Ajker Patrika

বিল থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি
আপডেট : ০৯ নভেম্বর ২০২২, ১৫: ৩২
বিল থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

নেত্রকোনার বারহাট্টায় বিল থেকে আব্দুস সত্তার (৬৫) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকালে উপজেলার আসমা ইউনিয়নের কৈলাটি গ্রামের মইরাতলা বিল থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। নিহত আব্দুস সত্তার কৈলাটি গ্রামের বাসিন্দা।

পরিবার সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার রাত ৮টার দিকে মইরাতলা বিলে মাছের খইন দেখতে যান আব্দুস সত্তার। রাত ২টা বাজলেও ফিরে না আসায় পরিবার তাঁর খোঁজ শুরু করে। পরদিন সকালে পুলিশের উপস্থিতিতে বিলে নেমে খুঁজলে বিলের কাঁদামাটিতে পা আটকানো অবস্থায় তাঁর মরদেহ পাওয়া যায়।

বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফুল হক জানান, ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জেনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত