Ajker Patrika

মৌলিক বিষয়ে একমত হলে ভবিষ্যৎ স্বৈরাচারের পুনঃপ্রবর্তন ঠেকানো যাবে: বদিউল আলম

নারায়ণগঞ্জ প্রতিনিধি
আপডেট : ০৫ জুলাই ২০২৫, ২০: ৪৪
মৌলিক বিষয়ে একমত হলে ভবিষ্যৎ স্বৈরাচারের পুনঃপ্রবর্তন ঠেকানো যাবে: বদিউল আলম

সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার বলেছেন, ‘কতগুলো মৌলিক বিষয়ে একতা থাকা দরকার রাজনৈতিক দলগুলোর। সেই মৌলিক বিষয়গুলো সম্পর্কে একমত হয়ে যদি জাতীয় সনদ প্রণয়ন করা যায় এবং নির্বাচিত সরকার সেগুলো বাস্তবায়ন করে, ভবিষ্যতে স্বৈরাচারের পুনঃপ্রবর্তন ঠেকাতে পারব।’

শনিবার (৫ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ার একটি কনভেনশন সেন্টারে নাগরিক সংলাপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এসব কথা বলেন।

সুশাসনের জন্য নাগরিক (সুজন) নারায়ণগঞ্জ জেলা শাখার আয়োজনে ‘সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠীই গণতন্ত্রের রক্ষাকবচ’ শীর্ষক জাতীয় সনদ ও নাগরিক প্রত্যাশা শীর্ষক এই নাগরিক সংলাপের আয়োজন করা হয়।

বদিউল আলম মজুমদার বলেন, ‘এখন সবচেয়ে বড় সম্ভাবনার দ্বার খুলেছে এক সাগর রক্তের বিনিময়ে। আমাদের ১৪০০ থেকে ২০০০ হাজার ছেলেমেয়ে প্রাণ দিয়েছে। শুধু ছেলেমেয়েরা নয়, সমাজের সর্বস্তরের ব্যক্তিরা প্রাণ দিয়েছে। প্রায় ৩০ হাজার ব্যক্তি আহত হয়েছে। এই সম্ভাবনার দ্বার যেন বাস্তবে রূপান্তরিত হয়, সে জন্য রাজনৈতিক দলগুলোকে একমত হতে হবে।’

সুজনের সম্পাদক আরও বলেন, ‘আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে ন্যূনতম বিষয়েও কোনো ঐকমত্য নেই। আমরা যদি কতগুলো গুরুত্বপূর্ণ বিষয়ে ঐকমত্যে পৌঁছতে পারি, আদর্শের ভিন্নতা থাকতে পারে, তবু তারা যদি একত্রে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করত, শেখ হাসিনার বিদায়ের পর সম্ভাবনার যে দ্বার উন্মোচিত হয়েছে, সেটা বাস্তবায়িত হতো।’

এ সময় আরও বক্তব্য দেন সুজনের কেন্দ্রীয় যুগ্ম সমন্বয়কারী দিলীপ কুমার সরকার, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি, সুজন নারায়ণগঞ্জ জেলার সভাপতি ধীমান সাহা জুয়েল প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সাড়ে ৯ হাজার কোটি টাকা ব্যয়ে হার্ডিঞ্জের পাশে রেলসেতু

স্বরূপকাঠিতে বিএনপি সভাপতিকে ‘আ.লীগের দোসর’ বললেন পরাজিত প্রার্থী

১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, ভারতীয় নিরব মোদির বেলজিয়ান ভাই যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার

বরযাত্রীদের বিলাসবহুল গাড়ি উঠে গেল কলেজের দেয়ালে, বরসহ নিহত ৮

ভারত-ইংল্যান্ড ম্যাচে বাংলাদেশের আম্পায়ারকে নিয়ে উত্তপ্ত পরিস্থিতির কারণ কী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত