নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনার খালিয়াজুরীতে জুয়ার আসর থেকে এক আওয়ামী লীগ নেতা ও ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যসহ ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার গভীর রাতে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের বেরি মুসলিমপুর গ্রাম থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে নগদ টাকা ও জুয়া খেলায় ব্যবহৃত সরঞ্জামাদি জব্দ করা হয়।
আজ রোববার বিষয়টি নিশ্চিত করেছেন খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন কুমার।
পুলিশ বলছে, গ্রেপ্তার ব্যক্তিরা জুয়ারি চক্রের সদস্য। তাঁরা হলেন–উপজেলার কুতুবপুর গ্রামের মজিবুর রহমান (৩৭), জাকির মিয়া (৩৬), রবিউল আউয়াল (২৭), মিজানুর রহমান (২৫), কৃষ্ণপুর গ্রামের রুহুল আমিন (৩২), রফিকুল ইসলাম (২৮), শরিফ মিয়া (৩৭), সৌরভ মিয়া (২৫), বেরি মুসলিমপুর গ্রামের কাজল মিয়া (৩৫), লাল মিয়া (৪০), মো. বিল্লাল মিয়া (৪০), সেলিম মিয়া (৩৮) ও নাজিরপুর গ্রামের মিঠুন দাস (৩৫)।
এদের মধ্যে বিল্লাল মিয়া কৃষ্ণপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি ও জাকির মিয়া কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য।
পুলিশ জানায়, গতকাল শনিবার মধ্যরাতে গোপন সূত্রে খবর পেয়ে থানার উপসহকারী পরিদর্শক মো. সুলতান আহম্মেদ পুলিশ সদস্যদের নিয়ে বেরী মুসলিমপুর গ্রামে সেলিম মিয়ার বসতঘরে অভিযান চালান। সেখানে জুয়া খেলারত অবস্থায় তাদের আটক করা হয়। তখন জুয়া খেলার সামগ্রী ও নগদ ১১ হাজার ৭৮০ টাকা জব্দ করা হয়।
খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন কুমার সাহা জানান, থানায় জুয়া আইনে মামলা করা হয়। পরে আটকদের এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
নেত্রকোনার খালিয়াজুরীতে জুয়ার আসর থেকে এক আওয়ামী লীগ নেতা ও ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যসহ ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার গভীর রাতে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের বেরি মুসলিমপুর গ্রাম থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে নগদ টাকা ও জুয়া খেলায় ব্যবহৃত সরঞ্জামাদি জব্দ করা হয়।
আজ রোববার বিষয়টি নিশ্চিত করেছেন খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন কুমার।
পুলিশ বলছে, গ্রেপ্তার ব্যক্তিরা জুয়ারি চক্রের সদস্য। তাঁরা হলেন–উপজেলার কুতুবপুর গ্রামের মজিবুর রহমান (৩৭), জাকির মিয়া (৩৬), রবিউল আউয়াল (২৭), মিজানুর রহমান (২৫), কৃষ্ণপুর গ্রামের রুহুল আমিন (৩২), রফিকুল ইসলাম (২৮), শরিফ মিয়া (৩৭), সৌরভ মিয়া (২৫), বেরি মুসলিমপুর গ্রামের কাজল মিয়া (৩৫), লাল মিয়া (৪০), মো. বিল্লাল মিয়া (৪০), সেলিম মিয়া (৩৮) ও নাজিরপুর গ্রামের মিঠুন দাস (৩৫)।
এদের মধ্যে বিল্লাল মিয়া কৃষ্ণপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি ও জাকির মিয়া কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য।
পুলিশ জানায়, গতকাল শনিবার মধ্যরাতে গোপন সূত্রে খবর পেয়ে থানার উপসহকারী পরিদর্শক মো. সুলতান আহম্মেদ পুলিশ সদস্যদের নিয়ে বেরী মুসলিমপুর গ্রামে সেলিম মিয়ার বসতঘরে অভিযান চালান। সেখানে জুয়া খেলারত অবস্থায় তাদের আটক করা হয়। তখন জুয়া খেলার সামগ্রী ও নগদ ১১ হাজার ৭৮০ টাকা জব্দ করা হয়।
খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন কুমার সাহা জানান, থানায় জুয়া আইনে মামলা করা হয়। পরে আটকদের এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রধান শিক্ষক ছাড়াই দীর্ঘদিন ধরে চলছে ১১টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা। প্রধান শিক্ষকবিহীন এসব শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে। অভিযোগ রয়েছে, যেসব ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে প্রতিষ্ঠানগুলো পরিচালিত হচ্ছে, তাঁদের অনেকেরই প্রধান শিক্ষক হওয়ার যোগ
৬ ঘণ্টা আগেদুই দশক কিছুটা শান্ত থাকার পর কুড়িগ্রামের চিলমারী-রৌমারী-রাজিবপুর নৌপথে আবার ডাকাতের দৌরাত্ম্য বেড়েছে। এক মাসের ব্যবধানে দুবার ডাকাতির ঘটনা ঘটেছে। এ দুই ঘটনায় আইনগত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। প্রতিরোধেও কার্যকর উদ্যোগ নেই স্থানীয় প্রশাসনের। আবার ডাকাতি শুরু হওয়ায় ১৪ কিলোমিটার এই নৌপথের নৌযান, যাত্রী
৬ ঘণ্টা আগেরাত ১০টার দিকে ওই দুই যুবক মোটরসাইকেলে করে আড়ংঘাটা থানার লতার বাইপাস মোড় লিংক রোড থেকে বাইপাস মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময়ে আফিলগেট থেকে খুলনাগামী একটি বাস তাঁদের ধাক্কা দেয়।
৭ ঘণ্টা আগেনোয়াখালীর হাতিয়ায় গভীর রাতে বসতঘরে আগুন লেগে নিমাই চন্দ্র মজুমদার ও তাঁর স্ত্রী মিলনবালার মৃত্যু হয়েছে। শুক্রবার (৩১ জানুয়ারী) চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে বিকেল ৫টায় নিমাই চন্দ্রের মৃত্যু হয়। হাসপাতালে পৌছার পর রাত ৯টার দিকে মিলন বালাও মারা যান।
৭ ঘণ্টা আগে