নিজস্ব প্রতিবেদক
সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন দৈনিক আজকের পত্রিকার নেত্রকোনার কলমাকান্দা উপজেলা প্রতিনিধি রানা আকন্দ। আজ বৃহস্পতিবার সকাল পৌনে আটটার দিকে গুয়াখলা মোড় এলাকায় বিএনপির কর্মীরা এই হামলা চালান বলে অভিযোগ উঠেছে।
আহত রানা আকন্দকে নেত্রকোনা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রানা আকন্দ জানান, আজ সকাল পৌনে আটটার দিকে তিনি আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের মধ্যে সংঘর্ষের খবর সংগ্রহ করতে যান। ফেরার পথে বিএনপি-সমর্থিত কৈলাটী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রুবেল ভূঁইয়ার নেতৃত্বে হামলা চালানো হয়।
হামলা চালানোর পর সন্ত্রাসীরা মৃত ভেবে রানা আকন্দকে ফেলে রেখে চলে যায়। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে নেত্রকোনা সদর হাসপাতালে ভর্তি করেন।
এ প্রসঙ্গে জানতে চাইলে নেত্রকোনা জেলা পুলিশ সুপার আকবর আলী মুন্সী বলেন, এ ব্যাপারে এখনো কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আহাদ আজকের পত্রিকাকে বলেন, হামলাকারীদের গ্রেপ্তারে ইতিমধ্যে তাদের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।
কর্তব্যরত চিকিৎসক ফজলুল বারী আজকের পত্রিকাকে বলেন, রানা আকন্দের মাথায় অনেকগুলো সেলাই করা হয়েছে, তবে এই মুহূর্তে তাঁর সার্বিক পরিস্থিতি বলা সম্ভব না। তাঁর চিকিৎসা চলছে।
চেয়ারম্যান রুবেল ভূঁইয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আওয়ামী লীগের লোকজন আমাদের ওপর হামলা চালিয়েছে। হামলায় আমি নিজেও আহত হয়েছি। আমাদের একজন কর্মী ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। এ হামলায় কে কে আহত হয়েছে, তা আমি জানি না।’
উল্লেখ্য, বিজয় দিবসে শহীদ মিনারে ফুল দেওয়াকে কেন্দ্র করে কলমাকান্দা উপজেলায় আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষ হয়।
সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন দৈনিক আজকের পত্রিকার নেত্রকোনার কলমাকান্দা উপজেলা প্রতিনিধি রানা আকন্দ। আজ বৃহস্পতিবার সকাল পৌনে আটটার দিকে গুয়াখলা মোড় এলাকায় বিএনপির কর্মীরা এই হামলা চালান বলে অভিযোগ উঠেছে।
আহত রানা আকন্দকে নেত্রকোনা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রানা আকন্দ জানান, আজ সকাল পৌনে আটটার দিকে তিনি আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের মধ্যে সংঘর্ষের খবর সংগ্রহ করতে যান। ফেরার পথে বিএনপি-সমর্থিত কৈলাটী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রুবেল ভূঁইয়ার নেতৃত্বে হামলা চালানো হয়।
হামলা চালানোর পর সন্ত্রাসীরা মৃত ভেবে রানা আকন্দকে ফেলে রেখে চলে যায়। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে নেত্রকোনা সদর হাসপাতালে ভর্তি করেন।
এ প্রসঙ্গে জানতে চাইলে নেত্রকোনা জেলা পুলিশ সুপার আকবর আলী মুন্সী বলেন, এ ব্যাপারে এখনো কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আহাদ আজকের পত্রিকাকে বলেন, হামলাকারীদের গ্রেপ্তারে ইতিমধ্যে তাদের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।
কর্তব্যরত চিকিৎসক ফজলুল বারী আজকের পত্রিকাকে বলেন, রানা আকন্দের মাথায় অনেকগুলো সেলাই করা হয়েছে, তবে এই মুহূর্তে তাঁর সার্বিক পরিস্থিতি বলা সম্ভব না। তাঁর চিকিৎসা চলছে।
চেয়ারম্যান রুবেল ভূঁইয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আওয়ামী লীগের লোকজন আমাদের ওপর হামলা চালিয়েছে। হামলায় আমি নিজেও আহত হয়েছি। আমাদের একজন কর্মী ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। এ হামলায় কে কে আহত হয়েছে, তা আমি জানি না।’
উল্লেখ্য, বিজয় দিবসে শহীদ মিনারে ফুল দেওয়াকে কেন্দ্র করে কলমাকান্দা উপজেলায় আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষ হয়।
ঝিনাইদহ শহরে প্রবেশ ও বের হওয়ার প্রধান দুটি পথ বন্ধ করে শহীদ মিনার গোলচত্বর সড়কে সংস্কারকাজ চলছে। এতে অতিরিক্ত আধা থেকে এক কিলোমিটার ঘুরে শহরে যাওয়া-আসা করতে গিয়ে ভোগান্তিতে পড়তে হচ্ছে লোকজনকে।
৮ ঘণ্টা আগেপাবনার ফরিদপুর উপজেলায় অন্তত আড়াই শ কারখানায় তৈরি হচ্ছে অবৈধ চায়না দুয়ারি জাল। ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা এসব কারখানায় অবাধে তৈরি হচ্ছে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল। খোঁজ নিয়ে জানা গেছে, এই এলাকার তৈরি করা জাল বিক্রি করা হচ্ছে চলনবিলসহ দেশের বিভিন্ন অঞ্চলে। জলজ জীববৈচিত্র্যের জন্য চায়না দুয়ারি জাল...
৮ ঘণ্টা আগেখুলনা বিজ্ঞান ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্যের পদত্যাগের দাবিতে শাহবাগে ব্লকেড কর্মসূচি পালন করছে ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং ঢাকা কলেজের শিক্ষার্থীরা। দেড় ঘণ্টা সড়ক অবরোধের পর বিক্ষোভ সমাবেশ, প্রতীকী অনশন এবং ক্লাস পরীক্ষা বর্জনের...
৮ ঘণ্টা আগেকক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালংয়ের কৃষক মোহাম্মদ আলী (৫০) চলতি বোরো মৌসুমে স্থানীয় মাছকারিয়া বিলে ৫ একর জমিতে বোরো ধানের চাষ করেছিলেন। ধানও পেকে উঠেছে। বৈশাখের মাঝামাঝিতে ধান কাটার প্রস্তুতি ছিল তাঁর। তবে বৃষ্টিতে জমির পাশের পাহাড়ে অবস্থিত রোহিঙ্গা আশ্রয়শিবিরের বর্জ্য এসে তাঁর অধিকাংশ পাকা..
৯ ঘণ্টা আগে