শেরপুর প্রতিনিধি
শেরপুর জেলার যোগাযোগ, অবকাঠামোসহ সার্বিক উন্নয়নের দাবিতে ‘নাগরিক মানববন্ধন’ হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে শেরপুর প্রেসক্লাবের আয়োজনে এ মানববন্ধন হয়।
মানববন্ধনে শহরের খোয়ারপাড় শাপলা চত্বর মোড় থেকে অষ্টমীতলা পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার এলাকাজুড়ে সড়কের দুই পাশে কয়েক হাজার মানুষ অংশ নেন। এ সময় শেরপুরে দৃশ্যমান উন্নয়নের ব্যবস্থা করা না হলে জেলার সব কার্যক্রম শাটডাউনের হুঁশিয়ারি দেওয়া হয়।
মানববন্ধনে শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা বলেন, ‘আমাদের জেলা দীর্ঘদিন রাজনৈতিক গ্যাঁড়াকলে পিছিয়ে আছে। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, পর্যটন, যোগাযোগ সবক্ষেত্রেই আমরা পিছিয়ে আছি। জেলায় একটি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও রেললাইন স্থাপনের দাবিতে এককাট্টা হয়ে সবাই আন্দোলনে নেমেছেন।’
জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল বলেন, ‘বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে আমাদের পাশের জেলায় যে উন্নয়ন হয়েছে, তার এক ভাগও আমাদের জেলায় হয়নি। আমরা লক্ষ করেছি, শেরপুরের কৃষি, যোগাযোগ, স্বাস্থ্য, শিক্ষা ও পর্যটনের উন্নয়ন খুবই প্রয়োজন এবং এটা শেরপুরের মানুষের দাবি।’
মানববন্ধনে বক্তারা বলেন, ১৯৮৪ সালে শেরপুরকে মহকুমা থেকে জেলায় উন্নীত করা হলেও ৪১ বছর পর সার্বিক উন্নয়নের ক্ষেত্রে জেলার প্রায় ১৬ লাখ মানুষের প্রত্যাশা পূরণ হয়নি। ফলে শেরপুরবাসী অনেক আধুনিক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। এ সময় জেলায় উন্নত চিকিৎসাব্যবস্থা, বিশ্ববিদ্যালয়, যোগাযোগের ক্ষেত্রে রেল নেটওয়ার্কের সংযোগ, পর্যটন খাতের উন্নয়ন এবং ব্যবসা-বাণিজ্য প্রসার লাভে অর্থনৈতিক জোন নির্মাণের দাবি করেন বক্তারা।
শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদলের সঞ্চালনায় মানববন্ধনে আরও বক্তব্য দেন সমাজসেবী ও মানবাধিকারকর্মী রাজিয়া সামাদ ডালিয়া, জেলা বিএনপির সাবেক সদস্যসচিব মো. সিরাজুল ইসলাম, সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল আওয়াল চৌধুরী, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ফজলুর রহমান তারা ও শফিকুল ইসলাম মাসুদ, জেলা আইনজীবী সমিতির নেতা এম কে মুরাদুজ্জামান, চেম্বার অব কমার্সের ভারপ্রাপ্ত সভাপতি মো. আরিফ হোসেন, জেলা জামায়াতের সভাপতি হাফিজুর রহমান, শেরপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ আ জ ম রেজাউল করিম খান, মডেল গার্লস কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এ বি এম মামুনুর রশিদ পলাশ প্রমুখ।
শেরপুর জেলার যোগাযোগ, অবকাঠামোসহ সার্বিক উন্নয়নের দাবিতে ‘নাগরিক মানববন্ধন’ হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে শেরপুর প্রেসক্লাবের আয়োজনে এ মানববন্ধন হয়।
মানববন্ধনে শহরের খোয়ারপাড় শাপলা চত্বর মোড় থেকে অষ্টমীতলা পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার এলাকাজুড়ে সড়কের দুই পাশে কয়েক হাজার মানুষ অংশ নেন। এ সময় শেরপুরে দৃশ্যমান উন্নয়নের ব্যবস্থা করা না হলে জেলার সব কার্যক্রম শাটডাউনের হুঁশিয়ারি দেওয়া হয়।
মানববন্ধনে শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা বলেন, ‘আমাদের জেলা দীর্ঘদিন রাজনৈতিক গ্যাঁড়াকলে পিছিয়ে আছে। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, পর্যটন, যোগাযোগ সবক্ষেত্রেই আমরা পিছিয়ে আছি। জেলায় একটি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও রেললাইন স্থাপনের দাবিতে এককাট্টা হয়ে সবাই আন্দোলনে নেমেছেন।’
জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল বলেন, ‘বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে আমাদের পাশের জেলায় যে উন্নয়ন হয়েছে, তার এক ভাগও আমাদের জেলায় হয়নি। আমরা লক্ষ করেছি, শেরপুরের কৃষি, যোগাযোগ, স্বাস্থ্য, শিক্ষা ও পর্যটনের উন্নয়ন খুবই প্রয়োজন এবং এটা শেরপুরের মানুষের দাবি।’
মানববন্ধনে বক্তারা বলেন, ১৯৮৪ সালে শেরপুরকে মহকুমা থেকে জেলায় উন্নীত করা হলেও ৪১ বছর পর সার্বিক উন্নয়নের ক্ষেত্রে জেলার প্রায় ১৬ লাখ মানুষের প্রত্যাশা পূরণ হয়নি। ফলে শেরপুরবাসী অনেক আধুনিক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। এ সময় জেলায় উন্নত চিকিৎসাব্যবস্থা, বিশ্ববিদ্যালয়, যোগাযোগের ক্ষেত্রে রেল নেটওয়ার্কের সংযোগ, পর্যটন খাতের উন্নয়ন এবং ব্যবসা-বাণিজ্য প্রসার লাভে অর্থনৈতিক জোন নির্মাণের দাবি করেন বক্তারা।
শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদলের সঞ্চালনায় মানববন্ধনে আরও বক্তব্য দেন সমাজসেবী ও মানবাধিকারকর্মী রাজিয়া সামাদ ডালিয়া, জেলা বিএনপির সাবেক সদস্যসচিব মো. সিরাজুল ইসলাম, সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল আওয়াল চৌধুরী, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ফজলুর রহমান তারা ও শফিকুল ইসলাম মাসুদ, জেলা আইনজীবী সমিতির নেতা এম কে মুরাদুজ্জামান, চেম্বার অব কমার্সের ভারপ্রাপ্ত সভাপতি মো. আরিফ হোসেন, জেলা জামায়াতের সভাপতি হাফিজুর রহমান, শেরপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ আ জ ম রেজাউল করিম খান, মডেল গার্লস কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এ বি এম মামুনুর রশিদ পলাশ প্রমুখ।
কোটালীপাড়া থানার ওসি আবুল কালাম আজাদ আজকের পত্রিকাকে বলেন, "আমরা সড়ক অবরোধ ঠেকাতে চেষ্টা করেছি। কিন্তু তাঁরা পুলিশের বাধা উপেক্ষা করে সড়কে অবস্থান নিয়েছেন। বিষয়টি পর্যবেক্ষণে রাখা হয়েছে। যেহেতু আমাদের পর্যাপ্ত ফোর্স নেই, তাই এখনই প্রতিরোধে গেলে অস্থিতিশীল পরিস্থিতির আশঙ্কা রয়েছে। তবে তাঁরা আপাতত
১৬ মিনিট আগে“আমরা দুই বোন ও এক ভাই। বাবা শ্রমিকের কাজ করে আমাদের পাঁচ সদস্যের পরিবারের ভরণ-পোষণ করতেন। মঙ্গলবার সকালে প্রতিবেশী বিল্লাল গাজীর কৃষি জমিতে কাজ করতে বাড়ি থেকে বের হন। রাতে বাড়ি না ফেরায় আমরা খোঁজাখুঁজি শুরু করি। রাত ১০টা ১৫ মিনিটে বাড়ির পাশের একটি কৃষি মাঠে বাবার মরদেহ পড়ে থাকতে দেখি।
২১ মিনিট আগেগাজীপুরের শ্রীপুরে মাইকে ঘোষণা দিয়ে মাথায় লাল কাপড় বেঁধে অস্ত্রের মহড়া দিয়ে বাজারে চাঁদাবাজির ঘটনায় সেই বহিস্কৃত যুবদল নেতাকে আটক করে পুলিশে দিয়েছেন কেন্দ্রীয় বিএনপির সহস্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু। আজ বুধবার সকালে উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি গ্রামের বৃন্দাবন এলাকা
২৮ মিনিট আগেনিহত আবরার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক বিশেষজ্ঞ ডা. শওকত শরীফের ছেলে। এ ঘটনায় দুই কিশোরীকে রাতেই হেফাজতে নিয়েছে পুলিশ। তাদের একজনের বয়স ১৩, অন্যজনের ১৪। তারাই ওই শিশুর মরদেহের সন্ধান দিয়েছে বলে দাবি পুলিশের।
৩৩ মিনিট আগে