Ajker Patrika

দুই পক্ষের সংঘর্ষে কিশোর নিহত, পাঁচজন আটক

নেত্রকোনা প্রতিনিধি
আপডেট : ১৬ মার্চ ২০২৪, ১২: ৩১
দুই পক্ষের সংঘর্ষে কিশোর নিহত, পাঁচজন আটক

নেত্রকোনার মদন উপজেলায় মাছ ধরাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে টেঁটার আঘাতে সজীব (১০) নামের এক কিশোর নিহত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে উপজেলার পশ্চিম ফতেপুর গ্রামে এ ঘটনা ঘটে। সজীব ওই গ্রামের আশিক মিয়ার ছেলে।

এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন। তার মধ্যে আহত সোলাইমান, গোলাম রব্বানী ও আব্দুল হেমিককে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিদের কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এদিকে ঘটনার পরপরই অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করেছে মদন থানার পুলিশ। আটক ব্যক্তিরা হলেন পশ্চিম ফতেপুর গ্রামের মৃত শমসের মিয়ার ছেলে চান মিয়া, আ. খালেক মিয়ার ছেলে আনছু মিয়া, চানপর মিয়ার ছেলে মল্লিক, দেওসহিলা গ্রামের হাসেম মিয়ার ছেলে ওয়াকিব ও শামছুল ইসলাম।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল বিকেলে পশ্চিম ফতেপুর গ্রামের আব্দুর রহিমের ডোবায় একই গ্রামের আনছু মিয়া তাঁর লোকজন নিয়ে জোরপূর্বক মাছ ধরতে যান। এ নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে বাধে। এ সময় টেঁটার আঘাতে সজীব নিহত হয়।

এ বিষয়ে মদন থানার পরিদর্শক (তদন্ত) মো. জাহাঙ্গীর আলম খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত