Ajker Patrika

জামালপুরে পাঁচ আসনের ৩টিতে পরিবর্তন

জামালপুর প্রতিনিধি
আপডেট : ২৬ নভেম্বর ২০২৩, ২১: ২৪
জামালপুরে পাঁচ আসনের ৩টিতে পরিবর্তন

জামালপুরে পাঁচ আসনের মধ্যে তিনটিতেই পরিবর্তন এনেছেন আওয়ামী লীগ। আজ রোববার বিকেল ৪টায় দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কেন্দ্রীয় কার্যালয় বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ৩০০ আসনের মধ্যে ২৯৮টি দলীয় প্রার্থী ঘোষণা করেন। 

দলের প্রার্থিতা ঘোষণা শোনতে আজ সকাল থেকেই দলীয় নেতা-কর্মীসহ উৎসুক মানুষের চোখ ছিল টিভির পর্দায়। একের পর এক প্রার্থী ঘোষণার পর জামালপুরের পাঁচটি আসনেই ঘোষণা করেন দলীয় প্রার্থীর নাম। 

জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনের পাঁচবারের সংসদ সদস্য সাবেক তথ্য ও সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদকে পরিবর্তন করে নতুন প্রার্থী ঘোষণা করেছেন নূর মোহাম্মদকে। নূর মোহাম্মদ বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ। ২০০৮ সালে তিনি দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন চাইলে তাঁকে দেওয়া হয়নি। পরে তিনি দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আনারস প্রতীক নিয়ে দলের বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচন করেন। 

জামালপুর-২ (ইসলামপুর) থেকে দলীয় মনোনয়ন পেয়েছেন চারবাবের সাবেক সংসদ সদস্য ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল এবং জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনে ছয়বারের সংসদ সদস্য সাবেক পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মির্জা আজম। 

জামালপুর-৪ (সরিষাবাড়ী) থেকে মনোনয়ন পেয়েছেন প্রকৌশলী মাহাবুবুর রহমান হেলাল। সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানকে বাদ দেওয়া হয়েছে এই আসনে। 

জামালপুর-৫ (সদর) আসনেও পরিবর্তন করা হয়েছে। ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেনকে বাদ দিয়ে আসনটিতে প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব আবুল কালাম আজাদকে প্রার্থী দেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত