ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হামলা চালিয়ে ফার্মাসিস্টকে মারধরের ঘটনায় দুই ছাত্রলীগ নেতাসহ চারজনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।
হামলায় আহত ফার্মাসিস্ট এনামুল হক বাদী হয়ে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে চারজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১০-১৫ জনকে আসামি করে ইসলামপুর থানায় মামলাটি দায়ের করেন।
আসামিরা হলেন উপজেলা ছাত্রলীগের সহসভাপতি শাহীন মিয়া (২৫), ছাত্রলীগের সংস্কৃতিবিষয়ক সম্পাদক বিপুল মিয়া (২৩), স্থানীয় মোশাররফ (২৫) ও আসিব (২৪)।
মামলা দায়েরের পর রাতেই এজাহারভুক্ত আসামি মোশাররফকে পুলিশ গ্রেপ্তার করে। পরে আজ শুক্রবার আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।
গত বুধবার হাসপাতালের নির্ধারিত চিকিৎসকের কোনো ধরনের ওষুধ সরবাহের রসিদ ছাড়াই ওষুধ নিতে চান উপজেলা ছাত্রলীগের সহসভাপতি শাহীন মিয়া এবং সংস্কৃতিবিষয়ক সম্পাদক বিপুল মিয়া। এ সময় ফার্মাসিস্ট এনামুল হক তাদেরকে ওষুধ সরবরাহ করতে চিকিৎসকের অনুমতির রসিদ আনতে বলেন। তাঁরা ওষুধ সরবরাহের রসিদ না এনে আরও কয়েকজন লোক নিয়ে হাসপাতালের ফার্মেসি কক্ষে হামলা ও ভাঙচুর চালান। বেধড়ক মারধর করেন ফার্মাসিস্ট এনামুল হককে।
পরদিন বৃহস্পতিবার ঘটনার সঙ্গে জড়িতদের শাস্তির দাবিতে সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত কর্মবিরতি পালন করেন চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীরা।
মামলার বাদী ফার্মাসিস্ট এনামুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘ছাত্রলীগ নেতারা আমাকে মারধরসহ সরকারি সম্পত্তির ক্ষতি করায় চারজনের নাম উল্লেখ করে থানায় মামলা করেছি। মামলা দায়েরের পর রাতেই এক আসামিকে গ্রেপ্তার করায় আমরা পুলিশের কার্যক্রমে সন্তুষ্ট।’
মামলার তদন্ত কর্মকর্তা ও ইসলামপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. আক্রাম হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘বৃহস্পতিবার দিবাগত রাতে এজাহারভুক্ত আসামি মোশারফকে (২৫) তাঁর বসতবাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শুক্রবার বিকেলে আদালতে হাজির করলে বিজ্ঞ বিচারক জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।’
জামালপুরের ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হামলা চালিয়ে ফার্মাসিস্টকে মারধরের ঘটনায় দুই ছাত্রলীগ নেতাসহ চারজনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।
হামলায় আহত ফার্মাসিস্ট এনামুল হক বাদী হয়ে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে চারজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১০-১৫ জনকে আসামি করে ইসলামপুর থানায় মামলাটি দায়ের করেন।
আসামিরা হলেন উপজেলা ছাত্রলীগের সহসভাপতি শাহীন মিয়া (২৫), ছাত্রলীগের সংস্কৃতিবিষয়ক সম্পাদক বিপুল মিয়া (২৩), স্থানীয় মোশাররফ (২৫) ও আসিব (২৪)।
মামলা দায়েরের পর রাতেই এজাহারভুক্ত আসামি মোশাররফকে পুলিশ গ্রেপ্তার করে। পরে আজ শুক্রবার আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।
গত বুধবার হাসপাতালের নির্ধারিত চিকিৎসকের কোনো ধরনের ওষুধ সরবাহের রসিদ ছাড়াই ওষুধ নিতে চান উপজেলা ছাত্রলীগের সহসভাপতি শাহীন মিয়া এবং সংস্কৃতিবিষয়ক সম্পাদক বিপুল মিয়া। এ সময় ফার্মাসিস্ট এনামুল হক তাদেরকে ওষুধ সরবরাহ করতে চিকিৎসকের অনুমতির রসিদ আনতে বলেন। তাঁরা ওষুধ সরবরাহের রসিদ না এনে আরও কয়েকজন লোক নিয়ে হাসপাতালের ফার্মেসি কক্ষে হামলা ও ভাঙচুর চালান। বেধড়ক মারধর করেন ফার্মাসিস্ট এনামুল হককে।
পরদিন বৃহস্পতিবার ঘটনার সঙ্গে জড়িতদের শাস্তির দাবিতে সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত কর্মবিরতি পালন করেন চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীরা।
মামলার বাদী ফার্মাসিস্ট এনামুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘ছাত্রলীগ নেতারা আমাকে মারধরসহ সরকারি সম্পত্তির ক্ষতি করায় চারজনের নাম উল্লেখ করে থানায় মামলা করেছি। মামলা দায়েরের পর রাতেই এক আসামিকে গ্রেপ্তার করায় আমরা পুলিশের কার্যক্রমে সন্তুষ্ট।’
মামলার তদন্ত কর্মকর্তা ও ইসলামপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. আক্রাম হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘বৃহস্পতিবার দিবাগত রাতে এজাহারভুক্ত আসামি মোশারফকে (২৫) তাঁর বসতবাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শুক্রবার বিকেলে আদালতে হাজির করলে বিজ্ঞ বিচারক জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।’
সিরাজগঞ্জের রায়গঞ্জে কিডনি রোগে আক্রান্ত হয়ে মানবেতর জীবন যাপন করছেন প্রবীণ পত্রিকা বিক্রেতা শহিদুল ইসলাম। অর্থাভাবে বন্ধ হয়ে গেছে তার চিকিৎসা। সমাজের সহৃদয় মানুষ ও সরকারের সহযোগিতা চান তিনি। জানা গেছে, উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের সারুটিয়া গ্রামের বাসিন্দা শহিদুল ইসলাম প্রায় ৪০ বছর ধরে পত্রিকা...
১১ মিনিট আগেউত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে আগামী ৬ জুলাই (বুধবার) থেকে পাঠদান কার্যক্রম শুরু হবে। একইসঙ্গে পরবর্তী তিন মাস শিক্ষার্থীদের মানসিক অবস্থার উন্নয়নে কাউন্সিলিং কার্যক্রম অব্যাহত থাকবে। আজ রোববার সাংবাদিকদের এ তথ্য জানান কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম।
২০ মিনিট আগেআওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১৬ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। দলটির কার্যক্রম নিষিদ্ধ থাকার পরও তাঁরা সাংগঠনিক তৎপরতা চালিয়ে আসছিলেন বলে দাবি করেছে ডিবি।
১ ঘণ্টা আগেরাঙামাটির বাঘাইছড়ির সঙ্গে খাগড়াছড়িসহ সারা দেশের যান চলাচল বন্ধ রয়েছে। আজ রোববার সকালে সড়কে পাহাড় ধসে পড়ায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। খাগড়াছড়ির দীঘিনালার ২য় শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের বেলুন মেকার সুভূতি চাকমা বলেন, সকাল ১০টা পর্যন্ত ৫৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
১ ঘণ্টা আগে