ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির কার্যকরী পরিষদ নির্বাচনে সভাপতি-সম্পাদকসহ ১৫টি পদের মধ্যে ১২টিতে জয় পেয়েছেন আওয়ামীপন্থী সম্মিলিত আইনজীবী সমন্বিত পরিষদের প্রার্থীরা। বিএনপিপন্থী প্যানেলের আইনজীবীরা জয়ী হয়েছেন তিনটিতে। গতকাল রোববার এই নির্বাচন অনুষ্ঠিত হয়।
আজ সোমবার সকালে জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে নির্বাচনের ফল ঘোষণা করেন প্রিসাইডিং অফিসার খোরশেদ আলম ও সহকারী প্রিসাইডিং অফিসার এমদাদুল হক মিল্লাত। নির্বাচনে রিটার্নিং অফিসার ছিলেন মোয়াজ্জেম হোসেন বাবুল।
নির্বাচনে আওয়ামীপন্থী সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্যানেলের মো. ফজলুল হক ৪৬৫ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী বিএনপিপন্থী সমন্বিত আইনজীবী ঐক্য পরিষদের নুরুল হক পেয়েছেন ৪৪৯ ভোট। আওয়ামীপন্থী সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্যানেলের আবুল কালাম ৫০৯ ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী বিএনপিপন্থী সমন্বিত আইনজীবী ঐক্য পরিষদের প্রার্থী মনজুরুল হাসান জুয়েল পেয়েছেন ৪১০ ভোট।
নির্বাচনে সহসভাপতি পদে প্রবীর কুমার মজুমদার, মশিউর রহমান ফারুক (আওয়ামী লীগ), সহসম্পাদক পদে মো. মফিজ উদ্দিন মণ্ডল, তাহমিনা আশরফী পুতুল (আওয়ামী লীগ) ও রফিকুল ইসলাম খান রফিক (বিএনপি), অডিটর পদে কামরুল হাসান কিরণ (বিএনপি) নির্বাচিত হন। সদস্য পদে নির্বাচিত হয়েছেন আবু রাসেল মিয়া (আওয়ামী লীগ), আজিজুল ইসলাম (আওয়ামী লীগ), ইব্রাহিম রেজা, শাহ সুলতান (আওয়ামী লীগ), এ এইচ এম বদরুজ্জোহা রিয়াদ (আওয়ামী লীগ), মাহমুদা খানম শাপলা (আওয়ামী লীগ) ও শফিউল ইসলাম মৃধা (বিএনপি)।
গতকাল রোববার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নির্বাচনে ভোটগ্রহণ চলে। রাত ৮টা থেকে শুরু হয় ভোট গণনা। বার্ষিক এই নির্বাচনে ১ হাজার ৭ জন ভোটারের মধ্যে ৯৪৩ জন ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে দুটি প্যানেলে ১৫টি পদের বিপরীতে ৩০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির কার্যকরী পরিষদ নির্বাচনে সভাপতি-সম্পাদকসহ ১৫টি পদের মধ্যে ১২টিতে জয় পেয়েছেন আওয়ামীপন্থী সম্মিলিত আইনজীবী সমন্বিত পরিষদের প্রার্থীরা। বিএনপিপন্থী প্যানেলের আইনজীবীরা জয়ী হয়েছেন তিনটিতে। গতকাল রোববার এই নির্বাচন অনুষ্ঠিত হয়।
আজ সোমবার সকালে জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে নির্বাচনের ফল ঘোষণা করেন প্রিসাইডিং অফিসার খোরশেদ আলম ও সহকারী প্রিসাইডিং অফিসার এমদাদুল হক মিল্লাত। নির্বাচনে রিটার্নিং অফিসার ছিলেন মোয়াজ্জেম হোসেন বাবুল।
নির্বাচনে আওয়ামীপন্থী সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্যানেলের মো. ফজলুল হক ৪৬৫ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী বিএনপিপন্থী সমন্বিত আইনজীবী ঐক্য পরিষদের নুরুল হক পেয়েছেন ৪৪৯ ভোট। আওয়ামীপন্থী সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্যানেলের আবুল কালাম ৫০৯ ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী বিএনপিপন্থী সমন্বিত আইনজীবী ঐক্য পরিষদের প্রার্থী মনজুরুল হাসান জুয়েল পেয়েছেন ৪১০ ভোট।
নির্বাচনে সহসভাপতি পদে প্রবীর কুমার মজুমদার, মশিউর রহমান ফারুক (আওয়ামী লীগ), সহসম্পাদক পদে মো. মফিজ উদ্দিন মণ্ডল, তাহমিনা আশরফী পুতুল (আওয়ামী লীগ) ও রফিকুল ইসলাম খান রফিক (বিএনপি), অডিটর পদে কামরুল হাসান কিরণ (বিএনপি) নির্বাচিত হন। সদস্য পদে নির্বাচিত হয়েছেন আবু রাসেল মিয়া (আওয়ামী লীগ), আজিজুল ইসলাম (আওয়ামী লীগ), ইব্রাহিম রেজা, শাহ সুলতান (আওয়ামী লীগ), এ এইচ এম বদরুজ্জোহা রিয়াদ (আওয়ামী লীগ), মাহমুদা খানম শাপলা (আওয়ামী লীগ) ও শফিউল ইসলাম মৃধা (বিএনপি)।
গতকাল রোববার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নির্বাচনে ভোটগ্রহণ চলে। রাত ৮টা থেকে শুরু হয় ভোট গণনা। বার্ষিক এই নির্বাচনে ১ হাজার ৭ জন ভোটারের মধ্যে ৯৪৩ জন ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে দুটি প্যানেলে ১৫টি পদের বিপরীতে ৩০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদলের দুই নেতার বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় এলাকায় এক দোকানির কাছে চাঁদা দাবির অভিযোগ উঠেছে। অভিযুক্ত দুই নেতা হচ্ছেন ঝিনাইদহ জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক উল্লাস মাহমুদ এবং ইবি ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য সাব্বির হোসেন।
২ মিনিট আগেসুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার বলেছেন, কতগুলো মৌলিক বিষয়ে একতা থাকা দরকার রাজনৈতিক দলগুলোর। সেই মৌলিক বিষয়গুলো সম্পর্কে একমত হয়ে যদি জাতীয় সনদ প্রণয়ন করা যায় এবং নির্বাচিত সরকার সেগুলো বাস্তবায়ন করে, ভবিষ্যতে স্বৈরাচারের পুনঃপ্রবর্তন ঠেকাতে পারব।
৬ মিনিট আগেমুশফিকুর রহমানের ছোট ভাই জিয়াউর রহমান আজকের পত্রিকাকে জানান, গতকাল শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে জুমার নামাজ আদায়ের কথা বলে খিলক্ষেতের পূর্ব নাওয়াপাড়া এলাকার বাসা থেকে বের হন মুশফিকুর রহমান (৫৮)। সঙ্গে তিনি তাঁর মোবাইল ফোন নিয়ে যাননি। বাসায় রেখে যান। নামাজ শেষ হওয়ার অনেক পরেও বাসায় না ফেরায় তাঁর
৮ মিনিট আগেনারায়ণগঞ্জের রূপগঞ্জে পারভেজ হাসান (৩৫) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার দিবাগত রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
১৯ মিনিট আগে