Ajker Patrika

নজরুল জয়ন্তী জাতীয় পর্যায়ে ত্রিশালে উদ্‌যাপনের দাবি, মহাসড়ক অবরোধ

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি  
আপডেট : ১৩ মে ২০২৫, ১৮: ০৫
ময়মনসিংহের ত্রিশালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ। ছবি: আজকের পত্রিকা
ময়মনসিংহের ত্রিশালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ। ছবি: আজকের পত্রিকা

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বাল্য স্মৃতিবিজড়িত ময়মনসিংহের ত্রিশালে কবির ১২৬তম জন্মবার্ষিকী জাতীয় পর্যায়ে উদ্‌যাপনের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

দাবি আদায়ে আজ মঙ্গলবার বেলা পৌনে ২টা থেকে ত্রিশালে নজরুল অডিটরিয়ামের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করা হয়। ‘আমরা ত্রিশালবাসী’ ব্যানারে ঘণ্টাব্যাপী এই অবরোধ চলে।

এ সময় আন্দোলনকারীরা ‘তুমি কে, আমি কে? নজরুল, নজরুল’, ‘কুমিল্লা না ত্রিশাল? ত্রিশাল, ত্রিশাল’ ইত্যাদি স্লোগান দেন। তাঁরা বলেন, ত্রিশালের রফিজউল্লাহ দারোগা যদি ভারতের আসানসোলের রুটির দোকানে কাজ করা নজরুলকে ত্রিশালে না নিয়ে আসতেন, তবে নজরুল পরিপূর্ণ কবি হয়ে উঠত না। কবির বাংলাদেশের মাটি ও মানুষের সঙ্গে পরিচয়ের সূতিকাগার ত্রিশাল। সেই ত্রিশালকে বঞ্চিত করে অন্য কোথাও নজরুল জয়ন্তী জাতীয় পর্যায়ে পালন হতে পারে না। এই বৈষম্য মানা হবে না।

অবরোধের কারণে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে সেনাবাহিনী, পুলিশ ও স্থানীয় প্রশাসন ঘটনাস্থলে উপস্থিত হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল বাকিউল বারীর আশ্বাসে আন্দোলন স্থগিত করা হয়। এ বিষয়ে আগামীকাল বুধবার বেলা ১১টার মধ্যে ঘোষণা না এলে আবার আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন অবরোধকারীরা।

ময়মনসিংহের ত্রিশালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ। ছবি: আজকের পত্রিকা
ময়মনসিংহের ত্রিশালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ। ছবি: আজকের পত্রিকা

বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা হাসান বলেন, ‘জাতীয় পর্যায়ের ঘোষণা না এলে আগামীকাল বেলা ১১টা থেকে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখা হবে।’

এ সময় ঘটনাস্থলে উপস্থিত ইউএনও আব্দুল্লাহ বলেন, ‘এটা সরকারের সিদ্ধান্তের বিষয়। সরকারের পক্ষ থেকে একবার সিদ্ধান্ত হয়েছে। তারপরও আমাদের পক্ষ থেকে আপনাদের যে দাবি আছে, তা আমরা ওপরের স্তরে জানাচ্ছি। দেখা যাক সরকার যদি সদয় হয়ে আমাদের অনুমতি দেয়।’

উল্লেখ, কবি নজরুলের জয়ন্তী জাতীয় পর্যায়ে কুমিল্লায় উদ্‌যাপনের ঘোষণা আসায় ফুঁসে উঠেছেন ত্রিশালের নজরুলপ্রেমীরা। তাঁরা ত্রিশালে এই উৎসব উদ্‌যাপনের দাবিতে লাগাতার আন্দোলন করছেন। এর ধারাবাহিকতায় গতকাল সোমবার মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেওয়ার পর আজ মহাসড়ক অবরোধ করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত