কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনার কলমাকান্দায় ফসলরক্ষা বাঁধের কাজে অনিয়ম করায় পিআইসির তিন সভাপতিকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে। গত রোববার বিকেলে এ নোটিশ পাঠিয়েছেন ইউএনও আসাদুজ্জামান। আজ সোমবার সকালে এ তথ্য নিশ্চিত করেন উপজেলা নির্বাহীর কার্যালয়ের অফিস সহকারী মো. তরিকুল ইসলাম।
শোকজ নোটিশে উল্লেখ করা হয়, উপজেলার লেংগুড়া ইউনিয়নের নাগাভাগা হাওরের ফসলরক্ষা বাঁধের তিনটি প্রকল্পের কাজ নিয়ম বহির্ভূতভাবে করা হয়েছে। অনুমোদিত ডিজাইন ও স্পেসিফিকেশন অনুযায়ী কাজ হয়নি। বাঁধের ঢাল এবং সেকশন ঠিক নেই। বাঁধের কাছ থেকে মাটি কাটা হয়েছে–যা বাঁধের জন্য ক্ষতিকর। মাটির কাজে অতিরিক্ত বালুর ব্যবহার করা হয়েছে। প্রাক্কলনে অন্তর্ভুক্ত থাকলেও বাঁধের কোথাও টার্ফিং করা হয়নি।
এর আগে গত শনিবার আজকের পত্রিকার প্রথম পাতায় ‘পারিবারিক প্রকল্পে অযথা তিন বাঁধ’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। পরে রোববার সরেজমিন তদন্ত করে সেই প্রকল্পের সভাপতিদের শোকজ নোটিশ পাঠান ইউএনও। শোকজে মঙ্গলবারের মধ্যে পাউবোর ডিজাইন ও স্পেসিফিকেশন অনুযায়ী কাজ সম্পন্ন করার নির্দেশ দেন।
উল্লেখ্য, ফসলরক্ষা বাঁধের তিনটি প্রকল্পের কাজ পেয়েছেন একই পরিবারের তিন ভাই। বাঁধের প্রয়োজন না থাকলেও তিনটি পিআইসির অনুমোদন করিয়েছেন সাবেক জেলা আওয়ামী লীগ নেতা উসমান গনি। সেই বাঁধের কাজ করা হয় অনুমোদিত ডিজাইন ও স্পেসিফিকেশন বহির্ভূত। এ বিষয়ে বক্তব্য চাইলে আওয়ামী লীগ নেতা উসমান গনি অসদাচরণ ও ধমক দিয়ে ফোন কেটে দেন।
অনিয়ম থাকা সত্ত্বেও ৮৫ ভাগ কাজ সম্পন্ন হয়েছে বলে প্রাথমিক প্রতিবেদন প্রকাশ করে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সারোয়ার জাহান। পরে অনিয়মের সংবাদ প্রকাশিত হলে সরেজমিন তদন্ত করেন উপজেলা পিআইসি কমিটির সভাপতি ইউএনও আসাদুজ্জামান। তদন্ত সাপেক্ষে কারণ দর্শানোর নোটিশ দেন সেই তিন প্রকল্পের সভাপতিদের।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও আসাদুজ্জামান আজকের পত্রিকাকে জানান, অনুমোদিত ডিজাইন ও স্পেসিফিকেশনের বাইরে বাঁধের কাজ করায় কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে কাজের সংশোধন না করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
নেত্রকোনার কলমাকান্দায় ফসলরক্ষা বাঁধের কাজে অনিয়ম করায় পিআইসির তিন সভাপতিকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে। গত রোববার বিকেলে এ নোটিশ পাঠিয়েছেন ইউএনও আসাদুজ্জামান। আজ সোমবার সকালে এ তথ্য নিশ্চিত করেন উপজেলা নির্বাহীর কার্যালয়ের অফিস সহকারী মো. তরিকুল ইসলাম।
শোকজ নোটিশে উল্লেখ করা হয়, উপজেলার লেংগুড়া ইউনিয়নের নাগাভাগা হাওরের ফসলরক্ষা বাঁধের তিনটি প্রকল্পের কাজ নিয়ম বহির্ভূতভাবে করা হয়েছে। অনুমোদিত ডিজাইন ও স্পেসিফিকেশন অনুযায়ী কাজ হয়নি। বাঁধের ঢাল এবং সেকশন ঠিক নেই। বাঁধের কাছ থেকে মাটি কাটা হয়েছে–যা বাঁধের জন্য ক্ষতিকর। মাটির কাজে অতিরিক্ত বালুর ব্যবহার করা হয়েছে। প্রাক্কলনে অন্তর্ভুক্ত থাকলেও বাঁধের কোথাও টার্ফিং করা হয়নি।
এর আগে গত শনিবার আজকের পত্রিকার প্রথম পাতায় ‘পারিবারিক প্রকল্পে অযথা তিন বাঁধ’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। পরে রোববার সরেজমিন তদন্ত করে সেই প্রকল্পের সভাপতিদের শোকজ নোটিশ পাঠান ইউএনও। শোকজে মঙ্গলবারের মধ্যে পাউবোর ডিজাইন ও স্পেসিফিকেশন অনুযায়ী কাজ সম্পন্ন করার নির্দেশ দেন।
উল্লেখ্য, ফসলরক্ষা বাঁধের তিনটি প্রকল্পের কাজ পেয়েছেন একই পরিবারের তিন ভাই। বাঁধের প্রয়োজন না থাকলেও তিনটি পিআইসির অনুমোদন করিয়েছেন সাবেক জেলা আওয়ামী লীগ নেতা উসমান গনি। সেই বাঁধের কাজ করা হয় অনুমোদিত ডিজাইন ও স্পেসিফিকেশন বহির্ভূত। এ বিষয়ে বক্তব্য চাইলে আওয়ামী লীগ নেতা উসমান গনি অসদাচরণ ও ধমক দিয়ে ফোন কেটে দেন।
অনিয়ম থাকা সত্ত্বেও ৮৫ ভাগ কাজ সম্পন্ন হয়েছে বলে প্রাথমিক প্রতিবেদন প্রকাশ করে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সারোয়ার জাহান। পরে অনিয়মের সংবাদ প্রকাশিত হলে সরেজমিন তদন্ত করেন উপজেলা পিআইসি কমিটির সভাপতি ইউএনও আসাদুজ্জামান। তদন্ত সাপেক্ষে কারণ দর্শানোর নোটিশ দেন সেই তিন প্রকল্পের সভাপতিদের।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও আসাদুজ্জামান আজকের পত্রিকাকে জানান, অনুমোদিত ডিজাইন ও স্পেসিফিকেশনের বাইরে বাঁধের কাজ করায় কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে কাজের সংশোধন না করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
স্ত্রীকে শ্বাসরোধে হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক জাহিদুল হক এ রায় ঘোষণা করেন।
৮ মিনিট আগেপ্রায় ১৮৫ বছর আগে সিলেটের এক গভীর অরণ্যে শিকার করা হয়েছিল একটি দুর্লভ বুনো মহিষ। সেই মহিষের শিংসহ মাথার করোটি (শিংসহ মাথার খুলি) স্থান পেয়েছে নওগাঁর ঐতিহাসিক পাহাড়পুর (সোমপুর) বৌদ্ধবিহার জাদুঘরে। আজ বৃহস্পতিবার দুপুরে নওগাঁ শহরের কালিতলা মহল্লার অধ্যাপক (অব.) মো. ফজলুল হক তাঁর পরিবারের প্রজন্ম ধরে
১০ মিনিট আগেময়মনসিংহ নগরীর জয়নুল আবেদিন উদ্যানের ভেতরে মিনি চিড়িয়াখানা ও শিশুপার্ক গুঁড়িয়ে দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার জেলা প্রশাসন ও সিটি করপোরেশনের তিনজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। তবে সেখানে ‘কিডস জোন’ করার কথা জানান কর্তৃপক্ষ।
১৭ মিনিট আগে‘শান্তি প্রতিষ্ঠায় কলা ও মানবিকবিদ্যা’ শীর্ষক এবারের সম্মেলনটি উৎসর্গ করা হয়েছে ২০২৪ সালের জুলাই আন্দোলনে শহীদ খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মীর মুগ্ধসহ সব শহীদের প্রতি। আয়োজকেরা জানিয়েছেন, দেশ-বিদেশের উল্লেখযোগ্যসংখ্যক গবেষক এতে অংশ নিচ্ছেন এবং দুই দিনে দেড় শর অধিক প্রবন্ধ উপস্থাপনের কথা
৩৪ মিনিট আগে