Ajker Patrika

সাংবাদিক নাদিম হত্যা: ৬ আসামির জামিন আবেদন নামঞ্জুর

জামালপুর প্রতিনিধি
আপডেট : ১১ জুলাই ২০২৩, ১৮: ০১
সাংবাদিক নাদিম হত্যা: ৬ আসামির জামিন আবেদন নামঞ্জুর

জামালপুরে সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যা মামলার প্রধান আসামি মাহমুদুল আলম বাবুসহ ছয়জনের জামিন আবারও নামঞ্জুর করেছেন আদালত। 

আজ মঙ্গলবার দুপুরে জামালপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তানভীর আহমেদ উভয় পক্ষের যুক্তিতর্ক শুনে জামিন আবেদন নামঞ্জুর করেন। এর আগে আদালতে জামিন চেয়ে আবেদন করেছিলেন আসামিরা। 

সাংবাদিক নাদিম হত্যাকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। এর মধ্যে পাঁচজন সাংবাদিক নাদিম হত্যার পর তাঁর স্ত্রী মনিরা বেগমের দায়ের করা এজাহারভুক্ত আসামি। বাকি ১১ জন হত্যা ঘটনায় জড়িত এমন তথ্যের ভিত্তিতে গ্রেপ্তার করে বকশীগঞ্জ থানা-পুলিশ ও গোয়েন্দা পুলিশ। এই মামলায় আদালতে মামলার প্রধান আসামি মাহমুদুল আলম বাবু ও তাঁর দুই সহযোগী রেজাউল ও মনিরুজ্জামান মনির এই তিনজন আদালতে ১৬৪ ধারায় হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। 

গত ১৪ জুন রাত ১০টার দিকে পেশাগত দায়িত্ব পালন শেষে বাড়ি ফিরছিলেন সাংবাদিক নাদিম। পৌর শহরের পাটহাটি এলাকায় মাহমুদুল আলম বাবুর নেতৃত্বে হামলার শিকার হন তিনি। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ১৭ জুন নিহত নাদিমের স্ত্রী মনিরা বেগম বাদী হয়ে মাহমুদুল আলম বাবুকে প্রধান আসামি করে ২২ জনের নামে ও আরও ২০-২৫ জনকে অজ্ঞাত আসামি করে বকশীগঞ্জ থানায় মামলা দায়ের করেন। সাংবাদিক নাদিম হত্যা মামলায় এজাহারভুক্ত মামলার ২ নম্বর আসামি ফাহিম ফয়সাল রিফাতসহ ১৭ জন আসামি এখনো পলাতক রয়েছেন।

আরও পড়ুন—

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ব্যাংকিংয়ের নামে কারসাজি, ফাঁসছে ফার্স্ট সিকিউরিটি

আগামী ১১ দিন নৈরাজ্যের আশঙ্কা, ঠেকাতে এসপিদের এসবির চিঠি

‘আমার নিরপরাধ ছেলেডারে ডাইক্যা নিয়া ওসি স্যার জেলে ডুকাইয়া দিল’

টেলিগ্রামে সংগঠিত হচ্ছে আ.লীগ, হাসিনার সঙ্গে কথা বলতে টাকা নিচ্ছেন ওবায়দুল কাদের

রাঙামাটির হোটেল থেকে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, ম্যানেজার আটক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত