Ajker Patrika

মোহনগঞ্জে হেরোইনসহ দুই যুবক আটক

নেত্রকোনা প্রতিনিধি
আপডেট : ১৩ মার্চ ২০২৩, ১৯: ৪৬
মোহনগঞ্জে হেরোইনসহ দুই যুবক আটক

নেত্রকোনার মোহনগঞ্জে হেরোইনসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে তাঁদের আদালতে পাঠানো হয়েছে। এর আগে গতকাল রোববার রাতে পৌর শহরের উত্তর দৌলতপুর এলাকায় অভিযান চালিয়ে এক গ্রাম হেরোইনসহ তাঁদের আটক করা হয়।

আটক হওয়া দুই যুবক হলেন দক্ষিণ দৌলতপুরের নূরে আলম রিয়াদ (৩০) এবং মাইলোড়া এলাকার মো. হাসানুজ্জামান মুন্না (৩০)।

পুলিশ জানায়, গতকাল রাতে পৌর শহরের উত্তর দৌলতপুর এলাকায় মাদক কেনাবেচা হচ্ছে। এমন গোপন সংবাদে এসআই মো. জসীম উদ্দিনের নেতৃত্বে অভিযান চালিয়ে তাঁদের এক গ্রাম হেরোইনসহ আটক করা হয়। আটক দুই যুবক দীর্ঘদিন মাদক কারবার করে আসছেন। তাঁদের মধ্যে নূরে আলম রিয়াদের বিরুদ্ধে মোহনগঞ্জ থানায় আরও চারটি মাদক মামলা রয়েছে।

মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে মামলা দিয়ে আজ দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত