারকান্দা এলাকার জনৈক সোরহাব হোসেনের বাড়ি থেকে দুইটি এবং একই এলাকার আবুল কালাম আজাদের বাড়ি থেকে গত ১০ অক্টোবর রাতে একটি গরু চুরি হয়।
চুরির পর সোরহাব হোসেন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে আসলাম সওদাগরের গোয়াল ঘরে তিনটি গরু থাকার কথা জানতে পারেন। পরে সোরহাব হোসেন গতকাল লাহারিকান্দা এলাকার ঈদগাহ মাঠ সংলগ্ন আসলাম সওদাগরের বাড়িতে যান। বাড়িতে গিয়ে গোয়াল ঘরের গরু তিনটি দেখেন এবং তাঁর গরু দুইটি শনাক্ত করেন।
পরে স্থানীয়দের নিয়ে আসলাম সওদাগরের বাড়িতে গেলে হট্টগোল বাঁধে। পুলিশ এসে পরিস্থিতি শান্ত করেন এবং গরুসহ ছাত্রলীগের সাবেক নেতা ও তাঁর ভাইকে আটক করে থানায় নিয়ে যায়। রাতে সোরহাব হোসেন বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।
নরুন্দি পুলিশ তদন্ত কেন্দ্রের (ভারপ্রাপ্ত) কর্মকর্তা নূর মোহাম্মদ আজকের পত্রিকাকে বলেন, ‘গরু চুরির বিষয়টি শুনে ঘটনাস্থলে যাই। সেখান থেকে তিনটি গরুসহ দুজনকে আটক করেছি। এ ঘটনায় মামলা হয়েছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহ্ নেওয়াজ আজকের পত্রিকাকে বলেন, ‘আজ মঙ্গলবার আসামিদের ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।’
পুশ ইনের বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদি হাসান। এর আগে গত ১১ জুলাই একই উপজেলার পানিহাতা সীমান্ত দিয়ে শিশুসহ ১০ নারী-পুরুষকে পুশ ইন করে বিএসএফ।
১৫ মিনিট আগেরাজধানীর মাইলস্টোন স্কুল ও কলেজ ক্যাম্পাসে বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমানটি বিধ্বস্ত হওয়ার প্রায় ১ ঘণ্টা পর উদ্ধার করা হয় এর পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট মো. তৌকির ইসলামকে। তখনো তাঁর দেহে প্রাণ ছিল। প্যারাস্যুট না খোলায় পাইলট অনিয়ন্ত্রিত গতিতে মূল দুর্ঘটনাস্থলের অদূরেই পড়ে গুরুতর আহত হন। তবে ভয়াবহ..
৬ ঘণ্টা আগেঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীর ভুরঘাটা বাসস্ট্যান্ড থেকে উজিরপুরের জয়শ্রী পর্যন্ত ২৩ কিলোমিটার অংশে প্রায় ৫০ কোটি টাকা ব্যয়ে সংস্কারকাজ করা হচ্ছে। কিন্তু সেই কাজ শেষ না হতেই আবার অসংখ্য খানাখন্দ সৃষ্টি হয়েছে। এতে প্রতিদিনই ঝুঁকি নিয়ে চলাচল করছে শত শত দূরপাল্লার বাস, ট্রাকসহ স্থানীয় যানবাহন।
৭ ঘণ্টা আগেআসল দুধের সঙ্গে সোডা, পাম তেল, ডিটারজেন্ট, হাইড্রোজেন পার-অক্সাইডসহ বিভিন্ন উপাদান মিশিয়ে বিপুল পরিমাণ ভেজাল দুধ তৈরি করা হতো। সরবরাহ করা হতো স্থানীয় প্রাণ দুগ্ধ সংগ্রহ কেন্দ্রে। সেই দুধ চলে যেত রাজধানী ঢাকাসহ সারা দেশে।
৭ ঘণ্টা আগে