Ajker Patrika

মধ্যরাতে মোবাইল ফোন চার্জ দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে চিকিৎসকের মৃত্যু

ময়মনসিংহ প্রতিনিধি
আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৪, ১৫: ৫৪
মধ্যরাতে মোবাইল ফোন চার্জ দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে চিকিৎসকের মৃত্যু

ময়মনসিংহে মোবাইল ফোনে চার্জ দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে তারিকুল আলম নোমান (৪২) নামের এক চিকিৎসকের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে নগরীর ৮/ঘ জমির মুন্সি এলাকার নিজ বাসায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তারিকুল আলম নোমান ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিকস বিভাগের সহকারী অধ্যাপক ছিলেন। তিনি নগরীর ওই এলাকার মৃত তাহির উদ্দিনের ছেলে। 

ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, পরিবারের পক্ষ থেকে আবেদন করা হলে ময়নাতদন্ত ছাড়াই লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) শফিক উদ্দিন বলেন, সহকারী অধ্যাপক তারিকুল আলম নোমান গতকাল মধ্যরাতে বাসায় ফেরেন। বাসার একটি কক্ষে একা ঘুমাতে যান তিনি। এ সময় মোবাইল ফোন চার্জ দিতে গিয়ে বিদ্যুতায়িত হন। তাঁর দুই হাত, বুক, নাক-মুখ পুড়ে গেছে। ফজরের নামাজের সময় তাঁর কক্ষ থেকে পোড়া গন্ধ আসে। পরিবারের লোকজন দরজা খুলে নোমানকে পড়ে থাকতে দেখে। পরে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

বৃদ্ধের চার বিয়ে, থানায় স্বরাষ্ট্র উপদেষ্টার জেরার মুখে হাসির রোল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত