নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় ফসল রক্ষায় কৃষকদের দেওয়া বিদ্যুতের তারে জড়িয়ে একটি বন্য হাতির মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলার সীমান্তবর্তী বাতকুচি গ্রামে এ ঘটনা ঘটে।
রাতেই বন বিভাগ ঘটনাস্থল থেকে বিদ্যুতের জেনারেটর জব্দ করেছে। আজ শুক্রবার সকালে আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ বন বিভাগের মধুটিলা ইকোপার্কের রেঞ্জ কর্মকর্তা মো. রফিকুল ইসলাম।
বন বিভাগ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, এক সপ্তাহ ধরে ২৫ থেকে ৩০টি বন্য হাতির পাল উপজেলার সীমান্তবর্তী গারো পাহাড়ের বিভিন্ন টিলায় ও জঙ্গলে অবস্থান করছে। দিনের বেলায় টিলা বা জঙ্গলে থাকে, সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে হাতির পাল ধানখেতে ও লোকালয়ে দল বেঁধে নেমে আসে। কৃষকেরা ফসল রক্ষায় মশাল জ্বালিয়ে, ডাক–ঢোল পিটিয়ে, হইহুল্লোড় করে হাতির পাল তাড়িয়ে দেওয়ার চেষ্টা করেন।
উপজেলার বাতকুচি গ্রামের টিলাপাড়া এলাকায় পাহাড়ের ঢালে ৩০ থেকে ৪০ একর জমিতে আমনের আবাদ করা হয়েছে। বন্য হাতি থেকে ফসল রক্ষায় কৃষকেরা জেনারেটর চালিয়ে বিদ্যুতের তার দিয়ে প্রতিরোধ গড়ে তোলেন। গতকাল রাতে ২০ থেকে ২৫টি বন্য হাতি সেই ফসলখেতে হানা দেয়। এ সময় একটি হাতি তারে জড়িয়ে ঘটনাস্থলেই মারা যায়। বাকি হাতিগুলো মৃত হাতিটিকে ঘিরে রাখে। রাত সাড়ে ১১টার দিকে বন বিভাগের লোকজন ঘটনাস্থল থেকে জেনারেটর জব্দ করে নিয়ে যান।
মধুটিলা এলাকার বাসিন্দা রবিউল ইসলাম বলেন, আমন ও বোরো মৌসুমে বন্য হাতির অত্যাচার বাড়ে। এক সপ্তাহ ধরে ২৫ থেকে ৩০টি হাতি ফসল খেতে পাহাড় থেকে লোকালয়ে নেমে আসে। বাতকুচি চিলাপাড়া এলাকায় ফসল রক্ষায় বিদ্যুতের তার দেওয়া হয়েছে। গতকাল রাতে সেই তারে বিদ্যুতায়িত হয়ে একটি হাতির মৃত্যু হয়েছে।
মধুটিলা ইকোপার্কের রেঞ্জ কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, জেনারেটরের তারে জড়িয়ে একটি হাতির মৃত্যু হয়েছে। রাতেই ঘটনাটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। মৃত হাতির ময়নাতদন্ত করা হবে। এ ব্যাপারে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় ফসল রক্ষায় কৃষকদের দেওয়া বিদ্যুতের তারে জড়িয়ে একটি বন্য হাতির মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলার সীমান্তবর্তী বাতকুচি গ্রামে এ ঘটনা ঘটে।
রাতেই বন বিভাগ ঘটনাস্থল থেকে বিদ্যুতের জেনারেটর জব্দ করেছে। আজ শুক্রবার সকালে আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ বন বিভাগের মধুটিলা ইকোপার্কের রেঞ্জ কর্মকর্তা মো. রফিকুল ইসলাম।
বন বিভাগ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, এক সপ্তাহ ধরে ২৫ থেকে ৩০টি বন্য হাতির পাল উপজেলার সীমান্তবর্তী গারো পাহাড়ের বিভিন্ন টিলায় ও জঙ্গলে অবস্থান করছে। দিনের বেলায় টিলা বা জঙ্গলে থাকে, সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে হাতির পাল ধানখেতে ও লোকালয়ে দল বেঁধে নেমে আসে। কৃষকেরা ফসল রক্ষায় মশাল জ্বালিয়ে, ডাক–ঢোল পিটিয়ে, হইহুল্লোড় করে হাতির পাল তাড়িয়ে দেওয়ার চেষ্টা করেন।
উপজেলার বাতকুচি গ্রামের টিলাপাড়া এলাকায় পাহাড়ের ঢালে ৩০ থেকে ৪০ একর জমিতে আমনের আবাদ করা হয়েছে। বন্য হাতি থেকে ফসল রক্ষায় কৃষকেরা জেনারেটর চালিয়ে বিদ্যুতের তার দিয়ে প্রতিরোধ গড়ে তোলেন। গতকাল রাতে ২০ থেকে ২৫টি বন্য হাতি সেই ফসলখেতে হানা দেয়। এ সময় একটি হাতি তারে জড়িয়ে ঘটনাস্থলেই মারা যায়। বাকি হাতিগুলো মৃত হাতিটিকে ঘিরে রাখে। রাত সাড়ে ১১টার দিকে বন বিভাগের লোকজন ঘটনাস্থল থেকে জেনারেটর জব্দ করে নিয়ে যান।
মধুটিলা এলাকার বাসিন্দা রবিউল ইসলাম বলেন, আমন ও বোরো মৌসুমে বন্য হাতির অত্যাচার বাড়ে। এক সপ্তাহ ধরে ২৫ থেকে ৩০টি হাতি ফসল খেতে পাহাড় থেকে লোকালয়ে নেমে আসে। বাতকুচি চিলাপাড়া এলাকায় ফসল রক্ষায় বিদ্যুতের তার দেওয়া হয়েছে। গতকাল রাতে সেই তারে বিদ্যুতায়িত হয়ে একটি হাতির মৃত্যু হয়েছে।
মধুটিলা ইকোপার্কের রেঞ্জ কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, জেনারেটরের তারে জড়িয়ে একটি হাতির মৃত্যু হয়েছে। রাতেই ঘটনাটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। মৃত হাতির ময়নাতদন্ত করা হবে। এ ব্যাপারে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
বরিশালে সরকারি ব্রজমোহন (বিএম) কলেজে ছাত্রদলের নতুন কমিটি গঠনে কাউন্সিলের উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য প্রায় ২ হাজার ৭০০ শিক্ষার্থীকে সদস্যপদ দিয়ে ভোটার তালিকা হালনাগাদের কার্যক্রম শেষ পর্যায়ে।
২ ঘণ্টা আগেসিরাজগঞ্জের সদর উপজেলার ছাতিয়ানতলীতে গড়ে উঠছে অন্যতম বৃহৎ বিসিক শিল্পপার্ক। উত্তরবঙ্গকে দেশের অন্যতম শিল্পাঞ্চলে রূপ দেওয়ার স্বপ্ন ছিল এ প্রকল্প ঘিরে। তবে ৭১৯ কোটি টাকার এ প্রকল্পের কাজ শেষ না করেই উদ্যোক্তাদের কাছে প্লট হস্তান্তর করায় ক্ষোভে ফুঁসছেন শিল্পোদ্যোক্তারা।
২ ঘণ্টা আগেহযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের কার্গো ভিলেজের আমদানি কার্গো (পণ্য) কমপ্লেক্সে বিভিন্ন আমদানি পণ্যের পাশাপাশি মেয়াদোত্তীর্ণ রাসায়নিক দ্রব্যও মজুত ছিল। স্তূপাকারে ছিল দীর্ঘ দিন ধরে বাজেয়াপ্ত পুরোনো ও নষ্ট মালামাল। ঢাকা কাস্টমস সূত্রে এসব তথ্য জানা গেছে।
২ ঘণ্টা আগেরাজধানীর মিরপুরের শিয়ালবাড়ী এলাকায় একটি কারখানার ফটকে দায়িত্ব পালন করেন পঞ্চাশোর্ধ্ব ফোরকান মোল্লা। ছয় দিন আগে পাশের রাস্তায় রাসায়নিক গুদাম ও পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের পর তিনি অসুস্থ হয়ে পড়েন। ঘটনার পরদিন তাঁর চোখে জ্বালাপোড়া, শ্বাসকষ্ট ও বমিভাব দেখা দেয়। চিকিৎসার পর কিছুটা সুস্থ হয়েছেন।
৩ ঘণ্টা আগে