ময়মনসিংহ প্রতিনিধি
গত বছরের তুলনায় এ বছর এসএসসি পরীক্ষায় ময়মনসিংহ বোর্ডে কমেছে পাসের হার ও জিপিএ-৫। ১ লাখ ২২ হাজার ৭৮২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ১ লাখ ৫ হাজার ৪৭ জন। পাসের হার ৮৫ দশমিক ৪৯ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১৩ হাজার ১৭৭ জন। তবে পাসের হার ও জিপিএ-৫-এ এবারও এগিয়ে মেয়েরা।
গত বছর পাসের হার ছিল ৮৯ দশমিক ২ শতাংশ। জিপিএ-৫ পেয়েছিল ১৫ হাজার ২১৬ জন। মোট পরীক্ষার্থী ছিল ১ লাখ ৯ হাজার ৯৫২ জন।
শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক শামসুল ইসলাম জানান, ১ হাজার ৩০৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১ লাখ ২২ হাজার ৮৭২ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১ লাখ ৫ হাজার ৪৭ জন। জিপিএ-৫ পেয়েছে ১৩ হাজার ১৭৭ জন। এর মধ্যে বিজ্ঞান বিভাগে ১২ হাজার ৪৬৬ জন, মানবিক বিভাগে ৫৯৬ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ১১৫ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এবারও পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তিতে ছেলেদের চেয়ে মেয়েরা এগিয়ে রয়েছে। ৬ হাজার ২৪ জন ছেলে এবং ৭ হাজার ১৫৩ জন মেয়ে জিপিএ-৫ পেয়েছে।
বোর্ডের অধীনে জামালপুর জেলায় পাসের হার ৮৬ দশমিক ৯৮ শতাংশ, শেরপুর জেলায় পাসের হার ৮৬ শতাংশ, ময়মনসিংহ জেলায় পাসের হার ৮৫ দশমিক ৬০ শতাংশ এবং নেত্রকোনা জেলায় পাসের হার ৮৩ দশমিক ৮ শতাংশ।
ময়মনসিংহ বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক নাছিমা আক্তার বলেন, ‘এবারের ফলাফলে লক্ষ করা গেছে, বোর্ডে পাসের হার এবং জিপিএ-৫ পাওয়ার দিকে মেয়েরা এগিয়ে রয়েছে। আমার প্রতিষ্ঠান থেকে ৩১২ জন পরীক্ষায় অংশ নিয়ে ২৭৪ জন জিপিএ-৫ পেয়েছে। ছয়জন ফেল করেছে। এর মধ্যে একজনের মা খুব অসুস্থ ছিল, তাই গণিতে সে খারাপ করেছে। এ ছাড়া বাকিরা কী কারণে ফেল করেছে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। বিশেষ করে শিক্ষার্থীরা কোচিংনির্ভর হয়ে পড়ায় দিন দিন ফল খারাপ হচ্ছে। এ থেকে আমাদের বের হয়ে আসতে হবে।’
বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. গাজী হাসান কামাল বলেন, গত বছরের তুলনায় এ বছর ময়মনসিংহ বোর্ডে তুলনামূলক ফল কিছুটা খারাপ হয়েছে। তবে গত বছর পূর্ণ বিষয়ে পরীক্ষা হয়নি। ভবিষ্যতে ফল ভালো করার জন্য প্রতিষ্ঠানের দিকে নজরদারি বাড়ানো হবে।
গত বছরের তুলনায় এ বছর এসএসসি পরীক্ষায় ময়মনসিংহ বোর্ডে কমেছে পাসের হার ও জিপিএ-৫। ১ লাখ ২২ হাজার ৭৮২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ১ লাখ ৫ হাজার ৪৭ জন। পাসের হার ৮৫ দশমিক ৪৯ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১৩ হাজার ১৭৭ জন। তবে পাসের হার ও জিপিএ-৫-এ এবারও এগিয়ে মেয়েরা।
গত বছর পাসের হার ছিল ৮৯ দশমিক ২ শতাংশ। জিপিএ-৫ পেয়েছিল ১৫ হাজার ২১৬ জন। মোট পরীক্ষার্থী ছিল ১ লাখ ৯ হাজার ৯৫২ জন।
শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক শামসুল ইসলাম জানান, ১ হাজার ৩০৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১ লাখ ২২ হাজার ৮৭২ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১ লাখ ৫ হাজার ৪৭ জন। জিপিএ-৫ পেয়েছে ১৩ হাজার ১৭৭ জন। এর মধ্যে বিজ্ঞান বিভাগে ১২ হাজার ৪৬৬ জন, মানবিক বিভাগে ৫৯৬ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ১১৫ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এবারও পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তিতে ছেলেদের চেয়ে মেয়েরা এগিয়ে রয়েছে। ৬ হাজার ২৪ জন ছেলে এবং ৭ হাজার ১৫৩ জন মেয়ে জিপিএ-৫ পেয়েছে।
বোর্ডের অধীনে জামালপুর জেলায় পাসের হার ৮৬ দশমিক ৯৮ শতাংশ, শেরপুর জেলায় পাসের হার ৮৬ শতাংশ, ময়মনসিংহ জেলায় পাসের হার ৮৫ দশমিক ৬০ শতাংশ এবং নেত্রকোনা জেলায় পাসের হার ৮৩ দশমিক ৮ শতাংশ।
ময়মনসিংহ বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক নাছিমা আক্তার বলেন, ‘এবারের ফলাফলে লক্ষ করা গেছে, বোর্ডে পাসের হার এবং জিপিএ-৫ পাওয়ার দিকে মেয়েরা এগিয়ে রয়েছে। আমার প্রতিষ্ঠান থেকে ৩১২ জন পরীক্ষায় অংশ নিয়ে ২৭৪ জন জিপিএ-৫ পেয়েছে। ছয়জন ফেল করেছে। এর মধ্যে একজনের মা খুব অসুস্থ ছিল, তাই গণিতে সে খারাপ করেছে। এ ছাড়া বাকিরা কী কারণে ফেল করেছে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। বিশেষ করে শিক্ষার্থীরা কোচিংনির্ভর হয়ে পড়ায় দিন দিন ফল খারাপ হচ্ছে। এ থেকে আমাদের বের হয়ে আসতে হবে।’
বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. গাজী হাসান কামাল বলেন, গত বছরের তুলনায় এ বছর ময়মনসিংহ বোর্ডে তুলনামূলক ফল কিছুটা খারাপ হয়েছে। তবে গত বছর পূর্ণ বিষয়ে পরীক্ষা হয়নি। ভবিষ্যতে ফল ভালো করার জন্য প্রতিষ্ঠানের দিকে নজরদারি বাড়ানো হবে।
চট্টগ্রামের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে গরুর নিলাম অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১৫ মে) বিকেল সাড়ে ৪টায় এ নিলাম হয়। এতে ২টি গাভী ও ১টি বাছুর চট্টগ্রাম আদালতেরই আইনজীবী মোহাম্মদ ফরিদুল আলম কিনে নেন।
১৪ মিনিট আগেনাটোরের নলডাঙ্গার বারনই নদীতে গোঁসলে নেমে নিখোঁজের ১৭ ঘণ্টা পর রিমি খাতুন নামের এক শিশুর ভাসমান মরদেহ উদ্ধার করেছে এলাকাবাসী ও রাজশাহী ফায়ার সার্ভিসের ডুবুরী দল।
৩১ মিনিট আগেরাজধানীর বনানীতে অজ্ঞাত গাড়ির ধাক্কায় এক নারীর মৃত্যু হয়েছে। আনুমানিক ৩২ বছর বয়সী ওই নারীর পরিচয় জানা যায়নি। গতকাল বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে নৌবাহিনী সদর দপ্তরের সামনের সড়কে এ ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় পুলিশ সদস্যরা ওই নারীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক ভোর ৪টার দিকে মৃত ঘোষণা
৩৬ মিনিট আগেলালমনিরহাটের পাটগ্রামে বজ্রপাতে আব্দুল করিম (৬২) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (১৬ মে) সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। তাঁর বাড়ি উপজেলার বাউরা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের রসুলপুর সফিরহাট এলাকায়।
১ ঘণ্টা আগে