Ajker Patrika

ব্যাংক থেকে নৈশ প্রহরীর ঝুলন্ত লাশ উদ্ধার

প্রতিনিধি, পূর্বধলা (নেত্রকোনা)
আপডেট : ১৭ ডিসেম্বর ২০২১, ১৩: ২২
ব্যাংক থেকে নৈশ প্রহরীর ঝুলন্ত লাশ উদ্ধার

নেত্রকোনার পূর্বধলায় ব্যাংক থেকে শিরেশ চন্দ্র সরকার (৫৮) নামে নৈশ প্রহরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার  দুপুরে পূর্বধলা উপজেলার নারান্দিয়া গ্রামীণ ব্যাংক শাখার ব্যাংকের ভিতর থেকে ঝুলন্ত অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করা হয়। 

 শিরেশ চন্দ্র সরকার উপজেলার নারান্দিয়া ইউনিয়নের ইয়ারন গ্রামের মৃত সাফল্য চন্দ্র সরকারের ছেলে। 

নিহতের পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, গত বৃহস্পতিবার দিবাগত রাতে শিরেশ চন্দ্র দায়িত্ব পালন করতে ব্যাংকে যান। আজ শুক্রবার সকালে তিনি বাড়িতে ফেরেননি।  পরে আজ সকালে ব্যাংকের ভেতর সিলিং ফ্যানের সঙ্গে ঝুলতে দেখতে পান স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। 

শ্যামগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক আখতারুজ্জামান বলেন, মৃত্যু কারণ জানা যায়নি। ময়নাতদন্তের জন্য লাশ নেত্রকোনা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত