গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের গৌরীপুরের গুঁজিখা এলাকায় অবস্থিত সরকার সুপার অটো রাইস মিলের বিষাক্ত কালো ধোঁয়া, উড়ে আসা তুষ, কুড়া ও ছাইয়ে পরিবেশ দূষণের পাশাপাশি স্থানীয় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এতে মিলের আশপাশের মানুষ আক্রান্ত হচ্ছেন নানা রোগ-ব্যাধিতে। অন্যদিকে নষ্ট হচ্ছে জমির ফসল।
এই দুর্ভোগ থেকে মুক্তি পেতে উপজেলা নির্বাহী অফিসার কাছে একটি লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী স্থানীয় বাসিন্দারা।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, কলতাপাড়া-গৌরীপুর সড়ক ঘেঁষে গড়ে উঠেছে বিশাল সরকার সুপার অটো রাইস মিলটি। টিনের একটি ছোট ভাঙা চিমনি দিয়ে বের হচ্ছে এ মিলের বিষাক্ত কালো ধোঁয়া। মিল থেকে উড়ছে ছাই, তুষ ও কুড়া। সেই উড়ন্ত ছাই, তুষ ও কুড়া গিয়ে পড়ছে আশপাশের বাড়ি, ফসলি জমি ও রাস্তায়।
গুজিখাঁ গ্রামের ফজলু মিয়া (৬৫) বলেন, অটো রাইস মিলের কারণে বর্তমানে বাড়িতে বসবাস করা খুব কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। মিলের উড়ন্ত ছাই, তুষ ও কুড়া ঘরের হাঁড়ি-পাতিলে গিয়ে পড়ে। বাড়ি ঘর, গাছপালা ও ফসলি জমি ছাইয়ের আবরণে কালো বর্ণের হয়ে গেছে। মিলের কারণে এ এলাকার অধিকাংশ মানুষ চোখের বিভিন্ন রোগসহ শ্বাসকষ্ট, অ্যাজমা ও চর্মরোগে আক্রান্ত হচ্ছে।
দোকানদার আনারুল (৩৩) বলেন, মিলের উড়ন্ত ছাই, তুষ ও কুড়া রাস্তায় চলাচলকারী পথচারী ও বিভিন্ন গাড়ি চালকদের চোখে পড়ে নানা সমস্যার সৃষ্টি করছে। এতে অনেক সময় রাস্তায় দুর্ঘটনা ঘটছে।
জানতে চাইলে সরকার সুপার অটো রাইস মিলের মালিক সুবল সরকার জানান, তার মিলের সমস্যাগুলো দ্রুত নিরসন করবেন তিনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মারুফ জানান, ওই রাইস মিলের ব্যাপারে স্থানীয় লোকজন লিখিত অভিযোগ করেছে। এ সমস্যা দূর করার জন্য পরিবেশ অধিদপ্তরকে জানানো হবে।
ময়মনসিংহের গৌরীপুরের গুঁজিখা এলাকায় অবস্থিত সরকার সুপার অটো রাইস মিলের বিষাক্ত কালো ধোঁয়া, উড়ে আসা তুষ, কুড়া ও ছাইয়ে পরিবেশ দূষণের পাশাপাশি স্থানীয় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এতে মিলের আশপাশের মানুষ আক্রান্ত হচ্ছেন নানা রোগ-ব্যাধিতে। অন্যদিকে নষ্ট হচ্ছে জমির ফসল।
এই দুর্ভোগ থেকে মুক্তি পেতে উপজেলা নির্বাহী অফিসার কাছে একটি লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী স্থানীয় বাসিন্দারা।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, কলতাপাড়া-গৌরীপুর সড়ক ঘেঁষে গড়ে উঠেছে বিশাল সরকার সুপার অটো রাইস মিলটি। টিনের একটি ছোট ভাঙা চিমনি দিয়ে বের হচ্ছে এ মিলের বিষাক্ত কালো ধোঁয়া। মিল থেকে উড়ছে ছাই, তুষ ও কুড়া। সেই উড়ন্ত ছাই, তুষ ও কুড়া গিয়ে পড়ছে আশপাশের বাড়ি, ফসলি জমি ও রাস্তায়।
গুজিখাঁ গ্রামের ফজলু মিয়া (৬৫) বলেন, অটো রাইস মিলের কারণে বর্তমানে বাড়িতে বসবাস করা খুব কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। মিলের উড়ন্ত ছাই, তুষ ও কুড়া ঘরের হাঁড়ি-পাতিলে গিয়ে পড়ে। বাড়ি ঘর, গাছপালা ও ফসলি জমি ছাইয়ের আবরণে কালো বর্ণের হয়ে গেছে। মিলের কারণে এ এলাকার অধিকাংশ মানুষ চোখের বিভিন্ন রোগসহ শ্বাসকষ্ট, অ্যাজমা ও চর্মরোগে আক্রান্ত হচ্ছে।
দোকানদার আনারুল (৩৩) বলেন, মিলের উড়ন্ত ছাই, তুষ ও কুড়া রাস্তায় চলাচলকারী পথচারী ও বিভিন্ন গাড়ি চালকদের চোখে পড়ে নানা সমস্যার সৃষ্টি করছে। এতে অনেক সময় রাস্তায় দুর্ঘটনা ঘটছে।
জানতে চাইলে সরকার সুপার অটো রাইস মিলের মালিক সুবল সরকার জানান, তার মিলের সমস্যাগুলো দ্রুত নিরসন করবেন তিনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মারুফ জানান, ওই রাইস মিলের ব্যাপারে স্থানীয় লোকজন লিখিত অভিযোগ করেছে। এ সমস্যা দূর করার জন্য পরিবেশ অধিদপ্তরকে জানানো হবে।
পরকীয়া সন্দেহে কুষ্টিয়া সদর উপজেলায় স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার পর মাহবুব আলম টুটুল (৩২) নামে এক যুবক বিষপানে ‘আত্মহত্যার’ চেষ্টার অভিযোগ উঠেছে। আজ শনিবার বেলা আড়াইটার দিকে উপজেলার হাটশ হরিপুর ইউনিয়নের মেছোপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।
২ মিনিট আগেসামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘দোয়া কবুলের অলৌকিক গল্প’ নামে একটি গ্রুপে চোখ পড়ে আফরোজা হোসেন নামের এক নারীর। সেখানে পোস্ট করা হয়, ‘তদবির রুকাইয়া অনেকের সমস্যার সমাধান করেছে!’ কৌতূহলী আফরোজা মেসেঞ্জারে যোগাযোগ করলেন পোস্টদাতার সঙ্গে। সেই নারী তাঁকে বললেন, ‘আমার “তাহকিয়া” খুব কাজ করে!’ এরপর...
৫ মিনিট আগেমাসে তিন থেকে চার দিন নানান কারণ দেখিয়ে বেনাপোল বন্দর এলাকায় সকাল-সন্ধ্যা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখছে বিদ্যুৎ বিভাগ। এ ছাড়া মাঝেমধ্যে লোডশেডিংয়ের কবলে পড়ে ব্যাহত হচ্ছে ইমিগ্রেশন, কাস্টমস ও বন্দরের বাণিজ্যিক কার্যক্রম। দীর্ঘদিন ধরে বন্দর এলাকায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবি থাকলেও তা বাস্তবায়ন হয়নি
৯ মিনিট আগেকুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল-ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের নাম পরিবর্তনের দাবিতে শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালন করেছেন। আজ শনিবার দুপুরে মীর মোশাররফ হোসেন একাডেমিক ভবনে বিভাগের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
১১ মিনিট আগে