Ajker Patrika

কারাবন্দী বাকৃবি কেন্দ্রীয় মসজিদের ইমাম সাময়িক বরখাস্ত

বাকৃবি প্রতিনিধি
কারাবন্দী বাকৃবি কেন্দ্রীয় মসজিদের ইমাম সাময়িক বরখাস্ত

ময়মনসিংহে ধর্ষণচেষ্টার অভিযোগে কারাবন্দী বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কেন্দ্রীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মুফতি মো. জালাল উদ্দিনকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করা হয়েছে।

এর আগে অভিযুক্তের বিরুদ্ধে মাদ্রাসার এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ওঠে। এ ঘটনায় থানায় একটি অভিযোগ দেন ভুক্তভোগী নিজে। অভিযোগের প্রেক্ষিতে গত সোমবার (১৬ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের শেষ মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাময়িকভাবে বরখাস্তকালীন সময়ে ইমাম জালাল উদ্দিন মূল বেতনের এক-তৃতীয়াংশ জীবিকা নির্বাহ ভাতা পাবেন। পাশাপাশি তিনি বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, উৎসব ভাতাসহ আইন অনুমোদিত অন্যান্য ভাতা পাবেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল আউয়াল আজকের পত্রিকাকে বলেন, ‘ইমামকে তাঁর চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আনীত অভিযোগ সত্য প্রমাণিত হলে তখন তাকে স্থায়ীভাবে বরখাস্ত করা হবে। অভিযোগ মিথ্যা প্রমাণিত হলে আইনানুযায়ী তিনি তাঁর চাকরি ফিরে পাবেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পর্নোগ্রাফিতে জড়িত সেই বাংলাদেশি যুগল গ্রেপ্তার

৪ হাজার এএসআই নিয়োগের প্রজ্ঞাপন জারি

দেবরের ছেলের সঙ্গে প্রেমের ইতি, থানায় বসে কবজি কাটলেন দুই সন্তানের মা

ভারত বলছে, ফোনালাপ হয়নি, জবাবে ট্রাম্প বললেন—তাহলে ওরা শুল্ক দিতে থাক

দনবাস রাশিয়ার দখলে চলে গেছে, সেটা মেনেই যুদ্ধ শেষ করো—জেলেনস্কিকে ট্রাম্প

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত