Ajker Patrika

ভোগাই নদে গোসলে নেমে ২ ভাইয়ের মৃত্যু

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি 
নদ থেকে দুই ভাইয়ের লাশ উদ্ধার করা হয়। ছবি: আজকের পত্রিকা
নদ থেকে দুই ভাইয়ের লাশ উদ্ধার করা হয়। ছবি: আজকের পত্রিকা

শেরপুরের নালিতাবাড়ীতে নদে নেমে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। আজ শনিবার (২১ ডিসেম্বর) দুপুরে উপজেলার পানিহাটা এলাকায় ভোগাই নদে গোসলে নেমে মৃত্যু হয় তাদের।

মারা যাওয়া ওই দুই ভাই হলো—ময়মনসিংহের হালুয়াঘাট শহরের আহমেদ আলীর ছেলে ইফতাখারুল করিম নিহান (১৯) ও হুমায়ুন কবিরের ছেলে এস এম সাজিত (১৩)। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই।

জামালপুর ফায়ার সার্ভিস ও নিহতের স্বজনেরা জানান, আজ দুপুরে হালুয়াঘাট থেকে ওই দুজনসহ পরিবারের অন্য ১২ সদস্য পানিহাটা এলাকায় বেড়াতে আসে। সাঁতার না জানায় তারা নদীতে ডুবে যায়। পরে ফায়ার সার্ভিসের ডুবুরির দল এসে তাদের লাশ উদ্ধার করে।

জামালপুর ফায়ার সার্ভিসের টিম লিডার মো. আবু বক্কর সিদ্দিক আজকের পত্রিকাকে বলেন, ‘দ্রুত খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। পরে ডুবুরি দলের একজন সদস্য পানিতে ডুবে থাকা দুজনের লাশ উদ্ধার করে।’

বিষয়টি নিশ্চিত করেছেন নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছানোয়ার হোসেন। তিনি বলেন, লাশ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চকরিয়া থানার ওসিকে প্রত্যাহারের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

এনসিপির কর্মীদের ঢাকায় আনতে সরকারের বাস রিকুইজিশন, সমালোচনার ঝড়

নয়াদিল্লিতে নতুন হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ, ৩ মাস সময় নিল ভারত

চাপে পড়ে ৫টি বাস রিকুইজিশন দিয়েছেন পিরোজপুরের ডিসি, সরকারের হস্তক্ষেপ নেই: প্রেস সচিব

রাতে স্বামীর জন্মদিন উদ্‌যাপন, সকালে নদীতে মিলল নববধূর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত