Ajker Patrika

আজকের পত্রিকার সাংবাদিককে কুপিয়ে জখম, অভিযোগ বিএনপির কর্মীদের বিরুদ্ধে 

নিজস্ব প্রতিবেদক
আপডেট : ১৬ ডিসেম্বর ২০২১, ১৬: ৫৮
আজকের পত্রিকার সাংবাদিককে কুপিয়ে জখম, অভিযোগ বিএনপির কর্মীদের বিরুদ্ধে 

সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন দৈনিক আজকের পত্রিকার নেত্রকোনার কলমাকান্দা উপজেলা প্রতিনিধি রানা আকন্দ। আজ বৃহস্পতিবার সকাল পৌনে আটটার দিকে গুয়াখলা মোড় এলাকায় বিএনপির কর্মীরা এই হামলা চালান বলে অভিযোগ উঠেছে। 

আহত রানা আকন্দকে নেত্রকোনা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

রানা আকন্দ জানান, আজ সকাল পৌনে আটটার দিকে তিনি আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের মধ্যে সংঘর্ষের খবর সংগ্রহ করতে যান। ফেরার পথে বিএনপি-সমর্থিত কৈলাটী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রুবেল ভূঁইয়ার নেতৃত্বে হামলা চালানো হয়।

হামলা চালানোর পর সন্ত্রাসীরা মৃত ভেবে রানা আকন্দকে ফেলে রেখে চলে যায়। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে নেত্রকোনা সদর হাসপাতালে ভর্তি করেন। 

এ প্রসঙ্গে জানতে চাইলে নেত্রকোনা জেলা পুলিশ সুপার আকবর আলী মুন্সী বলেন, এ ব্যাপারে এখনো কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আহাদ আজকের পত্রিকাকে বলেন, হামলাকারীদের গ্রেপ্তারে ইতিমধ্যে তাদের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি  সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।  

কর্তব্যরত চিকিৎসক ফজলুল বারী আজকের পত্রিকাকে বলেন, রানা আকন্দের মাথায় অনেকগুলো সেলাই করা হয়েছে, তবে এই মুহূর্তে তাঁর সার্বিক পরিস্থিতি বলা সম্ভব না। তাঁর চিকিৎসা চলছে। 
 
চেয়ারম্যান রুবেল ভূঁইয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আওয়ামী লীগের লোকজন আমাদের ওপর হামলা চালিয়েছে। হামলায় আমি নিজেও আহত হয়েছি। আমাদের একজন কর্মী ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। এ হামলায় কে কে আহত হয়েছে, তা আমি জানি না।’ 
 
 উল্লেখ্য, বিজয় দিবসে শহীদ মিনারে ফুল দেওয়াকে কেন্দ্র করে কলমাকান্দা উপজেলায় আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষ হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডিএনসিসির পদ ছাড়লেন এস্তোনিয়ার নাগরিক আমিনুল ইসলাম

ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে ভারতের সঙ্গে উত্তেজনা, চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

এনআইডির নাম ও জন্মতারিখ সংশোধনের দায়িত্বে জেলা নির্বাচন কর্মকর্তারা

কাশ্মীরে পর্যটকদের ওপর অতর্কিত গুলি, নিহত ২৬

পদত্যাগ করব না, আলোচনা করে সমাধান করব: কুয়েট উপাচার্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত