ময়মনসিংহ প্রতিনিধি
গত বছরের তুলনায় এ বছর এসএসসি পরীক্ষায় ময়মনসিংহ বোর্ডে কমেছে পাসের হার ও জিপিএ-৫। ১ লাখ ২২ হাজার ৭৮২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ১ লাখ ৫ হাজার ৪৭ জন। পাসের হার ৮৫ দশমিক ৪৯ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১৩ হাজার ১৭৭ জন। তবে পাসের হার ও জিপিএ-৫-এ এবারও এগিয়ে মেয়েরা।
গত বছর পাসের হার ছিল ৮৯ দশমিক ২ শতাংশ। জিপিএ-৫ পেয়েছিল ১৫ হাজার ২১৬ জন। মোট পরীক্ষার্থী ছিল ১ লাখ ৯ হাজার ৯৫২ জন।
শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক শামসুল ইসলাম জানান, ১ হাজার ৩০৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১ লাখ ২২ হাজার ৮৭২ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১ লাখ ৫ হাজার ৪৭ জন। জিপিএ-৫ পেয়েছে ১৩ হাজার ১৭৭ জন। এর মধ্যে বিজ্ঞান বিভাগে ১২ হাজার ৪৬৬ জন, মানবিক বিভাগে ৫৯৬ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ১১৫ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এবারও পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তিতে ছেলেদের চেয়ে মেয়েরা এগিয়ে রয়েছে। ৬ হাজার ২৪ জন ছেলে এবং ৭ হাজার ১৫৩ জন মেয়ে জিপিএ-৫ পেয়েছে।
বোর্ডের অধীনে জামালপুর জেলায় পাসের হার ৮৬ দশমিক ৯৮ শতাংশ, শেরপুর জেলায় পাসের হার ৮৬ শতাংশ, ময়মনসিংহ জেলায় পাসের হার ৮৫ দশমিক ৬০ শতাংশ এবং নেত্রকোনা জেলায় পাসের হার ৮৩ দশমিক ৮ শতাংশ।
ময়মনসিংহ বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক নাছিমা আক্তার বলেন, ‘এবারের ফলাফলে লক্ষ করা গেছে, বোর্ডে পাসের হার এবং জিপিএ-৫ পাওয়ার দিকে মেয়েরা এগিয়ে রয়েছে। আমার প্রতিষ্ঠান থেকে ৩১২ জন পরীক্ষায় অংশ নিয়ে ২৭৪ জন জিপিএ-৫ পেয়েছে। ছয়জন ফেল করেছে। এর মধ্যে একজনের মা খুব অসুস্থ ছিল, তাই গণিতে সে খারাপ করেছে। এ ছাড়া বাকিরা কী কারণে ফেল করেছে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। বিশেষ করে শিক্ষার্থীরা কোচিংনির্ভর হয়ে পড়ায় দিন দিন ফল খারাপ হচ্ছে। এ থেকে আমাদের বের হয়ে আসতে হবে।’
বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. গাজী হাসান কামাল বলেন, গত বছরের তুলনায় এ বছর ময়মনসিংহ বোর্ডে তুলনামূলক ফল কিছুটা খারাপ হয়েছে। তবে গত বছর পূর্ণ বিষয়ে পরীক্ষা হয়নি। ভবিষ্যতে ফল ভালো করার জন্য প্রতিষ্ঠানের দিকে নজরদারি বাড়ানো হবে।
গত বছরের তুলনায় এ বছর এসএসসি পরীক্ষায় ময়মনসিংহ বোর্ডে কমেছে পাসের হার ও জিপিএ-৫। ১ লাখ ২২ হাজার ৭৮২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ১ লাখ ৫ হাজার ৪৭ জন। পাসের হার ৮৫ দশমিক ৪৯ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১৩ হাজার ১৭৭ জন। তবে পাসের হার ও জিপিএ-৫-এ এবারও এগিয়ে মেয়েরা।
গত বছর পাসের হার ছিল ৮৯ দশমিক ২ শতাংশ। জিপিএ-৫ পেয়েছিল ১৫ হাজার ২১৬ জন। মোট পরীক্ষার্থী ছিল ১ লাখ ৯ হাজার ৯৫২ জন।
শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক শামসুল ইসলাম জানান, ১ হাজার ৩০৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১ লাখ ২২ হাজার ৮৭২ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১ লাখ ৫ হাজার ৪৭ জন। জিপিএ-৫ পেয়েছে ১৩ হাজার ১৭৭ জন। এর মধ্যে বিজ্ঞান বিভাগে ১২ হাজার ৪৬৬ জন, মানবিক বিভাগে ৫৯৬ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ১১৫ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এবারও পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তিতে ছেলেদের চেয়ে মেয়েরা এগিয়ে রয়েছে। ৬ হাজার ২৪ জন ছেলে এবং ৭ হাজার ১৫৩ জন মেয়ে জিপিএ-৫ পেয়েছে।
বোর্ডের অধীনে জামালপুর জেলায় পাসের হার ৮৬ দশমিক ৯৮ শতাংশ, শেরপুর জেলায় পাসের হার ৮৬ শতাংশ, ময়মনসিংহ জেলায় পাসের হার ৮৫ দশমিক ৬০ শতাংশ এবং নেত্রকোনা জেলায় পাসের হার ৮৩ দশমিক ৮ শতাংশ।
ময়মনসিংহ বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক নাছিমা আক্তার বলেন, ‘এবারের ফলাফলে লক্ষ করা গেছে, বোর্ডে পাসের হার এবং জিপিএ-৫ পাওয়ার দিকে মেয়েরা এগিয়ে রয়েছে। আমার প্রতিষ্ঠান থেকে ৩১২ জন পরীক্ষায় অংশ নিয়ে ২৭৪ জন জিপিএ-৫ পেয়েছে। ছয়জন ফেল করেছে। এর মধ্যে একজনের মা খুব অসুস্থ ছিল, তাই গণিতে সে খারাপ করেছে। এ ছাড়া বাকিরা কী কারণে ফেল করেছে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। বিশেষ করে শিক্ষার্থীরা কোচিংনির্ভর হয়ে পড়ায় দিন দিন ফল খারাপ হচ্ছে। এ থেকে আমাদের বের হয়ে আসতে হবে।’
বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. গাজী হাসান কামাল বলেন, গত বছরের তুলনায় এ বছর ময়মনসিংহ বোর্ডে তুলনামূলক ফল কিছুটা খারাপ হয়েছে। তবে গত বছর পূর্ণ বিষয়ে পরীক্ষা হয়নি। ভবিষ্যতে ফল ভালো করার জন্য প্রতিষ্ঠানের দিকে নজরদারি বাড়ানো হবে।
গাজীপুরের শ্রীপুরে বেতন-ভাতা পরিশোধ না করে বিনা নোটিশে কারখানা বন্ধের প্রতিবাদে, মূল ফটকের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে খানটেক্স কম্পোজিট টেক্সটাইল নামক একটি কারখানার শ্রমিকেরা। কর্মস্থলে এসে কারখানা বন্ধের নোটিশ দেখতে পেয়ে উত্তেজিত হয়ে ওঠে শ্রমিকেরা।
১১ মিনিট আগেমেধার ভিত্তিতে সিট প্রদান, শিক্ষার্থীদের ফি কমানো, ক্যাম্পাস সিসিটিভির আওতায় আনাসহ নয় দফা দাবিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহকে স্মারকলিপি দিয়েছেন শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।
২৩ মিনিট আগেনাটোরের সিংড়ায় ফজরের নামাজ পড়তে মসজিদে প্রবেশের সময় এক ব্যক্তিকে গুলি করা হয়েছে। আজ শনিবার (১ ফেব্রুয়ারি) ভোর ৬টার দিকে উপজেলার ১০ নম্বর চৌগ্রাম ইউনিয়নের চৌগ্রাম পারুহারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
২৮ মিনিট আগেপৃথক বিশ্ববিদ্যালয়সহ সাত দফা দাবিতে আমরণ অনশনে থাকা তিতুমীর কলেজের শিক্ষার্থীদের মধ্যে তিনজন অসুস্থ হয়ে পড়েছেন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। অনশনরত ৯ শিক্ষার্থীর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করেছে। তাঁদের স্যালাইন দেওয়া হয়েছে। একজন চিকিৎসক ও দুজন নার্সকে শিক্ষার্থীদের স্বাস্থ্যের বিষয়ে খোঁজখব
৩৬ মিনিট আগে