দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনার দুর্গাপুরে এক বালুর গদি ঘর থেকে সেলিনা খাতুন (৩৭) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার বিকেলে বিরিশিরি ইউনিয়নের তেলুঞ্জিয়া গ্রামের শিমুলতলী এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে রাতে থানায় নিয়ে আসে পুলিশ।
নিহত গৃহবধূ উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের কাকড়াকান্দা গ্রামের এমদাদুল হকের স্ত্রী। দীর্ঘদিন যাবৎ পৌরসভার শিবগঞ্জ এলাকার একটি ভাড়াটিয়া বাসায় পরিবার নিয়ে বসবাস করে আসছেন তিনি।
নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, সেলিনা খাতুন গতকাল সোমবার বিকেলে তাঁর বাপের বাড়ি নেত্রকোনার বাহাদুরপুর গ্রামে যাওয়ার কথা বলে শিবগঞ্জের ভাড়াটিয়া বাড়ি থেকে রওনা হয়। এরপর থেকেই তিনি নিখোঁজ হন। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পায়নি। ঈদে বালু ব্যবসা বন্ধ থাকায় আজ বুধবার বিকেলে পুনরায় ব্যবসা চালু করার জন্য শিমুলতলীর বালুর গদিঘর পরিষ্কার করার জন্য শ্রমিকেরা কাজ শুরু করেন। এ সময় ঘর খুলতেই ভেতরে গৃহবধূর মরদেহ দেখতে পান শ্রমিকেরা। তাঁদের চিৎকারে স্থানীয়রা এসে পুলিশকে খবর দেন। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে রাতে থানায় নিয়ে আসে।
এ ব্যাপারে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিবিরুল ইসলাম জানান, ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছি। বৃহস্পতিবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা মর্গে পাঠানো হবে। পিবিআই ও ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার তদন্তে মাঠে কাজ করা হচ্ছে।
দুর্গাপুর সম্পর্কিত আরও পড়ুন:
নেত্রকোনার দুর্গাপুরে এক বালুর গদি ঘর থেকে সেলিনা খাতুন (৩৭) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার বিকেলে বিরিশিরি ইউনিয়নের তেলুঞ্জিয়া গ্রামের শিমুলতলী এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে রাতে থানায় নিয়ে আসে পুলিশ।
নিহত গৃহবধূ উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের কাকড়াকান্দা গ্রামের এমদাদুল হকের স্ত্রী। দীর্ঘদিন যাবৎ পৌরসভার শিবগঞ্জ এলাকার একটি ভাড়াটিয়া বাসায় পরিবার নিয়ে বসবাস করে আসছেন তিনি।
নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, সেলিনা খাতুন গতকাল সোমবার বিকেলে তাঁর বাপের বাড়ি নেত্রকোনার বাহাদুরপুর গ্রামে যাওয়ার কথা বলে শিবগঞ্জের ভাড়াটিয়া বাড়ি থেকে রওনা হয়। এরপর থেকেই তিনি নিখোঁজ হন। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পায়নি। ঈদে বালু ব্যবসা বন্ধ থাকায় আজ বুধবার বিকেলে পুনরায় ব্যবসা চালু করার জন্য শিমুলতলীর বালুর গদিঘর পরিষ্কার করার জন্য শ্রমিকেরা কাজ শুরু করেন। এ সময় ঘর খুলতেই ভেতরে গৃহবধূর মরদেহ দেখতে পান শ্রমিকেরা। তাঁদের চিৎকারে স্থানীয়রা এসে পুলিশকে খবর দেন। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে রাতে থানায় নিয়ে আসে।
এ ব্যাপারে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিবিরুল ইসলাম জানান, ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছি। বৃহস্পতিবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা মর্গে পাঠানো হবে। পিবিআই ও ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার তদন্তে মাঠে কাজ করা হচ্ছে।
দুর্গাপুর সম্পর্কিত আরও পড়ুন:
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত আব্দুল্লাহ শামীমকে (১৩) শরীয়তপুরে তার বাবার কবরের পাশে দাফন করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৯টায় শরীয়তপুরের ভেদেরগঞ্জ উপজেলার সখীপুরের ডিএমখালী চরভয়রা উচ্চবিদ্যালয় মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
১৩ মিনিট আগেঢাকায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে নিহত স্কোয়াড্রন লিডার তৌকির ইসলাম সাগরের লাশ তাঁর রাজশাহীর বাসায় পৌঁছেছে। আজ মঙ্গলবার বেলা ২টা ৫৫ মিনিটে বিমানবাহিনীর হেলিকপ্টারে তাঁর লাশ রাজশাহী ক্যান্টনমেন্টে আনা হয়। সেখানে আনুষ্ঠানিকতা শেষে ৩টা ২০ মিনিটে ক্যান্টনমেন্টের পাশেই নগরের উপশহরের ৩ নম্বর সেক্টরে একটি
১৭ মিনিট আগেসংশ্লিষ্ট আদালতের দপ্তর সূত্রে জানা গেছে, তিনটি মামলা বিচারের জন্য ঢাকার বিশেষ জজ আদালত-৪ ও অন্য তিনটি মামলা বিচারের জন্য ঢাকার বিশেষ জজ আদালত-৫-এ পাঠানো হয়েছে।
২৬ মিনিট আগেরাজধানীর দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তে গুরুতর দগ্ধ সপ্তম শ্রেণির শিক্ষার্থী মাহতাব রহমান ভূঁইয়া (১৫) মৃত্যুর সঙ্গে লড়ছে। রাজধানীর জাতীয় বার্ন ইনস্টিটিউটের আইসিইউতে অচেতন হয়ে পড়ে আছে সে। হাসপাতালের বাইরে দাঁড়িয়ে অসহায় বাবা মিনহাজুর রহমান ভূঁইয়া বারবার ছেলের নাম ধরে
২৯ মিনিট আগে