কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনার কলমাকান্দায় এমপি ও ইউএনওর নাম ভাঙিয়ে চাঁদা দাবির অভিযোগ উঠেছে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে। এমন অভিযোগের ভিত্তিতে চেয়ারম্যানকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ পাঠিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবুল হাসেম।
এদিকে আজ সোমবার দুপুরে অভিযুক্ত চেয়ারম্যান মো. মোজাম্মেল হকের অপসারণের দাবি জানিয়ে মানববন্ধন করেছেন এলাকাবাসী।
খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার পোগলা ইউনিয়নের মূলগাও গ্রামের হাজী নুরুল ইসলাম চাঁন মিয়ার কাছ থেকে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন স্থানীয় চেয়ারম্যান মোজাম্মেল হক। টাকা চাওয়ার একটি অডিও কল রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এতে গোটা জেলায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। অভিযুক্ত মো. মোজাম্মেল হক উপজেলার পোগলা ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত নির্বাচিত চেয়ারম্যান।
স্থানীয় বাসিন্দা আব্দুল কাদিরসহ অনেকেই জানান, তাঁরা দুর্নীতিবাজ, ঘুষখোর চেয়ারম্যান চান না। চেয়ারম্যান জন্মনিবন্ধনের জন্য ৮০০ / ৯০০ টাকা নেন বলে অভিযোগ করেন। অতিসত্বর চেয়ারম্যানের অপসারণের জন্য জোর দাবি জানান তাঁরা।
এ বিষয়ে অভিযুক্ত চেয়ারম্যান মো. মোজাম্মেল হক জানান, তাঁর বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্র চলছে। মূলগাও গ্রামের ফাজু রহমানের ছেলে নূরুল ইসলাম চাঁন মিয়া তার বাড়ি সংলগ্ন সরকারি ৭ একর জমি দখল করে আছেন। সম্প্রতি ওই জায়গা থেকে শূন্য দশমিক ৩২ শতাংশ জায়গায় আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণের জন্য বালু ভরাট করা হয়েছে। এমপি, ইউএনও, ডিসির নাম ভাঙিয়ে চাঁদা চাওয়ার বিষয়টি মিথ্যা বলে দাবি করেন তিনি।
স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ী নূরুল ইসলাম চাঁন মিয়া আজকের পত্রিকাকে জানান, তাঁর দখলে থাকা জমি পৈতৃক সূত্রে পাওয়া। সরকারি খাস জমি থেকে থাকলে সরকারি কাজে দিতে কোনো বাধা নেই। কিন্তু চেয়ারম্যান মোজাম্মেল হক এমপি, ইউএনও ও ডিসির ভয় দেখিয়ে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা চাওয়ার রেকর্ড ও প্রমাণ রয়েছে বলে জানান তিনি।
এদিকে চেয়ারম্যানের এমন আচরণ শিষ্টাচার বহির্ভূত জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবুল হাসেম বলেন, ‘এমন কার্যক্রমে স্থানীয় সরকার ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের মানহানি হচ্ছে। এমন আচরণ ও কর্মকাণ্ডের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না তা জানতে চেয়ারম্যানকে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে।’
নেত্রকোনার কলমাকান্দায় এমপি ও ইউএনওর নাম ভাঙিয়ে চাঁদা দাবির অভিযোগ উঠেছে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে। এমন অভিযোগের ভিত্তিতে চেয়ারম্যানকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ পাঠিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবুল হাসেম।
এদিকে আজ সোমবার দুপুরে অভিযুক্ত চেয়ারম্যান মো. মোজাম্মেল হকের অপসারণের দাবি জানিয়ে মানববন্ধন করেছেন এলাকাবাসী।
খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার পোগলা ইউনিয়নের মূলগাও গ্রামের হাজী নুরুল ইসলাম চাঁন মিয়ার কাছ থেকে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন স্থানীয় চেয়ারম্যান মোজাম্মেল হক। টাকা চাওয়ার একটি অডিও কল রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এতে গোটা জেলায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। অভিযুক্ত মো. মোজাম্মেল হক উপজেলার পোগলা ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত নির্বাচিত চেয়ারম্যান।
স্থানীয় বাসিন্দা আব্দুল কাদিরসহ অনেকেই জানান, তাঁরা দুর্নীতিবাজ, ঘুষখোর চেয়ারম্যান চান না। চেয়ারম্যান জন্মনিবন্ধনের জন্য ৮০০ / ৯০০ টাকা নেন বলে অভিযোগ করেন। অতিসত্বর চেয়ারম্যানের অপসারণের জন্য জোর দাবি জানান তাঁরা।
এ বিষয়ে অভিযুক্ত চেয়ারম্যান মো. মোজাম্মেল হক জানান, তাঁর বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্র চলছে। মূলগাও গ্রামের ফাজু রহমানের ছেলে নূরুল ইসলাম চাঁন মিয়া তার বাড়ি সংলগ্ন সরকারি ৭ একর জমি দখল করে আছেন। সম্প্রতি ওই জায়গা থেকে শূন্য দশমিক ৩২ শতাংশ জায়গায় আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণের জন্য বালু ভরাট করা হয়েছে। এমপি, ইউএনও, ডিসির নাম ভাঙিয়ে চাঁদা চাওয়ার বিষয়টি মিথ্যা বলে দাবি করেন তিনি।
স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ী নূরুল ইসলাম চাঁন মিয়া আজকের পত্রিকাকে জানান, তাঁর দখলে থাকা জমি পৈতৃক সূত্রে পাওয়া। সরকারি খাস জমি থেকে থাকলে সরকারি কাজে দিতে কোনো বাধা নেই। কিন্তু চেয়ারম্যান মোজাম্মেল হক এমপি, ইউএনও ও ডিসির ভয় দেখিয়ে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা চাওয়ার রেকর্ড ও প্রমাণ রয়েছে বলে জানান তিনি।
এদিকে চেয়ারম্যানের এমন আচরণ শিষ্টাচার বহির্ভূত জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবুল হাসেম বলেন, ‘এমন কার্যক্রমে স্থানীয় সরকার ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের মানহানি হচ্ছে। এমন আচরণ ও কর্মকাণ্ডের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না তা জানতে চেয়ারম্যানকে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে।’
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে একটি চক্র শীতলক্ষ্যায় জেগে ওঠা চর দখল করে দোকানপাট নির্মাণ করে আসছিল। এতে নদীর স্বাভাবিক রূপ ও পরিবেশ নষ্ট হচ্ছিল। অবশেষে প্রশাসনের হস্তক্ষেপে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ হওয়ায় নদী তার সৌন্দর্য ফিরে পেয়েছে।
২৮ মিনিট আগেতার বক্তব্যে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়াকে ঘিরে বেতাগী উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়েছে। স্থানীয় নেতাকর্মীরা বলছেন, “বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আওয়ামী লীগ সরকারের পতনের পর বিএনপিতে নতুন নতুন নেতাকর্মীর আবির্ভাব হয়েছে। এসব তথাকথিত নেতার কারণে দলের ভাবমূর্তি
১ ঘণ্টা আগে‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নামে রাষ্ট্রীয় কার্যক্রম চললেও এখনো অধ্যাদেশ জারি না হওয়ায় ক্ষুব্ধ রাজধানীর সাত সরকারি কলেজের শিক্ষার্থীরা। প্রস্তাবিত নতুন বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ দ্রুত জারির দাবিতে আজ বুধবার সকাল থেকে তারা বিক্ষোভ ও মিছিল কর্মসূচি পালন করছে। ১০ মিনিটের জন্য অবরোধ করে রাখে রাজধানী
১ ঘণ্টা আগেবাবা রবীন্দ্রনাথ সরকার একজন অবসরপ্রাপ্ত শিক্ষক। জানা গেছে, ১৯৯৩ সালে চতুর্থ শ্রেণির ছাত্র থাকাকালে কয়েক সপ্তাহ নখ না কাটায় শিক্ষক তাকে নখ কাটার নির্দেশ দেন। কিন্তু কৌতূহলবশত অরুন নখ আর না কেটে বড় করতে থাকেন। একপর্যায়ে সেই নখের প্রতি মায়া জন্মে যায় তার, আর শুরু হয় দীর্ঘ নখ রাখার যাত্রা।
১ ঘণ্টা আগে