Ajker Patrika

বাঁচানো গেল না বাকৃবি শিক্ষার্থী জুবায়েরকে

বাকৃবি প্রতিনিধি
Thumbnail image

দুরারোগ্য ব্যাধি ক্যানসারে আক্রান্ত হয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ২০১২-১৩ সেশনের ভেটেরিনারি অনুষদের এক মেধাবী শিক্ষার্থী কৃষিবিদ ডা. মো. জুবায়েরের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার ভোর ৫টা ৪০ মিনিটে মারা যান তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর পরিবারের লোকজন।

কৃষিবিদ ডা. মো. জুবায়ের বাকৃবির ভেটেরিনারি অনুষদ হতে স্নাতক সম্পন্ন করেন। তিনি বাকৃবির প্যারাসাইটোলজি বিভাগে স্নাতকোত্তর অধ্যয়নরত এবং বিশ্ববিদ্যালয়ের শহীদ নাজমুল আহসান হলের আবাসিক ছাত্র ছিলেন। জুবায়ের ঢাকার খিলক্ষেতের বাসিন্দা। তিনি কুর্মিটোলা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, রাজউক উত্তরা মডেল স্কুল ও কলেজ থেকে এইচএসসি পাস করেন। বর্তমানে তাঁর ৩ মাসের সন্তান এবং স্ত্রী রয়েছে। 

জানা যায়, ২০২১ সালের ১০ জুলাই তাঁর শরীরে দুরারোগ্য ব্লাড ক্যানসার শনাক্ত হয়। শুরুতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (সাবেক পিজি হাসপাতাল) তাঁর চিকিৎসা করা হয়। পরবর্তীতে চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য ভারতের তামিলনাড়ু অঙ্গরাজ্যের ভেলোরে দ্য ক্রিশ্চিয়ান মেডিকেল কলেজ (সিএমসি) হাসপাতালে ভর্তি করা হয় | ২০২১ সালের ১২ আগস্ট তাকে ভারতে নেওয়া হয়। কয়েক মাস কেমোথেরাপি দেওয়ার পর এ বছরের জানুয়ারি মাসে তিনি দেশে চলে আসেন। এরপর গত রমজানে ঢাকা এভারকেয়ার হাসপাতালে তাঁর অস্থিমজ্জা প্রতিস্থাপন করা হয়। এরপর কিছুটা সুস্থ হয়ে স্বাভাবিক জীবনযাপন শুরু করেছিলেন। কিন্তু গত ১৪ জুন থেকে আবারও অসুস্থবোধ করায় তাঁর সার্জনের তত্ত্বাবধানে ঢাকা এভারকেয়ার হাসপাতালে এ ভর্তি হন। ভর্তি থাকা অবস্থায় আজ শুক্রবার ভোর ৫টা ৪০ মিনিটে তাঁর মৃত্যু হয়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত